নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান › বিস্তারিত পোস্টঃ

মাননীয় প্রধান মন্ত্রীকে ভেবে চিনতে পদক্ষেপ নিতে হবে

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:১৪


গত সপ্তাহে রোড দূর্ঘটনায় শিক্ষার্থী মৃত্যুকে ঘীরে নিরাপদ সড়কের দাবিতে চলমান ছাত্র আন্দোলন নিয়ে নানামুখী যে সংকটে পড়েছেন সরকার,এমন অবস্থায় সরকারকে বা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে প্রতিটা পদক্ষেপ খুব হিসাব করে নিতে হবে। তবে পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনে তারা কি কোনো কঠোর অবস্থানে যাবেন কিনা এবিষয়ে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে বিভিন্ন মতামত নেয়াদেয়া চলছে ।সরকারের বিভিন্ন মহলের সূত্র থেকে জানা যায় চলমান ছাত্র আন্দোলন নিয়ে বহুমুখী সংকট সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। একদিকে এই আন্দোলন দীর্ঘায়িত হলে সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হবে,আবার অন্যদিকে এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টায় ত্বরান্বিত হবে সুযোগসন্ধানীরা। আবার ছাত্রদের বিষয়ে কঠোর অবস্থান নিলে সৃষ্টি হতে পারে নতুন কোনো রাজনৈতিক পরিস্থিতি যা এই পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। আসন্ন জাতীয় নির্বাচনেও এর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা আছে। অন্যদিকে পরিবহন শ্রমিকরা যদি ছাত্রদের মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যায় সেটাও সৃষ্টি করবে জটিল পরিস্থিতির।
তবে সরকারের শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তাদের মতে প্রধানমন্ত্রী আগেও অনেক কঠিন পরিস্থিতি খুব দক্ষতা এবং বিচক্ষণতার সঙ্গে মোকাবিলা করেছেন সকলের আশা এবারো প্রধানমন্ত্রী তা করতে পারবেন।তবে এই ক্ষেত্রে মাননীয় প্রধান মন্ত্রীকে ভেবে চিনতে পদক্ষেপ নিতে হবে।

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:২৭

রসায়ন বলেছেন: অলরেডিই তো কঠোর হয়ে গেছে

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:৩৩

ব্লগ সার্চম্যান বলেছেন: তেমনটা কিন্তু এখনো মনে হচছে না ।

২| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:২৮

জগতারন বলেছেন:
শাজাহান খান এখন দুর্গন্ধময় ডাইপার (diapers) ছাড়া আর কিছুই না।
এই কু**র বাচ্ছা শুধুই দুর্গন্ধ আর দুর্গন্ধ।
এই হারামী কে সরানো এখন সময়ের ব্যাপার মাত্র।
শেখ হাছিনা যদি মনে করেন; শাজাহান খাঁনের শ্রমিক বাহিনী
তার ভোটের বাক্স ভরে দেবে;
তা শুধুই অলিক ও স্বপ্ন।

আচমত খাঁ মোক্তারের ছাওয়াল
দানব শাজাহান খাঁ এবার লও ঠেলা।
ধমক আর অপমান কত প্রকার ও কি কি ?

খালুর বসত বাড়ী জবর দখল করেছো !
খালাতো ভাই বোনেরা আজ বাস্তুহারা !!
১৯৭৯ সালে তরুন মেধাবী ছাত্র নেতা
হেলালুল ইসলাম (রাংগু)-কে
সর্বহারার গুন্ডা দিয়া গুলি করে মেরে
পথের কাঁটা সরাইয়ে নেতা হয়েছিলে !!!

খালুর দখল করা বাড়ীর সামনে নিজের এক দৈত্তাকৃতি
ছবি টাংগাইয়াছে এই শাজাহান খাঁন
যেন বলতে চান;
"অত্র এলাকায় আমিই বড় দানব,
আমার সামনে আসবিতো এক্কেবারে চাঁবাইয়া খামু"

ওর বাপে মোক্তারি করতো মাদারীপুর কোর্টে।
ওর মা'র মাথায় ছিল 'সিট'।
ওর বাবার মক্কেল-এর সাথে মতের অমিল হইলেই
ওর মা মাছ কোটার ছুড়ি নিয়া সেই মক্কেলকে ধাওয়া করতো।
ওর বাবার নুন আনতে পানতা ফুরাতো।

এখন এই কু**র বাচ্ছার হাজার কুটী টাকা সুইস ব্যাঙ্কে জমা।
এ সব টাকাই বাংলাদেশ ও বাংলাদেশের জনগনের টাকা।

এবার সেই সব স্বেচ্ছাচারির মুখে চপেটাঘাত !!!!

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:৩৪

ব্লগ সার্চম্যান বলেছেন: আপনার কমেন্টের কোনো উত্তর আমার জানা নাই।

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:৩৮

ইফতেখার ভূইয়া বলেছেন: গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:৪৪

ব্লগ সার্চম্যান বলেছেন: গড়ে ওঠুক একটা সুন্দর দেশ।

৪| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০৬

হাসান কালবৈশাখী বলেছেন:
গতকাল থেকেই ব্যাপক গুজব শোনা যাচ্ছিল, আজ কিছু একটা ঘটবে বা ঘটানো হবে।
এই দুইদিনে নিউমার্কেট, গাউছিয়া সহ সব মার্কেটের স্কুল ইউনিফর্ম (সাদা সার্ট) সব বিক্রি হয়ে গেছে।
যে কোন সাদা শার্টের দাম ৩ গুন হয়ে গেছে।

ঘটনা শেষ পর্যন্ত ঘটলোই।
দুজন ছাত্র আটক রাখার গুজব শুনে কিছু সংগবদ্ধ ছাত্ররা + শাদা সার্ট পরা গুন্ডারা ইটপাটকেল নিয়ে জিগাতলা প্রধানমন্ত্রীর কার্যালয়ে হামলা চালায়। মার খেয়ে ছাত্রলীগ কেন কেউই বসে থাকে না। থাকার কথা না।

আরেক দল আগেই প্রস্তুত ছিল রঙের বোতল ঢেলে ৪ টি লাশ তৈরি করার, ৪ জনকে কার্যালয়ে আটক করা গুজব ও রেপ্টড স্টোরি তৈরি করার।

৫| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২১

জুনায়েদ বি রাহমান বলেছেন: প্রধানমন্ত্রীকে অবশ্যই ভেবে ডিসিসন নিতে হবে। মাফিয়া-টাফিয়াদের কথা শুনলে রেজাল্ট খারাপ হবে।

৬| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে টিভিতে ভাষণ দিয়ে ছাত্রদের ঘরে ফেরার কথা বলতে পারেন হয়তো বা...

৭| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৫৫

কাওসার চৌধুরী বলেছেন:



উনার চতুর্দিক অদৃশ্য এক দেয়াল দ্বারা আবৃত; আর এই দেয়ালের ভেতরে উনাকে পাহারা দিচ্ছে একদল রয়েল বেঙ্গল টাইগার। এদের কেউ উপদেষ্টা, কেউ মিনিস্টার, কেউ চাটুকার মাফিয়া; কিন্তু এদের চিনতে যে প্রজ্ঞার প্রয়োজন তা উনার নেই। যার জন্য রাষ্ট্র পরিচালনায় এতো অভিজ্ঞতা হলেও লীডারশিপ কোয়ালিটি অর্জিত হয় নাই।

৮| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১:৫২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন।

৯| ০৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:২৭

চাঁদগাজী বলেছেন:


সমস্যটা প্রধানমন্ত্রী সৃষ্টি করেছেন, ছেলেমেয়েরা চাপ দিয়ে সমাধান করতে বাধ্য করতে চাচ্ছে; তবে, ছেলেমেয়েরা বেশী সময় নিয়ে নিেছে।

১০| ০৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:৫৯

সূচরিতা সেন বলেছেন: প্রধানমন্ত্রীর উচিত ছেলেমেয়েদের দাবীগুলো মেনে নিয়ে তাদের ঘরে ফিরে যাবার পথ সুযোগ করে দেয়া।

১১| ০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: শাহজান খানের মতো একটি নিম্নশ্রেণীর ....কে ঝেড়ে ফেললেই পারেন শেখ হাসিনা | এই নূন্যতম দাবিটি মেনে নিযেই অধিকাংশ ছাত্রছাত্রীদের ক্ষোভের অনেকটাই প্রশমন করতে পারেন তিনি | একে সাথে ছাত্র লীগ নামক ফ্রাঙ্কেস্টাইনের লাগাম টেনে ধরতে পারলে আন্দোলন অনেকটা নিয়ন্ত্রণে এসে যেত | কিছু সংখ্যক সমস্যা সৃষ্টিকারী ফালতু নেতা এবং তাদের জন্য কুম্ভীরাশ্রু বর্ষণকারী সমর্থকদের পাত্তা দেয়ার দরকার আছে কি প্রধানমন্ত্রীর ?

১২| ০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৬

এটম২০০০ বলেছেন: Those who are now on the road are the dearest sons and daughters of bureaucrats, Army, Police, RAB, intelligence department, Doctors, Engineers, businessmen etc. And some, if not ll of them love their children more than their own lives.

PRIME MINISTER BY CONSTITUTIONAL PROVISION, DO SOMETHING TO ANY OF THESE CHILDREN THROUGH YOUR SECRET CELL. YOU CANNOT IMAGINE THE CONSEQUENCE.

১৩| ০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৭

রাজীব নুর বলেছেন: চরম গুজবের পাল্লাপাল্লী চলছে! গুজব সৃষ্টিকারীরা কি সরকারের পতন চায়!!!

১৪| ০৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৩

হাঙ্গামা বলেছেন: উনি এসব বিষয় নিয়ে খুব একটা দুঃশ্চিন্তা করে বলে মনে হয় না।
ওনার আছে বিশেষ বাহিনী। যারা কোন ইউনিফর্ম পরে না কিন্তু অস্ত্রের মালিক এবং খুব ভালো চালাতে জানে।
তারা সব কিছু নিয়ন্ত্রনে নিয়ে আসবে। ইউনিফর্মধারীদের ব্যবহার করলে তো সমস্যা, সামনে নির্বাচন না ??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.