| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অয়ন আহমেদ
একদিন ফিরে এসে যদি দেখিস কোথাও জল জমে আছে তাহলে বুঝে নিস কেউ এসে চোখের জল ফেলে গেছে।
আসছে আলোর মিছিল
----------------------------------------------------------------
পাহাড় শেষে মৃত্যু উপত্যাকাতে,
সাদা সাদা কুয়াশায় লেপ মোড়ানো সবে।
সারি সারি আসছে মৃত্যুরা দলবলে,
রক্তাক্ত নারীকে আমার ভগ্ন মন কাঁধে তোলে।
আমরা পা মাড়াই রক্তস্নাত স্রোতে,
অশ্রুরা থমকে গেছে জমাট বেঁধেছে চোখে।
মানবসেবার পথে সেই সাজিয়া নামের মেয়েটি,
সেবার ব্রত মন নিয়ে মরে গেছে স্বপ্নের রাত্রি ।
আজ রাতে ও কাল সে যাচ্ছে মরে,
আমরা রোজ রোজ কাঁদছি শেষ রাতের ভোরে।
আমাদের ঘরের ভিতর ওতপাতে বিশ্রী শকুন ,
আজ আমার বোন নয়তো কাল অন্যজন খুন।
অতৃপ্তরা কাঁদে গোঙ্গায় একাকী বসে,
তৃপ্ত শকুনেরা বিশ্রী শব্দে হাসে।
আজ জাগছে সবাই সবার চোখে আগুন,
ছোট ছোট আলো বাড়ছে হচ্ছে দ্বিগুণ।
আর কেঁদো না তুমি সাজিয়া, হাসো অনাবিল,
সামনে দেখো আসছি আমরা মোমবাতি হাতে,
আসছে আলোর মিছিল।
(ধর্ষকদের ফাঁসির দাবী জানাচ্ছি।)
১১ই জানুয়ারী,২০১৩
--------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২১৪/৩৬৫
১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩
অয়ন আহমেদ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬
রীতিমত লিয়া বলেছেন: তৃপ্ত শকুনেরা বিশ্রী শব্দে হাসে।