নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আই এ্যাম গুড ফর নাথিং।

বাংলার এয়ানা

আই এ্যাম গুড ফর নাথিং।

বাংলার এয়ানা › বিস্তারিত পোস্টঃ

গনজাগরন মঞ্চের দৃষ্টি আর্কষন

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৬

আপনারা নাকি দ্বিতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধা।



একটা যুদ্ধ করার জন্যে যে সামগ্রিক পরিকল্পনা ও মেধা প্রয়জন তা কি আপনাদের আছে? মনে হয়না।



আপনাদের দাবি আদায়ের জন্যে যা করছেন তা কি আপনাদের উর্বর মস্তিক্য থেকে আসা? যদি তাই হতো তা হলে মানে হয় এই আন্দলন আর সর্বজন সমাদ্রিত হত।



আপনারা একটা সহজ সমিকরন ভুলে গেছেন যে, পাকিস্তান বর্জন বা তাদের সাথে সব সম্পর্ক বর্জন করার দাবি করা হচ্ছে তা তো বিশেষ রাজনৈতিক উদ্দেশ হাছিল করা ছাড়া আর কিছুই নয়। তা আজ দিবালোকের মত পরিস্কার।



যদি পাকিস্তান ও তার দোসর রাজাকার, আলবদর মুক্ত বাংলাদেশ গড়ার জন্যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ করার প্রয়োজন হয় তা হলে কারো লেজুরবৃত্তি না করে সামগ্রিক পরিকল্পনার, মেধা ও মনন প্রয়োজন যা আপনাদের কর্মসূচীতে বা কাজ কর্মে প্রকাশ পাচ্ছে না।

একটা কথা ভুলে গেলে চলবে না, বাংলাদেশে প্রচুর আটকে পড়া পাকিস্তানী রয়েছে বিভিন্ন জেনাভা ক্যাম্পে, গনজাগরন মঞ্চের বাড়া বাড়ির কারনে মনের কোনে শংকা জাগে, হয়ত এই বাড়া বাড়ি একটি দাঙ্গার সূর্তপাত না করে।



আজ মুহাম্মাদপুরে জেনেভা ক্যাম্পে যে প্রচুর পরিমান বোমা তৈ্রির সরঞ্জাম পাওয়া গেছে তা কি এরই আলামত না আন্যকিছু।



আপনাদের নিকট আকূল আবেদন দেশ ও জাতিকে আনেক দ্বিধা বিভক্ত করেছেন আর করবেন না।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:১৯

দূর আকাশের নীল তারা বলেছেন: রাজাকারদের বিচার একটা জাতীয় দাবী। কেবলমাত্র রাজনৈতিক কারণে ৪২ বছরেও তা হয় নি। কেন হয় নি - এটা নিয়ে ব্যাপক তর্ক-বিতর্ক চলতে পারে। সেদিকে যেতে চাচ্চি না। কিন্তু এখন যেহেতু একবার শুরু হয়েছে, দুইটি প্রধান দলের উচিৎ ছিল, রাজনৈতিক চেতনার বাইরে এসে সম্মিলিতভাবে এটাকে সম্পন্ন করা। কিন্তু আমরা আবারও দেখলাম, দুটি দলেরই দলীয় রাজনৈতিক চেতনা একটি জাতীয় চেতনাকে কি নগ্নভাবে চাপা দিল। এর মাঝখান থেকে ফায়দা লুটে নিল রাজাকারের দল। এটি আমাদের কাম্য নয়। আর একারণেই গণজাগরণ মঞ্চের আর্বিভাব। স্বীকার করতে আপত্তি নেই, তাদের সকল সিদ্ধান্ত দল মতের উর্ধ্বে ছিল না। কিন্তু দলমতের উর্ধ্বে এসে তারা দেখাতে পেরেছে, আমজনতা রাজাকারদের বিচার হোক এটা চায়। অবধারিতভাবেই সত্য যে, রাজাকারের দল এ বিচার প্রক্রিয়াকে নানাভাবে প্রতিহত করতে চাইবে। কিন্তু আমরা কি তাদের তা করতে দিতে চাই? আমরা আমজনতা কি পারি না, তাদের কোনঠাসা করে দিতে? দুটি প্রধান রাজনৈতিক দল কি পারে না, যে কোন মূল্যে আমজনতার চাওয়াকে বাস্তবে রূপ দিতে?
আপনার লেখার উদ্দেশ্যও বুঝতে অসুবিধে হয় না। আপনার নিকটও আকূল আবেদন দেশ ও জাতিকে আনেক দ্বিধা বিভক্ত করেছেন আর করবেন না। রাজাকারদের পক্ষ নেবেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.