নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আই এ্যাম গুড ফর নাথিং।

বাংলার এয়ানা

আই এ্যাম গুড ফর নাথিং।

বাংলার এয়ানা › বিস্তারিত পোস্টঃ

সংবিধান ওরফে শেখ হাসিনা

১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৬

এই তো বেশিদিন আগের কথা নয়,



মাঠে ময়দানে শেখ হাসিনা বিভিন্ন বক্তবে বলেছেন যে, সংবিধান থেকা এক চুলও নড়বেন না, সংবিধান মোটাবেক তিনি র্নিবাচন করবেন।



কিন্ত প্রশ্ন হলো সংবিধানে কি সর্বদলিয় র্নিবাচনের কোন ফর্মূলা আছে?



সংবিধান নিয়ে শেখ হাসিনা'র বিভিন্ন কথা ও তার চাটুকারদের ব্যাখ্যায় এই কথায় আজ মনে হয় আমাদের সংবিধানের নামটা হওয়া উচিত ছিল "শেখ হাসিনা" কারন তিনি যা বলেন তাই সংবিধান সম্মত প্রমান করার আপ্রন চেষ্টা করার যে প্রতিযোগিতা দেখা যচ্ছে তাতে "সংবিধান" শব্দটাই অভিধান থেকা মুছে ফেলা দরকার।





জয় "শেখ হাসিনা"র জয় "সংবিধানের"

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪০

আশমএরশাদ বলেছেন: একটু মাথা ঘামান দেখবেন সব পরিস্কার হয়ে যাবে । যদি কোন দলকানা বুদ্ধিজীবির কথা শুনেন তাহলে আপনি কোন দিশা পাবেন না।
আপনাকে কয়েকটা ক্লো দিই-
সর্বদলীয় সরকার বলতে কি বুঝেন?
গত মহাজোট সরকারে হাসানুল হক ইনু- দিলিপ বড়ুয়া এবং জি এম কাদের মন্ত্রী ছিলেন - সেটা কিসের সরকার? সেটা যদি সংবিধান সম্মত হয় তাহলে এখন কেন নয়?
ধরুণ তাদের সাথে বিএনপির কয়েকজন এমপি কে মন্ত্রী বানানো হলো সেটা কি সংবিধান সম্মত হবে না?

তত্বাধায়ক বাতিল হয়েছিল - অনির্বাচিতের শাসন বলে- অনির্বাচিত মানে জনগন অনুপস্থিত- মানে সংসদ অনুপস্থিত। তাই সংসদ সদস্য হলে যে কাউকে মন্ত্রী করা যায়। ২% অনির্বাচিতকেও করা যায় টেকনোক্রেট কোটায়। এটাই সংবিধান।

২| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৬

আশমএরশাদ বলেছেন: আরেকটা কথা -পৃথিবীর কোন রানিং প্রধানমন্ত্রী কি বলতে পারেন তিনি বলবৎ সংবিধান থেকে ১ চুলও নড়বেন? সেটা বলাটাই তার দায়িত্ব এবং তার শপথে বলা আছে সংবিধানকে সমুন্নত রাখার।
তাই এ সব ফরমাল বক্তব্যকে আমলে না নেওয়াই ভালো।

৩| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৫

সাইবার অভিযত্রী বলেছেন: আইন মানে ক্ষমতাশালীর ইচ্ছা , এটা তো নতুন কিছু নয় ।

সংবিধান রচিত হবে ক্ষমতাশীল দলের ইচ্ছায়, সেটাি নিয়ম !

৪| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৬

ইউরো-বাংলা বলেছেন: বর্তমান প্রধানমন্ত্রী যেটা বলে এবং যাহা করে সেইটাই আইন, সেইটাই সংবিধান। সূতরাং উনাকে নিয়ে উল্টাপাল্টা কিছু বললে আদালত অবমাননা হবে।

সবাই সাবধান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.