নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাপিডিয়ার তথ্য অনুসারে, ১৯৬৯ সালের জানুয়ারিতে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের হাত ধরে আসা ১১ দফা দাবির একটি ছিল ‘হাফ ভাড়া’ নির্ধারণ। পশ্চিম পাকিস্তানি স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে শিক্ষার্থীদের ঘোষিত এই ১১ দফা দাবির একটি ছিল শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া রাখা। দাবির ১ (ঢ) দফা অনুসারে, ‘ট্রেনে, স্টিমারে ও লঞ্চে ছাত্রদের “আইডেন্টিটি কার্ড” দেখাইয়া শতকরা পঞ্চাশ ভাগ “কন্সেসনে” (ছাড়ে) টিকিট দেওয়ার ব্যবস্থা করিতে হইবে। মাসিক টিকিটেও “কন্সেসন” দিতে হইবে।’ -
বর্তমান সরকার সংসদে সংখ্যা গরিষ্ট। নিজের রাজনৈতিক স্বার্থে বিগত দিনে অনেক আইন পাশ করছে এবং সেইসব আইন প্রয়োগ করছে।
কিন্ত ষ্টুডেন্ট ভাড়া ৫০% করার জন্যে কেন সংসদে কোন প্রস্তাব উপস্থাপন না করে বাস মালিকদের সাথে বরগেনিং করতে হচ্ছে। সরকারের কাছে প্রায়রটি কোনটি জনস্বার্থ না ব্যাবসায়িদের স্বার্থ। এই ব্যাবসায়ীদের স্বার্থ রক্ষা করার জন্যে আবার ছাত্রলীগকে মাঠে নামান হচ্ছে। আসলে যে যায় লঙ্কায় সেই হয় রাবন।
২| ২৯ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৫৬
বিটপি বলেছেন: যেহেতু নন-স্টুডেন্টদের কাছ থেকে সরকার ঘোষিত ভাড়ার ডাবল (কোন কোন ক্ষেত্রে ট্রিপল) ভাড়া রাখা হয়, তাই ছাত্রদের জন্য হাফ ভাড়া রাখলে বাস পরিচালকদের কোন ক্ষতি হবে বলে আমরা বিশ্বাস করতে রাজী নই। সব সিটিং সার্ভিস বাতিল করা হোক। তৃতীয় বিশ্বের দেশে এ ধরণের বিলাসিতার কোন অর্থ নেই।
শতাব্দী নামের একটি বাস বনানী থেকে এয়ারপোর্টের মাত্র ৫ কিমি দূরত্বের ভাড়া রাখে ৬০ টাকা, মানে প্রতি কিলো ১২ টাকা। বিশ্বাস করতে পারেন? এরা কি বাস মালিক, না ডাকাত?
৩| ২৯ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৯
চাঁদগাজী বলেছেন:
১১ দফা তো ছাত্রলীগ ও আওয়ামী লীগের ছিলো; এখন কেন এই অবস্হা?
এখন ছাত্রলীগ হচ্ছে মাফিয়া, আওয়ামী লীগ হচ্ছে শক্তিশালী বিএনপি।
৪| ২৯ শে নভেম্বর, ২০২১ রাত ৯:২৪
রাজীব নুর বলেছেন: সামান্য ভাড়া নিয়ে ক্যাচাল কেন হবে?
প্রয়জনীয় বিষয় নিয়ে সবাই চুপ।
©somewhere in net ltd.
১| ২৯ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:২৮
রানার ব্লগ বলেছেন: এরশাদের আমলে শিক্ষার্থীরা হাফ ভাড়া দিয়ে যাতায়েত করতো ।