নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আই এ্যাম গুড ফর নাথিং।

বাংলার এয়ানা

আই এ্যাম গুড ফর নাথিং।

বাংলার এয়ানা › বিস্তারিত পোস্টঃ

আফগান ক্রিকেট রূপ কথার গল্প

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:১২



১৯৯৫ সালে আফগান ক্রিকেট বোর্ড গঠন হবার পর ২০০১ সালে মাত্র ৬ বছরের মাথায় ICC সদস্যপদ লাভ করে তারা। এই বছরই প্রথম জাতীয় দল গঠিত হয়। ২০০৯ সালে প্রথম বিশ্বকাপ বাছাই পর্বে অংশ গ্রহন করে খেলতে না পারলেও ২০১৩ সালে ৪ বছরের জন্যে ওডিআই খেলার যোগ্যতা অর্জন করে। তার পর থেকে তাদের আর পিছনে তাকাতে হয়নি।

যুদ্ধ বিগ্রহের কারেনে আফগানিস্থানের মাটিতে কোন আর্ন্তরজাতিক খেলা আয়োজন করা হয় না, প্রথেমে সংযুক্ত আরব আমিরাতে খেলা আয়োজিত হলেও বর্তমানে ভারতের দেরাদূন আর্ন্তরজাতিক ক্রিকেট স্টেডিয়াম আফগান দলের ঘরের মাঠ হিসাবে পরিচিত।

২০১৩ থেকে ২০২২ মাত্র ৯ বছরের কম সময়ে আফগান ক্রিকেটের যে সাফল্য গাথাঁ রচিত হয়েছে তা সত্যিই এক রূপকথা। নাচতে জানলে যে সব উঠান সমান হয় তার শ্রেষ্ঠ উদাহারন এই আফগান ক্রিকেট টিম।

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো লিখেছেন

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:০৩

বাংলার এয়ানা বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৩৩

জুল ভার্ন বলেছেন: আফগানিস্তান-জিম্বাবুয়ে-শ্রীলংকার মতো পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করলে এদেশের ইতিহাস থেকে খেলাধূলার নাম নিশানা মুছে যেতো!

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৪২

বিটপি বলেছেন: জুলভার্ন, এদেশে এমনিতেই খেলাধুলার কোন ইতিহাস নেই। ক্রিকেট নামের একটা জাত কূলহীন খেলা আছে বলে বাংলাদেশ স্পোর্টিং নেশন হিসেবে আছে। এই খেলাতেও বাংলাদেশের খুব একটা সাফল্যের ইতিহাস নেই। বাংলাদেশের অবস্থা আফগানিস্তান, পাকিস্তান, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কার চেয়ে অনেক ভাল, তারপরেও ঐ দেশগুলোর কাতারে আসার খুব একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছিনা।

০৮ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:০৫

বাংলার এয়ানা বলেছেন: জ্যাক স্মিথ ঃ "আসলে খেলাধুলায়, সুযোগ সুবিধা, টেকনোলজী এগুলা বড় বিষয় না, মুল বিষয় হচ্ছে 'প্যাশন' যা ওদের আছে আর বাংলাদেশের খেলোয়ারদের 'প্যাশন' হচ্ছে টাকা, নারী এবং জনপ্রিয়তা।" সহমত।

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:২২

জ্যাক স্মিথ বলেছেন: গতরাতে পাকিস্তানকে প্রায় হরিয়েই দিয়েছিল, শারীরিক এবং মানসিক দিক দিয়ে ওরা বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে।
বাংলাদেশ সব ধরণের সুযেোগ সুবিধা পাওয়া সত্তেও দিন দিন খেলার মান নিম্নমুখী হচ্ছে, মাঝে মাঝে দুই একটা ঝলক দেখিয়েই শেষ। আসলে খেলাধুলায়, সুযোগ সুবিধা, টেকনোলজী এগুলা বড় বিষয় না, মুল বিষয় হচ্ছে 'প্যাশন' যা ওদের আছে আর বাংলাদেশের খেলোয়ারদের 'প্যাশন' হচ্ছে টাকা, নারী এবং জনপ্রিয়তা।

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৪৪

অঙ্গনা বলেছেন: আমার পছন্দের দল। আফগান সবসময় যোদ্ধা জাতি অবশ্য।

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৫

শূন্য সারমর্ম বলেছেন:


আফগান ডি.এন.এ তে ইনপুট করা আছে ক্রিকেট।

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৫

কামাল৮০ বলেছেন: খেলার মাঠে নামাজ পড়লে এই অবস্থাই হবে।

০৯ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৫

বাংলার এয়ানা বলেছেন: অপ্রসংগিক মন্তব্য না করার জন্যে অনুরোধ করা হলো। ধন্যবাদ।

৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৪৫

রিফাত হোসেন বলেছেন: ওদেরকে বর্বর মনে হয়। যদিও তাদের সবাই এক নয়। বর্তমান সময়ে এরা ভাল খেলছে, বিশেষ করে T20 তে। খেলায় উত্থান পতন থাকে। ও:ইন্ডিজ, শ্রীলঙ্কা একসময় পরাক্রমশালী ছিল কিন্তু এখন বাংলাদেশ তাদের সাথে মাঝে মাঝে ভাল খেলতে পারে। আশা করি বাংলাদেশ ভাল অবস্থানে ফিরে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.