নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শখ : লেখালেখি, ফটোগ্রাফি। প্রথম বই : বন্ধু মানে বোধহয়, প্রকাশকাল : ১৯৯৯। দ্বিতীয় বই : বৃষ্টি রেখেছে জলজ স্মৃতি, প্রকাশকাল : ২০১০।

অয়ন আহমেদ

একদিন ফিরে এসে যদি দেখিস কোথাও জল জমে আছে তাহলে বুঝে নিস কেউ এসে চোখের জল ফেলে গেছে।

অয়ন আহমেদ › বিস্তারিত পোস্টঃ

অ আ আজকের লেখালেখি - ২০৪ (শুভ নববর্ষ)

০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১

আমার শৈশবের পুরোটাই ছিল গোপিবাগে, আমার জন্ম, আমার বেড়ে উঠা, আমার খেলাধূলা, আমার সবকিছু আমার ছাপোষা মধ্যবিত্ত মহল্লা গোপিবাগে। আমি এখন আর গোপিবাগে থাকি না। আমার এখন স্থায়ী আবাস হয়েছে সেগুনবাগিচাতে। বিগত বছরগুলোতে কখনো সেইভাবে নববর্ষ পালন করা হয় না।



আমার সবচেয়ে প্রিয় মানুষ আপিন মারা যাওয়ার পর আমার নানা মারা যান ১৯৯৯ সালের ৩১শে ডিসেম্বর। আমার সবচেয়ে প্রিয় মানুষকে বিদায় দেওয়ার পর আমার তেমন নববর্ষ উৎসব করতে ভালো লাগে না। কেননা, নিজের ভিতরের কিছু আনন্দ তারা আমাকে দিয়েছিলেন। তারা আমাকে আনন্দ করতে শিখিয়েছিলেন। তারা আমাকে এও শিখিয়েছিলেন যে জীবনে এগিয়ে যাওয়ার তাগিদে উচ্ছ্বাসের কোন বিকল্প নেই।



বহুদিন পর আমার এক প্রিয় বন্ধু টিটুর একক প্রচেষ্টায় আয়োজিত নববর্ষবরণ উৎসবে গোপিবাগে ওদের বাড়ী গিয়েছিলাম। দারুন এক অভিজ্ঞতা। শুরুতে মুগ্ধ হলাম আন্তরিকতায় পরিপূর্ণ উৎসবে। যদিও ওদের বাড়ীতে কোনদিন আন্তরিকতার অভাব ছিল না। আমাদের এক বন্ধু অঞ্জন দারুন তবলাবাদক, পাঁচ বছর পর কাতার থেকে দেশে ফিরলো। সে ও টিটু আমাদের জন্যে গানের আয়োজন করেছিল। দারুন ম্যাজিক পেলাম বহুদিন পর অঞ্জনের তবলার সুর ঝংকারে। আমরা সবাই পুরানো দিনগুলোতে ফিরে গিয়েছিলাম। সবাই মিলে গান গাইছিলাম যেমনটা আমরা দূরে কোথাও গেলে গাইতাম," আবার এলো যে সন্ধ্যা, শুধু দু'জনে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে"। একসময় রাত বারটা বেজে গেল। সারাটা মহল্লা পটকার আওয়াজে কেঁপে উঠল। আমরা সবাই সবাইকে জড়িয়ে ধরে অভিনন্দন জানালাম। রাত দেড়'টায় একা আমি রিকসা চড়ে বাড়ী ফিরলাম। দারুন একটা সুখ অনুভূতি দিয়ে শুরু হল নতুন একটা বছর।



১লা জানুয়ারী,২০১৩

--------------------------------------------------------------------------------

লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২০৪/৩৬৫

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.