নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শখ : লেখালেখি, ফটোগ্রাফি। প্রথম বই : বন্ধু মানে বোধহয়, প্রকাশকাল : ১৯৯৯। দ্বিতীয় বই : বৃষ্টি রেখেছে জলজ স্মৃতি, প্রকাশকাল : ২০১০।

অয়ন আহমেদ

একদিন ফিরে এসে যদি দেখিস কোথাও জল জমে আছে তাহলে বুঝে নিস কেউ এসে চোখের জল ফেলে গেছে।

অয়ন আহমেদ › বিস্তারিত পোস্টঃ

অ আ আজকের লেখালেখি - ২১২ (উম্মাদ তত্ত্ব)

০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৫

সম্প্রতি দুই নেত্রী কর্তৃক সাপ তত্ত্ব শেষে নতুন তত্ত্ব সংযুক্ত হয়েছে উম্মাদ তত্ত্বটি এবং উদ্ভাবন করেছেন আমাদের অর্থমন্ত্রী আবুল মাল মুহিত। হরতালের সিদ্ধান্ত প্রসংগে উনি উন্মাদ সিদ্ধান্ত নামকরন করেছেন ।



একটু পেছনে ফিরি আমরা, একনায়কতন্ত্র রীতিনীতি থেকে সাধারন মানুষ নিস্তার পাবার জন্যে ১৯৯০ সালে আওয়ামী লীগ, বি.এন.পি, জামায়াত, বামদল সবাই মিলে এক হয়ে জাতীয় পার্টির বিরূদ্ধে হরতাল করেছিল এবং জয়ী হয়ে গনতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়েছিল। সেসময় জামায়াতকে নিয়ে কেউ প্রতিবাদ করেনি। তাদেরকে সংগে নিয়ে হরতাল ডেকেছিল সবাই। তখন যুদ্ধাপরাধ ব্যাপারটা মুখ্য বিষয় হিসেবে কেউ ভাবে নি। ১৯ বছরের চাপা কষ্ট সবাই একপ্রকার ভুলে গিয়েছিল। কেননা, আমাদের মতন মানুষদের চোখে স্বপ্ন ছিল গনতন্ত্রের আর আমাদের রাজনীতিবিদদের স্বপ্ন ছিল নতুন ক্ষমতা।



এবার ফিরি ২০১৩ তে। ২৩ বছর হতে চললো আগের ঘটনার সাথে ব্যবধান। মানে আমাদের গনতন্ত্রের বয়স ২৩ বছর। ১৯৯০ সালের আগে গনতন্ত্র ছিল না ধরে নেওয়া হয়েছে। গনতান্ত্রিক প্রতিবাদের হাতিয়ার হিসেবে হরতালে আর্বিভাব হয়েছে সম্প্রতি যুক্ত হয়েছে যাত্রীবাহী পরিবহন পুড়ানো , সাংবাদিক পিটানো, ঝটিকা হামলা, হরতাল বিরোধী মিছিল। সরকার সহযোগী দল বামদলের হরতাল প্রসংগে মন্ত্রী বিরক্ত হয়ে বললেন,"তারা সরকার চালাতে পারে না বলে হরতাল করে। যতসব উন্মাদের সিদ্ধান্ত"। সূত্র: Click This Link



এবার আসা যাক সরকার কারা এই প্রসংগে, আমাদের দেশের ইতিহাস অনুযায়ী আওয়ামী ও বিএনপি চিরস্থায়ী সরকার এবং প্রধানপদে অধিস্থ হবে পরিবারতন্ত্র। বাকি সহযোগী দলগুলো হবে ব্যান্ড পার্টি যাদের কাজ হবে বড় দলের হয়ে ঢোল পেটানো। দুই একজন মন্ত্রী হয়ে যেতে পারেন যদি বেশী বেশী ঢোল পেটাতে পারেন। নাহলে কটুক্তি চলবে উম্মাদনায়। মনে রাখবেন, হরতাল কিন্তু উম্মাদীয় সিদ্ধান্ত তবে এইটা বন্ধে আইন করার জন্যে আইনমন্ত্রী সাহস করছেন না যদি ম্যাডামরা রাগ করেন।



৯ই জানুয়ারী,২০১৩

--------------------------------------------------------------------------------

লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২১২/৩৬৫

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৫

ইখতামিন বলেছেন: ওহ. মাই গা...........ড

২| ১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮

অয়ন আহমেদ বলেছেন: হেঃ হেঃ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.