নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান › বিস্তারিত পোস্টঃ

সবাইকে ঈদের ১ সপ্তাহ আগে থেকে ঈদের শুভেচ্ছা ঈদমুবারক

১১ ই জুন, ২০১৮ বিকাল ৩:০০


এখন আর সচারাচর সেই আগের হরিণ মার্কা এক টাকা'র নোট চোখে পড়েনা ।অথচ এক সময় প্রতিদিন সকাল হলেই
ঘুম থেকে উঠৈ হাত মুখ ধুয়ে ঘরে প্রবেশের সাথে সাথে বাবা পকেট থেকে বের করে দিতেন দুটি করে এক টাকা'র নোট।
তা দিয়ে সে সময় সারাদিন চকলেট, সুপার বিস্কুট,বাদাম,ছাড়াও নানান রকম মজা কিনে খাওয়ার পরেও রাতে দেখতাম
পকেটে আরো আটনা বা বারোআনা রয়েগেছে,আর সেই আটআনা বারোআনাকে খুব যত্ন সহকারে মাটির ব্যংকটোপায় জমাতাম
ঈদের জন্য । দেখা যেত এভাবে প্রতি বছর শেষে ঈদ আসলেই মাটির ব্যাংক টোপা ভাঙ্গার পালা শুরু হয়ে যেত আর ব্যাংক থেকে
হাজার বারোশত টাকা বের করে আনতাম । সেই টকা দিয়ে খুব আনন্দের সাথে মার্কেট করতাম ।আসলে খুচরা সঞ্চয়ের আনন্দটাই
আলাদা পাওয়া যেত ।এর পর ঈদের দিল খুব ভোরে গোসল করার পর থেকেই শুরু হয়ে যেত এক টাকা দুই টাকা করে সালামী পাওয়া।
তা দিয়ে তখন ফুটফাটে ঈদ উপলক্ষে বসা চটপটির দোকানগুলো থেকে চটপটি, ফুচকা ও নানান ধরনের খাবার খেতাম। এ ছাড়াও তখন
ঈদ উপলক্ষে ঢাকা শহরে সব থেকে বেশি জমজমাট স্থান ছিল রমনা ও শিশু পার্ক আর ঢাকা শহরের সিনেমা হলগুলো ।
আহা! কোথায় হারিয়ে গেল সেই দিনগুলো যদি আবার ফিরেপেতাম সেই শিশু ও কৈশরের দিনগুলো ।
যাই হোক টা আর ফিরে পাওয়া সম্ভব না,তবুও আগামী ভবিষৎ প্রজন্ম শিশুদের মাঝে সেই দিনগুলোকে খুঁজি আরো আনন্দময়
ভাবে। সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদমুবারক

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৩:১২

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক..... কিন্তু একসপ্তাহ আগে কেন?

১১ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৬

ব্লগ সার্চম্যান বলেছেন: বিজন রয় দাদু গ্রামের বাড়ি চলে গেলে নেট পাওয়া মুশকিল আবার ঢাকা ফিরতে লেট তাই আগে থেকেই ।
আপনাকেও অগ্রিম ঈদ শুভেচ্ছা।

২| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৩:২৪

বিজন রয় বলেছেন: হে হে হে ...... আমাকে দাদু বানালেন!!!
হা হা হা ....... হা হা হা .....

আরে আপনার মতো আমিও তো সমস্যায় পড়েছি, গত ৯ তারিখ রাতে আমি গ্রামে চলে এসেছি, তাই গতদুদিন ব্লগে ঢুকতে পারনাই। অনেক কাঠখড় পুড়িয়ে এখন একটু নেট পেয়েছি, তাও খুব স্লো। আমি ঢাকা ফিরবো আগামী ১৫ তারিখ অর্থাৎ ঈদের আগের দিন। তাই এই কয়দিন আমিও নেট সমস্যায় ভুগবো মনে হয়।

যাহোক আপনার জন্য শুভকামনা রইল।

৩| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৪:২০

সিগন্যাস বলেছেন: আর কিছুদিন পরে(পঞ্চাশ বছর আরকি) আরো অনেক কিছু খুজে পাবেন না।তাই এখন থেকেই ব্যক্তিগত সংগ্রহশালা তৈরি শুরু করে দেন।

৪| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪৬

রাজীব নুর বলেছেন: দিন শেষে হিসাব মিলিয়ে দেখি ফলাফল শুন্য

৫| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৫:২৭

শামচুল হক বলেছেন: ইদমুবারক ঈদমোবারক। দুইটাই দিলাম।

৬| ১১ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তখন নতুন ১টাকা/২ টাকা পেলে কী যে আনন্দ হত বলে বোঝানো যাবে না...

৭| ১১ ই জুন, ২০১৮ রাত ১০:১৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন: কোথায় যে গেলো সেই দিনগুলো! ছোটবেলার সেই দিনগুলো সত্যিই খুব আনন্দের ছিলো।

ঈদ মোবারক। ঈদের শুভেচ্ছা আপনাকেও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.