নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান

ব্লগ সার্চম্যান › বিস্তারিত পোস্টঃ

আত্মহত্যা কোনো মানুষের কাজ নয়, বরং সরাসরি শয়তানের প্রতারনা !

০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ১১:০৭


জাবেদ মিয়া তার বউয়ের সাথে ঝগড়া কারনে জাবেদ মিয়ার বউ রিনা মনে মনে চিন্তা করেন তিনি আত্মহত্যা করবেন গলায় ফাঁসি দিয়ে।
রিনা তার আত্মহত্যার সময় বেঁধে নেন রাত তিনটা । ঠিক যেমন ভাবনা তেমন কাজ,রিনা গলায় ফাঁস লাগানোর জন্য একটা দড়ি রেডি
করে ঘরের বাহিরে মুরগির খোপের নিঁচে রাখলেন । ঝগড়া করার কারনে জাবেদ মিয়া এক ঘরে রিনা আরেক ঘরে দুজন দুই ঘরে শুয়ে
রইলেন। রাট যখন ঠিক ২:৩০মিনিট বাজে তখন রিনার কানে একটি শব্দ ভেসে আসতে লাগল,শব্দটা হল এরকম এই রিনা আর কত ঘুমাইবি ওঠ সময় হয়েছে এই রিনা ওঠ সময় হয়েছে যাবিনা ।কয়েকবার এরকম শব্দ শোনা পরেও রিনা শয়ন থেকে না ওঠে অন্যদিকে
ঘুরে শয়ন করলেন । এবার যেন শব্দটা রিনার একদম কানের কাছ থেকে কেউ করছেন।রিনা এবার শয়ন থেকে উঠে বসলেন,রিনা লক্ষ
করলেন শব্দটা ঠিক রিনা যেখানে ফাঁস দেয়ার জন্য দড়িটা রেখেছেন সেই মুরগির খোপের দিক থেকে আসছে ।রিনা এক হাতে একটা দাঁ ও
আরেক হাতে হারকেন নিয়ে ঘরের বাহিরে সেই মুরগির খোপের দিকে গেলেন সেখানে রিনা দেখতে পেলেন সেই রসিটা ফাঁসির দড়ির মত ঝুলছে আর রিনাকে ডাকছে,এই দৃশ্য দেখে রিনা সেখানেই অজ্ঞান হয়ে যান । এতেই স্পষ্ট বোঝা যায় আত্মহত্যা কোনো মানুষের কাজ নয়, বরং সরাসরি শয়তানের প্রতারনা !

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ১১:২১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: দঁড়ি আবার কথা বলে!!!

এসব হ্যালুসিনেসন।

০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ১১:৩০

ব্লগ সার্চম্যান বলেছেন: হতে পারে আপনার কথা ঠিক তবে অনেকেই মনে করেন আত্মহত্যার সাথে শয়তানের যোগ আছে।

২| ০৫ ই মার্চ, ২০১৯ রাত ১২:৪৫

যাযাবর রাহাত বলেছেন: ১৯ বছরের জিবনে বহুবার এমনটা ভেবেছি কিন্তু মায়ের কথা ভেবেই আর হয়নি। হতাশার মদ্ধে থাকলে এখন তার সমাধান বের করার চেস্টা করি।

২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:২৮

ব্লগ সার্চম্যান বলেছেন: আর সেটাই হল হতাশা তেকে মুক্তি এবং সাফল্যের দিক ।

৩| ০৫ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৩২

রাজীব নুর বলেছেন: আত্মহত্যা করা বুদ্ধিমানের কাজ নয়।

২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:২৯

ব্লগ সার্চম্যান বলেছেন: মহা পাপ ছাড়া আর কিছুই না ভাই ।

৪| ০৫ ই মার্চ, ২০১৯ রাত ৯:৪৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগল লেখাটা ।

২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৩০

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ হাসু ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.