![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন ফিরে এসে যদি দেখিস কোথাও জল জমে আছে তাহলে বুঝে নিস কেউ এসে চোখের জল ফেলে গেছে।
ছবি তোলার গল্পের আইডিয়াটা আমার ফটো বন্ধু তনয়ের থেকে পেয়েছি। আমি সিরিয়াসলী ছবি তোলা শুরু করেছি ২০১২ মে মাস থেকে। আমি এ স্বল্প চলার পথে অনেক কিছু শিখছি। আমি প্রথম ক্যামেরা ধরেছিলাম ক্লাস সিক্স কি সেভেনে পড়ার সময়, তখন বাবার কাছ থেকে যা শিখেছি তা কাজে লাগাই নি কখনো, কেননা, আমার ছবি তোলার থেকে লেখালেখি ক্ষেত্রে ঝোঁক ছিল বেশী। লেখালেখি ছাড়াও আমি প্রায়ই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘুরতে বেড়াই। সেই ভ্রমনটুকু স্মরনীয় করতে গুটি কিছু ছবি তুলে রাখতাম। মাঝে মাঝে ছবি প্রিন্ট করে দেখতাম। পরবর্তীতৈ খেয়াল করলাম ছবির প্রতি একটা ভালবাসা জন্মে গেছে। তারপর আমি বিভিন্ন ফেইস ও ফ্লিকর ফটোগ্রাফি গ্রুপগুলোতে জয়েন করলাম।তখন কিছু ভালো ফটো বন্ধু হয়ে গেল, হাসিন, রিপন ভাই, মুনিম, অনিন্দ্য, । পরবর্তীতে তনয়, মুক্তার, শারমিন, তুষার আরোর অনেকের নাম যুক্ত হল। শুরু হল ফটোগ্রাফি নিয়ে জোর প্রচেষ্টা। ২০১২'র মাঝামাঝিতে আমি পয়সা জমিয়ে একটা ক্যানন এসএসল আর কিনে ফেললাম। শুরু হলো ছবি তোলা শেখার অভিযান। বাড়ীর ভিতরের খুটি নাটি বিষয়গুলোকে ফ্রেম বন্দী করতে লাগলাম। প্রথম দিকে কাক, কুকুর , পাশের বাড়ীর টাঙ্গানো কাপড়-চোপড় কোন কিছুই বাদ পড়েনি। সবকিছুকে ফ্রেম বন্দী করেছি। পরবর্তীতে রফিক স্যারের "ফটোগ্রাফি ও মনন" বইটা কিনলাম তারপর আরো কিছু বই ইন্টারনেট থেকে ডাউনলোড করে পড়লাম। ফটোগ্রাফি বিষয়ক দারুন দারুন খুটিনাটি ইউটিউবে পেয়ে গেলাম। আজও ছবি তুলছি খুব বেছে বেছে, খুব সময় নিয়ে,খুব খুটখুট স্বভাব নিয়ে। আমার ছবির এ্যালবাম http://www.flickr.com/photos/ayonahmed/
৫ই জানুয়ারী,২০১৩
--------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২০৮/৩৬৫
(বিলম্বে আপলোডের জন্যে দুঃখিত।)
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৯
অয়ন আহমেদ বলেছেন: ধন্যবাদ । এই ফটোফি এক্সিবিশানে তোলা।
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১৭
শফিউল আলম চৌধূরী বলেছেন: আপনাকে ফ্লিকারে এডায় রাখলাম!
ক্যামেরার এই ফটোটা তোলার সময় মনেহয় আমিও ছিলাম!