নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আই এ্যাম গুড ফর নাথিং।

বাংলার এয়ানা

আই এ্যাম গুড ফর নাথিং।

বাংলার এয়ানা › বিস্তারিত পোস্টঃ

সাধু সাবধান

২০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:৩৫



৫৩৮টি গাড়ি চায় নির্বাচন কমিশন
পৌনে ৯ হাজার কোটি টাকার ইভিএম কেনার প্রকল্প।
৬ মাইক্রোবাস ভাড়া নিতে ৬ কোটি টাকা।
প্রতি ইভিএমে খরচ আগের চেয়ে ১ লাখ টাকা বেশি।
ইভিএম রাখার ঘর বানাতে ৩৬৯ কোটি টাকা চায়।
সিসি ক্যামেরায় খরচ হবে ১৩১ কোটি টাকা।

ইসির নতুন প্রকল্প প্রস্তাব থেকে জানা যায়, প্রতিটি ইভিএমে এবার আগের চেয়ে বেশি গুনতে হবে কমপক্ষে এক লাখ টাকা। আনুষঙ্গিক বিষয়সহ ইভিএম কেনায় প্রকল্পে আগের চেয়ে বাড়তি ব্যয় হবে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা। এ প্রকল্পে গাড়ির বিশাল বহরও চায় ইসি। নির্বাচন কমিশন সচিবালয় থেকে শুরু করে উপজেলা পর্যায়ে নির্বাচনী কার্যালয়ে ইভিএম আনা-নেওয়ায় গাড়ির পেছনে খরচ হবে ২৭০ কোটি টাকা। থাকবে গুদাম নির্মাণসহ অন্যান্য ব্যয়ও। নির্বাচনের এক বছর আগেই প্রকল্পটি পাস করাতে চায় ইসি। প্রকল্প ব্যয়ের পুরোটাই সরকারি তহবিল থেকে মেটানো হবে।

এ প্রকল্প প্রস্তাবের ওপর কোনো সমীক্ষা বা সম্ভাব্যতা যাচাই বা বিনিয়োগ-পূর্ব যাচাই-বাছাইও করা হয়নি। যদিও পরিকল্পনা কমিশন বলছে, সরকারের উন্নয়ন প্রকল্প থেকে কতটা সুফল পাওয়া যাবে, ব্যয় ও বাস্তবায়ন কৌশল কী হবে, সমীক্ষা থেকেই তা ধারণা পাওয়া যায়। সরকারি উন্নয়ন প্রকল্প-সম্পর্কিত পরিপত্র অনুযায়ী, প্রকল্প ব্যয় ৫০ কোটি টাকার বেশি হলে তার সম্ভাব্যতা সমীক্ষা বাধ্যতামূলক। এ বিষয়ে প্রধানমন্ত্রী একাধিকবার নির্দেশনাও দিয়েছেন। কারণ, সমীক্ষা ছাড়া প্রকল্প নেওয়ায় সেগুলো বারবার সংশোধন করতে হয়। এতে ব্যয় আরও বেড়ে যায়।

ইসি অপচয়ের বড় আয়োজন করছে। এই টাকা জনগণকেই শোধ করতে হব

সূত্র ঃ আজকের পত্রিকা


মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:৫৭

অনন্ত হৃদয় বলেছেন: এর থেকে ভালো হয় দেশ যার হাতে আছে তার কাছেই থাক,তবু টাকাগুলো বেচে যাক!

২০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:০৫

বাংলার এয়ানা বলেছেন: এক্কেবারে মনের কথাটা বলেছেন ভাই।

২| ২০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:০০

জুল ভার্ন বলেছেন: "মারিত গণ্ডার, লুটিতো ভাণ্ডার"
"ওলোট পালোট করে দে মা, লুটেপুটে খাই"
- প্রবাদ দুটোর স্বার্থক রুপায়ণ!

৩| ২০ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:২০

মোহামমদ কামরুজজামান বলেছেন: ভোট ভোট খেলার জন্য হাজার কুটি টাকা খরচ করা থেকে, যাদের কাছে দেশের ক্ষমতা-স্বাধীনতা-গণতন্ত্র নিরাপদ তাদের কাছেই থাকনা । এটাই কি ভাল নয় ?

অবশ্য উনারা অলরেডি তাদের ক্ষমতার মেয়াদকাল ২০৪১ সাল পর্যন্ত হিসাব করে রেখেছে বা থাকতে চাচছে । কাজেই , কিই বা আর বলার আছে আমজনতার।

এখন, একটা আইন পাস করে ২০৪১ সাল পর্যন্ত দেশে সকল ভোট ব্যবস্থা স্থগিত করে অটো (সিলেকশন) পাশের ব্যবস্থা করে দেশের টাকা সেভ করার জোর আবেদন রইলো - মাননীয় সরকার বাহাদুরের নিকট।

২০ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:০৬

বাংলার এয়ানা বলেছেন: সহমত আপনার সাথে।

৪| ২০ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৪৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



অযথা অকারণ টাকা নষ্ট। এই টাকাতে কতো লোকের কর্মসংস্থান করা সম্ভব?

৫| ২০ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৫০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এতো খরচ!

৬| ২০ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:৫৭

শেরজা তপন বলেছেন: এটা হালাল রুজি হবে- কেননা উনারা নিরপেক্ষভাবে নির্বাচন করবেন :)

৭| ২০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৪০

খায়রুল আহসান বলেছেন: এসব পুকুর চুরির গল্প শুনতে আর ভালো লাগে না!
"জাগো বাহে, কোনঠে সঁগায়"!

৮| ২০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৪৩

আহমেদ জী এস বলেছেন: বাংলার এয়ানা,



জুল ভার্ন এর মতো এটাই বলার - "ওলোট পালোট করে দে মা, লুটেপুটে খাই"

মোহামমদ কামরুজজামান
এর মন্তব্যে্ও সহমত। এবং সেটা করাই সবার জন্যে মঙ্গল।

৯| ২০ শে অক্টোবর, ২০২২ রাত ৮:০৭

তানভির জুমার বলেছেন: দেশটা নষ্টদের হাতে চলেগেছে। এখান থেকে বের হওয়া আর সম্ভবনা।

১০| ২১ শে অক্টোবর, ২০২২ ভোর ৫:৪৪

কামাল৮০ বলেছেন: কয়টা গাড়ি চাইলে ঠিক হতো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.