নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান › বিস্তারিত পোস্টঃ

ও কি এ ছ্যামরা তয় মোর ভোটখান অইল কি ?

০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৫


আমার এক পরিচিত ভাই উনি সম্ভবত ঢাকার ভোটার । উনার গ্রামের বাড়ি বরিশাল আর উনি ঘোর নৌকার পাগল। উনি আর উনার
আরেক বন্ধু দুজন মিলে চায়ের দোকানে ভোটের পরদিন চা খাচ্ছেন আমাকে দেখতেই তিনি আমাকে ডাক দিলেন আমি যাওয়ার পরে বললেন ভাইদি চা খাও । আমি বললাম ঠিক আছে সকাল সকাল এককাপ হয়ে যাক ভাই।চা খেতে খেতে তাকে জিজ্ঞেস করলাম ভাই
কি অবস্থা দেখছেন অনেকে ভোটই পাননি উনি বললেন সেটাই ভাইদি একটা চিন্তার বিষয়। আমি বললাম ভাই চিন্তার কোনো বিষয়না
কেউ হয়ত ভোট দেয়নি তাদের সে জন্য তারা পাইনি। উনি উনার সাথে থাকা উনার বন্ধুকে বললেন,এ ছ্যামরা দেখছর ও কি কয় ?
এ ছ্যামরা তুই কি কছ ? মুই নিজেই মেজাজ খারাপ হইয়া যাওয়ায় পাঙ্খা মার্কায় একখান ভোট দিছিলাম,তয় ফলাফল ঘোষনার সময় দেখলাম পাঙ্খায় নাকি একখানও ভোট পায়নি,ও কি এ ছ্যামরা তয় মোর ভোটখান অইল কি ?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৮

রাজীব নুর বলেছেন: ভোট গ্রহন শেষ।
আগামীকাল শপথ।

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৫

ব্লগ সার্চম্যান বলেছেন: তয় আমি নিজে কিন্ত একখান ভোট দিছি ।ভোটের দিন সকাল ৯টায়।

২| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৪

মাহমুদুর রহমান বলেছেন: হা হা হা

১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৭

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.