![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখানে দুইজন ব্লগারকে প্রধান শীর্ষ নেতা নেত্রী করা হল
(১) ব্লগার শায়মা
(২) ব্লগার কি করি আজ ভেবে না পাই
এই দুজন হলেন দুটি বেসরকারি দলের প্রধান নেতা আর নেত্রী । চাইলে তারা দুজন তাদের জন্য বা তাদের পক্ষে ব্লগের অন্য কোনো
ব্লগার গণকে নিজেদের মনমত প্রাথী হিসেবে গ্রহন করিতে পারেন ।এবং তাদের জন্য মাত্র ২৫০টি আসন বরাদ্দ দেয়া হল,
আর আমরা ব্লগার গণেরা তাদের ভোট দিয়ে জয় যুক্ত করবো । যার ভাগে যত বেশি ভোট পরবে সেই হবেন আগামীতে সামুর ছড়া
মন্ত্রী।
(১) ব্লগার শায়মা আপুর মার্কা কাঠ পেনসিল
(২) ব্লগার কি করি আজ ভেবে না পাই ভাইয়ের মার্কা হল কলম।
তবে দয়া করে কোনো ভাই বোন এদের ঘুষ দিয়ে প্রাথীটা গ্রহণ করিবেন না বা নমিনেশন নিবেন না । কেননা পরে টাকা পয়সা
ফেরত না পাওয়া গেলে তার জন্য কৃতপক্ষ কোনো ভাবেই দায়ী থাকবেনা।
আর আপনেরা দুই নেতা নেত্রী,শায়মা আপু আর কি করি ভাই, টাকা পয়সা ছিটিয়ে জাল ভোট কেনার চেষ্টা থেকে বিরত থাকুন না হলে পরে হেরে যেয়ে ব্লগের সাধারন নিরহ ব্লগারদের উপরে কোনো প্রকার হামলা করলে সেটা কোনো ভাবেই মেনে নেয়া হবে না।
লেখাটি কাউকে ছোট বড় বা অসন্মানি করার জন্য নয় যাষ্ট ফান হিসেবে ধরে নেয়ার জন্য সকলকে অনুরোধ করা
হল।
২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৬
ব্লগ সার্চম্যান বলেছেন: আমি আপাতত ঘুমাই পরে এসে ফলাফল জেনে যাবো।
২| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৫
স্রাঞ্জি সে বলেছেন:
ট্যাটা ভায় বাই...........
০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৮
ব্লগ সার্চম্যান বলেছেন: ফলাফল ড্রো।
৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৬
তারেক ফাহিম বলেছেন: আমার অনেক দিনের সখ দেশে একজন পুরুষ নেতা দরকার
কিন্তু সায়মাপুর বিরুদ্ধে গেলেতো রাতে আমায় ভয়ংকর চোখ ভয় দেখাবে
অন্য কোন মাধ্যম আছে কি?
৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: বেচার কি করি আজ ভেবে না পাই এমনিতেই ভেবে পায় না কি করবেন শায়মার বিপরীতে তিনি কি পারবেন দাড়িয়ে থাকতে। এটা পাতানো নির্বাচন হবে!! কি করি শায়মাকে নিয়ে একটা কবিতা লিখে পরাজয় স্বীকার করে নেবেন।
৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৮
আর্কিওপটেরিক্স বলেছেন: খিকজ
৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৬
রাকু হাসান বলেছেন:
হাহাহা আইডিয়া খারাপ । আর্কিওপটেরিক্স ভাইয়ের খিকজ' রাজীব ভাইয়া কপি করা ও শেষে আর্কিওপটেরিক্স ভাই সেই খিকজ বলায় মজা পেলাম
৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১২
হাবিব বলেছেন: ..
৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৫
যোখার সারনায়েভ বলেছেন: ব্লগে নতুন তাই মনে হয় ভোট দেয়া ঠিক হবে না। প্রার্থী চিনি না!
৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৭
স্রাঞ্জি সে বলেছেন:
রাকু..... খিকজ ব্লগে শুরু থেকেই আছে। ইহা আর্কিওর না। খিকজ...... গবেষণা ।।।
১০| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪২
আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: হাহাহা!
মজা পেলাম!
১১| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৪
কিশোর মাইনু বলেছেন: hmm...
আমি বলব এইখানে উভয় প্রার্থীর ই সমান সম্ভাবনা আছে। তাছাড়া তাদের মার্কা গ্রহণ ও খুব ই চমৎকার। তবুও যেহেতু কলম পেন্সিল অপেক্ষা তুলনামূলক শক্তিশালী, আমার মনে হয় ব্লগার কি করি ভেবে না পাই-র জয়ের সম্ভাবনা বেশী। কিন্তু এখন আবার আমার উপর পেন্সিল কাটারের অপবাদ লেগে যাওয়ার সম্ভাবনা আছে।
তাই সব্দিক চিন্তা করে আমি না ভোট দেওয়ার পক্ষপাতী।
১২| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৫
সাইন বোর্ড বলেছেন: আগে বলতে হবে, হারলে কোন অভিযোগ আনা যাবে না । মজার পোষ্ট !
১৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আসলে কাকে দেই আজ ভেবে না পাই। আচ্ছা আমাকে কি দুটি ভোট দেয়ার ব্যবস্থা করে দেয়া যাবে ? না মানে ইয়ে তাহলে
আমি দুজনকেই দিতাম।
১৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৮
নীল আকাশ বলেছেন: মাল্টি নিক থেকে একটার বেশী ভোট দিলে সব ভোট বাতিল!
১৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৯
নাইম রাজ বলেছেন: আমি না ভোট দিলাম। কাকে রেখে কাকে দিবো পরে তারা দুজন চুলছেড়াছিড়ি করবে এমনেই দেখি মাঝে মধ্যে ছড়া নিয়ে ব্লগে তাদের যে ঝগড়া
১৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৩৭
ল বলেছেন: নীল আকাশ বলেছেন: মাল্টি নিক থেকে একটার বেশী ভোট দিলে সব ভোট বাতিল!
১৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৭
অগ্নি সারথি বলেছেন: এই নির্বাচনে সিইসি হওনের কুনু চান্স আছে? তাইলে আমি সিইসি পদে খাড়াইতে চাই।
১৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৩
সূচরিতা সেন বলেছেন: সব জায়গায় দেখছি নির্বাচনের হাওয়া বইছে।
১৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২২
ব্লগ মাস্টার বলেছেন: আমিও ভোট দিতে চাই । আমার ভোট আমি দিবো যাকে খুশি তাকে দিবো।
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৯
রাজীব নুর বলেছেন: হা হা হা----
খিকজ!!