নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আই এ্যাম গুড ফর নাথিং।

বাংলার এয়ানা

আই এ্যাম গুড ফর নাথিং।

বাংলার এয়ানা › বিস্তারিত পোস্টঃ

ধানমন্ডি ঈদগাহ এক মোঘল স্থাপত্য

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৩১



ধানমন্ডির পুরোনো ১৫ এবং নতুন ৮/এ সড়কে অর্থাৎ সাতমসজিদ রোড এলাকায় প্রাচীরেবেষ্টিত মাঠটি মুঘল ঈদগাহ্। এটি ধানমন্ডি ঈদগাহ্ নামে বহুল পরিচিত। এই ঈদগাহ্ প্রায় চারশ বছর আগে শাহ্ সুজার আমলে তাঁর দেওয়ান মীর আবুল কাসিম কর্তৃক নির্মিত। এই তথ্যটি ঈদগাহের কেন্দ্রীয় মেহরাবের শিলালিপি থেকে জানা যায়।

ইতিহাস
১৬৪০ খ্রিষ্টাব্দে বাংলার সুবাদার সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজার প্রধান অমাত্য মীর আবুল কাসেম ধানমন্ডির শাহী ঈদগাহ প্রতিষ্ঠা করেন। ঢাকায় অবস্থিত মুঘল স্থাপত্য নিদর্শনসমূহের অন্যতম এই ঈদগাহ। ঈদগাহটি বর্তমানেও ঈদের (২০১৯ নাগাদ) নামাযের জন্য ব্যবহৃত হয়ে থাকে। ১৯৮১ সাল থেকে ঈদগাহটি সংরক্ষণ করছে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর

স্থাপত্য
ধানমন্ডি ঈদগাহের দৈর্ঘ্যে ১৪৫ ফিট ও প্রস্থে ১৩৭ ফিট। ৪ ফিট উচু করে ভূমির উপরে এটি নির্মিত হয় যাতে বন্যার ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়। এর চারকোণে অষ্টাভূজাকৃতির বুরুজ রয়েছে। তিন ধাপের মিম্বর ঈদগাহের উত্তর পাশে রয়েছে, এখানে দাঁড়িয়ে ইমামরা নামায পড়ান। ঈদগাহটি চারদিকে ১৫ ফিট উচু প্রাচীর দিয়ে ঘেরা। তবে,বর্তমানে কেবল পশ্চিম দিকের প্রাচীরটিই মোঘল আমলের। পশ্চিম প্রাচীরের মাঝ বরাবর প্রধান মেহরাব। প্রধান মেহরাবের দুই দিকে আছে বহু খাঁজবিশিষ্ট নকশা করা প্যানেল। এছাড়া ছোট আকারের দুইটি মেহরাব আছে এর দুই পাশে। মেহরাবগুলো দেয়ালের আয়তাকার ফ্রেমের ভেতরে অবস্থিত।

সুত্রঃ গুগল
ছবিঃ আমার স্যুট করা।



মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:১০

জুল ভার্ন বলেছেন: ছেলে বেলা থেকে এই মসজিদে অনেকবার ঈদের নামাজ আদায় করছি।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৩৫

শেরজা তপন বলেছেন: ওই পথ দিয়ে যাওয়া আসার সময় প্রায়শই ভেবেছি- এত পুরনো স্থাপনা এখানে কেমনে আসল?
তথ্যটা জানা ছিলনা। ধন্যবাদ

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:০০

ইমরোজ৭৫ বলেছেন: সুন্দর।

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৫১

সাদমান সুফি বলেছেন: ধন্যবাদ

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৫২

সাদমান সুফি বলেছেন: ধন্যবাদ

৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ঐ এলাকায় কম যাওয়া হয়। দেখেছি অবশ্য।

৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন: লেখাটুকু সম্ভবতো উইকিপিডিয়া থেকে নিয়েছেন।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৪৭

বাংলার এয়ানা বলেছেন: ধন্যবাদ শুধু উইকিপিডিয়া নয় আরো কয়েক জায়গা থেকে কপি পেষ্ট করা।

৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমার বাসার পাশে হলেও এখানে কখনো ঈদের নামাজ
পড়া হয় নি। আমি ঈদের নামাজ পড়ি ঐতিহাসিক সাত মসজিদে।

৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:০২

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই ঈদগাহ সম্পর্কে অনেক কিছু জানলাম। এই ঈদগাহে কয়েকবার নামাজ পড়েছি।

১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

শিরোনামঃ ধাননন্ডি ঈদগাহ এক মোঘল স্থাপত্য


এটা ধানমন্ডি!

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:৫৪

বাংলার এয়ানা বলেছেন: ধন্যবাদ আবগত করার জন্যে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.