নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান › বিস্তারিত পোস্টঃ

আসছে ১৯ শে ডিসেম্বর বাংলা ব্লগ দিবস সফল হউক

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৪


সামহোয়্যার ইন ব্লগের লোগো

সাইটের প্রকার=ব্লগ
পরিবেষ্টিত এলাকা বাংলা ভাষায় বিশ্বব্যাপী
মালিক somewherein.net লিমিটেড
ওয়েবসাইট সামহোয়্যার ইন ব্লগ
অ্যালেক্সা অবস্থান বৃদ্ধি বিশ্বে ৩০,৭৭৮ তম (বাংলাদেশে ১৫১ তম) (নভেম্বর ২০১৭)
নিবন্ধন ঐচ্ছিক

সামহোয়্যার ইন ব্লগ বিশ্বের সব থেকে জনপ্রিয় এবং বড় একটি বাংলা ব্লগ সাইট। ব্লগটির প্রধান একটি স্লোগান হচ্ছে "বাঁধ ভাঙার আওয়াজ"। এটিই বিশ্বের প্রথম বাংলা ভাষায় প্রতিষ্ঠিত পাবলিক ব্লগ যা ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।এই ব্লগের প্রতিষ্ঠাতা
হলেন,সৈয়দা গুলসান ফেরদৌস জানা এবং তার স্বামী আরিল্ড ক্লোক্কেরহৌগ ।পাশাপাশি স্বামী শ্ত্রী দুজনেই এই সাইটের সম্পাদনাও
চালিয়ে যাচ্ছেন । এই সাইটের প্রোগ্রামার হাসিন হায়দার যিনি সর্ব প্রথম এখানে ইংরেজি কিবোর্ড ব্যবহারের পাশাপাশি বাংলা লিখার
একটি ফোনেটিক প্রোগ্রাম আবিষ্কার করেছিলেন।ব্লগটিতে গত ২০১৭সালের ১৫ই নভেম্বর পর্যন্ত হিসেব অনুযায়ী নিবন্ধিত সদস্য সংখ্যা ছিলেন,প্রায় ২,১৭,০৯১ জন।আর প্রতিদিন গড়ে ৫৫০০০ থেকে ৬৫ হাজার পাতা দর্শন করেন এছাড়াও ৫০ থেকে ৬০ হাজার ব্যবহারকারী। মোবাইল থেকে ৪৫ থেকে ৫০ হাজার ব্যবহারকারী প্রতিদিন ব্লগ ব্যবহার করছেন ।
আর সামহ্যোয়ার ইন ব্লগের এই সকল ভিজিটরদের মধ্যে প্রায় ৮২% বাংলাদেশ থেকে ১০% পশ্চিম বাংলা থেকে আর বাকি ৮%
পৃথিবীর ১৭০টির অধিক দেশের বাসিন্দা রয়েছেন।আর সে হিসেবে প্রতিবছর ১৯শে ডিসেম্বর বাংলা ব্লগার দিবস পালন করা হয়।
তবে ব্লগের নিবন্ধিত সদস্যদের জন্য চার ধরণের মডারেশন পদ্ধতি রয়েছে। ব্লক, নজরে রাখা, সাধারণ এবং নিরাপদ। ব্লগ নিয়ন্ত্রন কারীদের 'মডু'ও বলা হয়ে থাকে।অন্যদিকে এখানে মডুদেরও সপ্তাহিক দুদিন ছুটি ছাড়াও অন্যান্য সকল সরকারি ছুঁটির দিনগুলো
ছুঁটি থাকে ।এই ব্লগ সাইটি ২০১০ সালে রেড হেরিং পুরস্কার পেয়েছেন ।চাইলে এক নজর ঘুরে দেখে আসতে পারি,প্রতিষ্ঠাটি

সব শেষ কথা একটাই আসছে ১৯শে ডিসেম্বর বাংলা ব্লগ দিবস সফল হউক এই কামনা রইল সকল সহ ব্লগার ভাই বোনদের ও
ব্লগ প্রতিষ্ঠানগুলোর জন্য।

ফেসবুক লিঙ্ক

তথ্যসূত্র উইকিবাংলা থেকে সংগ্রহ।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: I love Somewhereinblog so much

০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪

ব্লগ সার্চম্যান বলেছেন: সামু ছাড়া কি আমাদের এক মুহুর্ত চলে ।
আমরা সামু পরিবারেরই একটা অংশ।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৬

মিঃ আতিক বলেছেন: সবাইকে ব্লগ দিবসের অগ্রিম শুভেচ্ছা

০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫

ব্লগ সার্চম্যান বলেছেন: অগ্রিম শুভেচ্ছা থাকলো।

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৩

ঠ্যঠা মফিজ বলেছেন: আসছে ১৯ শে ডিসেম্বর বাংলা ব্লগ দিবস সফল হউক এবং সকলকে ব্লগ দিবসের অগ্রিম শুভেচ্ছা।

০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫

ব্লগ সার্চম্যান বলেছেন: অগ্রিম শুভেচ্ছা থাকলো মফিজ ভাই।

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৭

রাজীব নুর বলেছেন: সফল হোক।

০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৬

ব্লগ সার্চম্যান বলেছেন: অগ্রিম শুভেচ্ছা থাকলো মফিজ রাজীব নুর ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.