নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শখ : লেখালেখি, ফটোগ্রাফি। প্রথম বই : বন্ধু মানে বোধহয়, প্রকাশকাল : ১৯৯৯। দ্বিতীয় বই : বৃষ্টি রেখেছে জলজ স্মৃতি, প্রকাশকাল : ২০১০।

অয়ন আহমেদ

একদিন ফিরে এসে যদি দেখিস কোথাও জল জমে আছে তাহলে বুঝে নিস কেউ এসে চোখের জল ফেলে গেছে।

অয়ন আহমেদ › বিস্তারিত পোস্টঃ

অ আ আজকের লেখালেখি - ২১০ (বাংলাদেশ ভারতের থেকে এগিয়ে যাচ্ছে)

০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৪

আমাদের পাশ্ববর্তী দেশ ভারত মুক্তিযুদ্ধকালীন সময় যতটা বন্ধুভাবাপন্ন ছিল। যুদ্ধ সমাপ্তি পরবর্তী সময় পুরোপুরি শত্রুভাবাপন্ন হয়ে গেছে। এজন্য আমি একতরফাভাবে উভয় দেশের কূটনৈতিক মন্ত্রানলয়কে একতরফাভাবে দোষারোপ করবো। কেননা, দুইটা দেশের সম্পর্ক একদিনে হুট করে খারাপ হয় নি। এখানে অনেক অমীমাংসিত বিষয়গুলো জড়িত আছে যেগুলো মীমাংসা করার দায়িত্বে থাকে সরকারপক্ষের প্রতিনিধিদের।



আমাদের সরকার ভারতের নিমন্ত্রনে ভারতে যান, নিমন্ত্রন খেয়ে চলে আছেন। ফিরে এসে পররাষ্ট্রমন্ত্রনালয় প্রেস বিফ্রিং দেন আমাদের আলোচনা সফল হয়েছে ভারত সীমান্তের সকল হত্যার বিচার করবে। ঠিক পরের দিন দেখা গেল, বিএসএফ খুব আদর যত্ম করে বাংলাদেশী হত্যা করলো তারপর লাশ নিয়ে চলে গেল। আমাদের বর্ডার অফ গার্ড হতভাগার পরিবারের অনুরোধে পতাকা বৈঠক ডাকে, তারপর শর্তসাপেক্ষে বিএসএফ লাশ ফেরত দেয়। আমাদের মেরুদন্ড নেই বলে আমরা তীব্র প্রতিবাদ করতে পারি না। আমাদের সরকার প্রধানরা ভারতের নাম শুনে মিউমিউ করতে থাকে। সেই সুযোগে ভারত আমাদেরকে তাদের পৌষ্য রাজ্যের মতন একটা রাজ্য মনে করে যা খুশি করার ইচ্ছা পোষন করে থাকে।



তবে এই আমরা অস্বীকার করতে পারি না, যুদ্ধকালীন সময় ভারতের অবদান, আমরা কৃতজ্ঞ সেই জন্যে, তারা তাদের সীমান্তে আমাদের মতন শরনার্থীদের দু'বেলা করে খাবার দিয়েছিল।



কিন্তু তাই বলে আজকের বিমাতাসুলভ আচরন আমরা কেন সহ্য করবো। ভারতের বিভিন্ন প্রান্তে বাংলাদেশীরা হোটেলে উঠলে দেখলে হোটেল ম্যানেজার পুলিশ ডাকে অপরাধী কিনা পরীক্ষা করতে। আন্তজার্তিক নদীর আইনকে কাঁচকলা দেখিয়ে নদীতে বাঁধ দিচ্ছে। আমরা বাঁধা দিতে সাহস পাচ্ছি না কারন আমাদের মেরুদন্ড নেই। বড় দেশ বলে ভয় পাই।



সব শেষে আশার কথা, আমরা সব সীমাবদ্ধতাকে কাটিয়ে উঠে ভারতের থেকে এগিয়ে যাচ্ছি। নোবেলজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, লৈঙ্গিক সমতাসহ সব সামাজিক সূচকে ভারতের চেয়ে এগিয়ে গেছে বাংলাদেশ। সূত্র: Click This Link



৭ই জানুয়ারী,২০১৩

--------------------------------------------------------------------------------

লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২১০/৩৬৫



(বিলম্বে আপলোডের জন্যে দুঃখিত।)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪

রীতিমত লিয়া বলেছেন: আমরা এগিয়ে আছি!! ভাল লাগল শুনে। অনেক ধন্যবাদ

০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩

অয়ন আহমেদ বলেছেন: ধন্যবাদ আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.