![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন ফিরে এসে যদি দেখিস কোথাও জল জমে আছে তাহলে বুঝে নিস কেউ এসে চোখের জল ফেলে গেছে।
লাবন্যতে বন্য
---------------------
সহসা আমি
জোরে কখনো টু
শব্দটুকু করিনি,
মাথায় থাকে নি
বিক্ষোভের স্বভাব,
দীঘির জলের মতন
শান্তশিষ্ট টলমল।
শুধু গোধূলির রংটা
আমাকে উন্মাদনার
বাষ্প ছড়ায়,
তখন আমি লাবন্যকে
হাতরিয়ে খুঁজি,
তোমার ঘন চুলে
আমার আঙুলগুলো
ভালবাসাবাসি খেলা খেলে।
আমি হঠাৎ
বন্য হয়ে যাই
তোমার
রাঙা স্পর্শে
গাঢ় চুম্বনে ,
আর
আমার পাগলামোপনা দেখে
তোমার কেবল দুষ্টু হাসি।
লাবন্য
আমি
তোমাতে বন্য,
তুমি এক অনন্য।
৩রা জানুয়ারী,২০১৩
--------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২০৬/৩৬৫
(বিলম্বে আপলোডের জন্যে দুঃখিত।)
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৪
অয়ন আহমেদ বলেছেন: ধন্যবাদ আপু।
২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮
লাবনী আক্তার বলেছেন: ভালো লাগা দিলাম।
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৪
অয়ন আহমেদ বলেছেন: ধন্যবাদ আপু।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯
রীতিমত লিয়া বলেছেন: ভালো লিখেছেন। প্রথম ভালো লাগা