![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মশার কামড়ে জীবন রক্তার্ত,
মনে হয় মশা থেকে দুরে থাকা ব্যার্থ।
সকল ব্লগার ভাইদের মশাময় রাতের শুভেচ্ছা ।সময় পাইনা বলে ব্লগে আসতে পারিনা শুধু লগিন ছাড়া মাঝে মধ্যে উঁকি ঝুকি
মেরে যাই।তো সবাই আছেন কেমন ? আমি ভালো নাই ।
ঘুমোতে গেছুলুম কিন্তু ইদানিং এত মশা যে মশার কামড়ে বিশানা ছাড়তে হলো ব্লগে বসতে হলো।
আগে দেখতাম হেলিকাপ্টার দিয়ে সরকারি ভাবে আকাশ থেকে মশা নিধণের ঔষুধ দেয়া হত আর
সে জন্য তখন মশার উৎপাত কম ছিল। এখন সেরকম কোনও ব্যবস্থা নাই মশার উৎপাতও কমে না।
২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৫১
ব্লগ সার্চম্যান বলেছেন: প্রতি রাত দুই কয়েল এবং মশারি তবু কাজ হয়না।
২| ২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৩৩
চাঁদগাজী বলেছেন:
করোনা সমস্যা না থাকলেই হলো।
৩১ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২৩
ব্লগ সার্চম্যান বলেছেন: সেটাও ঠিক বলছেন ভাই।
৩| ২৯ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:১৫
খায়রুল আহসান বলেছেন: ব্যাঘ্রমামা মশক কে ভয় পান?
যাহোক, রক্ত বাঁচাতে গিয়ে কয়েল জ্বালিয়ে ফুসফুসকে নষ্ট করে পরে শ্বাসকষ্টে ভুগবেন না। তার চেয়ে মশক নিধনকারী ব্যাট ব্যবহার করুন।
৩১ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২৭
ব্লগ সার্চম্যান বলেছেন: রক্ত বলে কথা ভাই। শুভকামনা থাকল শ্রদ্ধেও আহসান ভাই।
৪| ২৯ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৪৮
মেহেদি_হাসান. বলেছেন: দাগ থেকে যদি ভালো কিছু হয় তবে দাগই ভালো
আপনাকে মশায় কামড়েছে বলে বিছানা ছেড়ে ব্লগে এসেছেন!
এনিওয়ে আমাদের এদিকে ওতো মশা নেই।
৩১ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২৮
ব্লগ সার্চম্যান বলেছেন: কিছু বুঝতে পারছিনা মনে হয় মশা আপনাদের এলাকা চিনেনা।
শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৪৬
রাজীব নুর বলেছেন: কই আমাদের এখানে এত মশা তো নাই।