নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আই এ্যাম গুড ফর নাথিং।

বাংলার এয়ানা

আই এ্যাম গুড ফর নাথিং।

বাংলার এয়ানা › বিস্তারিত পোস্টঃ

বাঘধারা...

০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫১

আহলাদে আট খানা................
পরের লাইন কে কে জানেন?

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

সৈকত জোহা বলেছেন: আপনি জানিয়ে দিন

২| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

মিঠু পারভেজ বলেছেন: বাগধারা হবে নাকি বাঘধারা মাথায় কিছু খেলছে না!

৩| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

চাঁদগাজী বলেছেন:


এগুলো ব্লগিং নয়, ব্লগিং শিখুন; দেখুন অন্যেরা কিভাবে লিখছেন!

৪| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: সাত বছর ধরে ব্লগিং করছে কিন্তু আজই প্রথম দেখলাম মনে হয়।

৫| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

স্রাঞ্জি সে বলেছেন:

পোস্ট দিয়ে ডুব মারে ক্যান.... চাঁদগাজী কতায় সহমত।

৬| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খেলতে খেলতে খেলোয়ার
লিখতে লিখতে লেখোয়ার !!

৭| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

নজসু বলেছেন: আমার জানা নেই।
জানার আগ্রহ হচ্ছে।
কি হবে?

৮| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

সনেট কবি বলেছেন: খুশী আছে ইঁদুর ছানা।

৯| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

বাংলার এয়ানা বলেছেন: বানান ভুল হবার জন্যে দুঃখিত। বাগধার হবে। ব্লগ লিখার কি ভাবে শিখতে হয় জানা নেই। আসলে আমরা সবাই যে কত কম শিক্ষিত তা আমরা নিজেরাও জানি না। তাই বাগসধারার আমরা সবাই জানি। শেষের অংশ কয়জন জানি। আর এই ফাকে অনেকেই অনেক মন্তব্য করে ফেনলেন। যাক উত্তর বলে দিচ্ছি " লেজ মুড় নিয়ে দশ খানা " যাচাই করতে ভুল করবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।

১০| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

সৈকত জোহা বলেছেন: ৭ বছর ধরে ব্লগে আছেন অথচ ব্লগ লিখতে জানেন না। এটা কতটা বিশ্বাসযোগ্য

১১| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১০

রাজীব নুর বলেছেন: চাঁদগাজী বলেছেন:
এগুলো ব্লগিং নয়, ব্লগিং শিখুন; দেখুন অন্যেরা কিভাবে লিখছেন!

সহমত।

১২| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৫

বাংলার এয়ানা বলেছেন: রাজীব নূর আপনার সমস্যা কি? চাঁদগাজ কি বলেছেন আর আপনি কি বুঝলেন আর কি মন্তব্য করলেন?

১৩| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৬

বাংলার এয়ানা বলেছেন: রাজিব নূর আপনার জন্যে উইকিপিডিয়া থেকে ধার করলাম : ব্লগ শব্দটি ইংরেজি Blog এর বাংলা প্রতিশব্দ, যা এক ধরণের অনলাইন ব্যক্তিগত দিনলিপি বা ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা। ইংরেজি Blog শব্দটি Weblog এর সংক্ষিপ্ত রূপ। যিনি ব্লগে পোস্ট করেন তাকে ব্লগার বলা হয়। ব্লগাররা প্রতিনিয়ত তাদের ওয়েবসাইটে কনটেন্ট যুক্ত করেন আর ব্যবহারকারীরা সেখানে তাদের মন্তব্য করতে পারেন। এছাড়াও সাম্প্রতিক কালে ব্লগ ফ্রিলান্স সাংবাদিকতার একটা মাধ্যম হয়ে উঠছে। সাম্প্রতিক ঘটনাসমূহ নিয়ে এক বা একাধিক ব্লগাররা তাদের ব্লগ হালনাগাদ করেন।

বেশিরভাগ ব্লগই কোন একটা নির্দিষ্ট বিষয়সম্পর্কিত ধারাবিবরণী বা খবর জানায়। বাকীগুলো ব্যক্তিগত অনলাইন দিনলীপি। একটি ব্লগ হলো লেখা, ছবি, অন্য ব্লগ, ওয়েব পৃষ্ঠা, এ বিষয়ের অন্য ওয়েব সাইটের লিংক ইত্যাদির সমাহার। পাঠকদের মন্তব্য করার সুযোগ দেয়া ব্লগের অন্যতম একটি দিক। প্রায় ব্লগই মূলত টেক্সট-বেসড বা লেখাভিত্তিক। কিন্তু কিছু ব্লগ আবার শিল্প (আর্ট ব্লগ), ছবি (ফটোব্লগ), ভিডিও (ভিডিও ব্লগিং), সঙ্গীত (এমপিথ্রিব্লগ) আর অডিও (পোডকাস্টিং) ইত্যাদির উপর গড়ে উঠে। মাইক্রোব্লগিং-ও আরেক ধরনের ব্লগিং, যেখানে পোস্টের আকার তূলনামূলক ছোট থাকে। জুন, ২০১৭-এর হিসেবে, ব্লগ খোঁজারু ইঞ্জিন টেকনোরাট্টি প্রায় বাইশ মিলিওনেরও বেশি ব্লগের হদিশ পেয়েছে।[১]

১৪| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যিনি ব্লগে পোস্ট করেন তাকে ব্লগার বলা হয়। ব্লগাররা প্রতিনিয়ত তাদের ওয়েবসাইটে কনটেন্ট যুক্ত করেন আর ব্যবহারকারীরা সেখানে তাদের মন্তব্য করতে পারেন। এছাড়াও সাম্প্রতিক কালে ব্লগ ফ্রিলান্স সাংবাদিকতার একটা মাধ্যম হয়ে উঠছে। সাম্প্রতিক ঘটনাসমূহ নিয়ে এক বা একাধিক ব্লগাররা তাদের ব্লগ হালনাগাদ করেন।
.........................................................................................................
তবে একটা বিষয় থেকে যায়,
যে ব্লগে লিখছেন তার কিছু নিয়ম কানুন অনুসরন করা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.