![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন ফিরে এসে যদি দেখিস কোথাও জল জমে আছে তাহলে বুঝে নিস কেউ এসে চোখের জল ফেলে গেছে।
আমাদের দেশের আইন শৃঙ্খলা স্থিতিশীলতার দাবী করতে হচ্ছে আইনসংস্থা রক্ষাকর্তাদের। কেউ জোর গলায় বলতে পারছে না, আমাদের দেশের আইন পরিস্থিতি ভালো। বিরামহীন প্রশ্নের মুখে মন্ত্রীমহোদয় উত্তেজিত হয়ে উঠছেন, কি বলবেন ভেবে পাচ্ছেন না, উপরওয়ালার কাছে যাচ্ছেন মন্ত্রীমহোদয়, তারা তাকে ঝাড়ফুক দিয়ে মন্ত্র পড়িয়ে দিচ্ছেন মন্ত্রীমহোদয় আমজনতার কাছে বিড়বিড় করছেন, বলছেন, আমাদের দেশের পরিস্থিতি আমেরিকার থেকে ভালো। আমরা বাকহারা হয়ে যাই নি। কেননা, অনেক ধরে আমরা আশ্চর্যজনক কাজ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে উঠেছি।
যেহেতু, মন্ত্রীমহোদয় বলেছেন বিধায় আমেরিকার সমতুল্য ক্ষমতা উনার কাছে আমরা আমজনতা দাবী করতে পারি। রোবট পদ্ধতিতে আইন কার্যকর। আইনগুলো চলবে আইনের মতন সেই আইন আইনের মতন চলছে কিনা সেটি দেখভালোর দায়িত্ব পড়বে কতগুলো ট্রান্সফর্মার মুভির মতন বড় রোবটগুলো। যারা সিনেমার মতন তারা বাংলাদেশকে বাচাঁতে এগিয়ে আসছে।
আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুম হয়ে যাচ্ছে। সাংবাদিক মার খাচ্ছে। নিজের প্রিয় বান্ধবীর সাথে ঘুরতে বেড়িয়ে মেয়েগুলো ধর্ষিত হয়ে ঘরে ফিরছে । পুলিশ ভৎসনা দিচ্ছে নষ্ট মেয়ে বলে। সমাজ তার পাশে দাঁড়াচ্ছে না। আত্মহত্যা হয়ে যাচ্ছে শেষ সমাধান। আমরা শেষমেষ আল্লাহ্ কাছে বিচার চাচ্ছি। আমরা আইনে সুবিচার পাচ্ছি না। আমরা প্রতিবাদ করলে আমাদের গলায় ঝুলিয়ে দেওয়া হচ্ছে রাষ্ট্রদোহিতার মামলা। এরপর টু শব্দ করলে আমাদের লাশ মিলছে হ্যান্ডকাফ পরানো তাতে লেখা থাকছে পুলিশ। অথচ পুলিশ বলছে এগুলো আমাদের না। অথচ বাড়ী থেকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে।
তাই আমরা দাবী করতে পারি ট্রান্সফর্মারের মতন রোবট যারা ভঙ্গুর আইন শৃঙ্খলাটাকে গড়ে তুলবে। আমাদের যত অকমর্নীয় মানুষগুলো আছে সবগুলোকে বসিয়ে বসিয়ে কাজ শেখাবে। রাজনীতিবিদগুলোকে কান ধরে উঠবস করাবে অতীতের কৃতকর্মের জন্যে। আমাদের মতন ছাপোষা সাধারন মানুষের বন্ধু হবে তারা। আমাদের অভিযোগ পাওয়া মাত্রই তারা তাৎক্ষণিক হাজির হয়ে যাবে। অপরাধীকে ধরে নিয়ে জেলে ভরবে। তারপর আইনগুলো শুনিয়ে দিবে। আইন মতন ব্যবস্থা নিবে আইনের কাজ ঠিক মতন হচ্ছে কিনা। সেগুলো বিচারক করছে কিনা সেটা পর্যবেক্ষন করবে। তখন বিচারককে কেউ কাজে বাঁধা দিলে আমাদের বন্ধু রোবট উক্ত ব্যাক্তিকে জনপ্রকাশ্যে কয়েকদফা কান ধরে উঠবস করাবে। এভাবে একদিন আমরা বিশ্বের অন্যতম উন্নতশীল দেশের কাতারে দাঁড়াবো।
হয়ত আমাদের আজকের এই স্বপ্ন একদিন আমরা সত্যি দেখতে পাবো একটা সুন্দর বাংলাদেশ।
৬ জানুয়ারী,২০১৩
--------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২০৯/৩৬৫
(বিলম্বে আপলোডের জন্যে দুঃখিত।)
০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪
অয়ন আহমেদ বলেছেন: ধন্যবাদ।
২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৪
এন ইউ এমিল বলেছেন: পচা ডিম থেকে কখনো বাচ্চা আশা করা ঠিকনা
০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৫
অয়ন আহমেদ বলেছেন: হেঃহেঃ। পচা ডিম বদলে ভালো ডিম নিয়ে নিন। সেই ক্ষেত্রে দায়িত্ব আমাদের। ধন্যবাদ।
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩
মুশাসি বলেছেন: একদিন আমরা সত্যি দেখতে পাবো একটা সুন্দর বাংলাদেশ।
০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬
অয়ন আহমেদ বলেছেন: ধন্যবাদ।
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৬
কাকচক্ষু বলেছেন: +++
০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬
অয়ন আহমেদ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৪
পরিবেশ বন্ধু বলেছেন: হয়ত আমাদের আজকের এই স্বপ্ন একদিন আমরা সত্যি দেখতে পাবো একটা সুন্দর বাংলাদেশ।
সহমত ও শুভেচ্ছা