| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অয়ন আহমেদ
একদিন ফিরে এসে যদি দেখিস কোথাও জল জমে আছে তাহলে বুঝে নিস কেউ এসে চোখের জল ফেলে গেছে।
প্রতিবারই ভালোবাসা দিবস কাটে অফিসের ফাইলের ভিতর ডুবে থেকে। যখন ভালোবাসার সময় তখন প্রতিবারই রাত ন'টা বাজে। তখন কেউ আমার জন্যে অপেক্ষায় থাকে না। আমার স্ত্রী এই নিয়ে কখনোই অভিযোগ করেনি। কারন ও খুব ভালো করে জানে একদিনের ভালোবাসার লোক আমি নই। তবু ভালোবাসার দিবস বলে কথা।
বিগত বছরগুলো ফটোগ্রাফির চর্চার কারনে দারুনভাবে আসক্ত হয়েছি ফটোগ্রাফির জন্যে। গ্রাসহপার্স ফটোগ্রাফারর্স কমিউনিটির সাথে যুক্ত হয়ে ফটো পাগলামী আরো বেড়েছে। পরবর্তীতে রূপ নিয়েছে ফটোগ্রাফের প্রতি সীমাহীন ভালোবাসা।
এবারে আমার হৃদয়ের ভিতর ভালোবাসা দিবসে শ্লোগান ছিল, ছবির জন্যে ভালোবাসা। আমি শাহাদাত, হাসিন, পারভেজ, মঈন, স্বপ্নীল, তনয়, মুক্তার, জিশান সব্বাই মিলে চেষ্টা করেছি দারুন একটা ছবি প্রদশর্নী উপহার দিতে। আমরা বেছে নিয়েছিলাম এই ভালোবাসার দিনটিকে। আমাদের স্বপ্ন সফল হয়েছিল আমরা পেরেছিলম "লাইফ এরাউন্ড ইউ" জিএইচ ছবি এক্সিবিশন।
ছবি প্রদশর্নী শুরু হয়েছিল বিকাল চারটে কবি সুফিয়া কামালের কন্যা সুলতানা কামাল ছিলেন আমাদের প্রদশর্নীর প্রধান অতিথি। উনি আমাদের দারুন সব উপদেশমূলক বক্তব্য দিয়েছিলেন সত্যি সেটি আমাদের জনে খুব গুরুত্বপূর্ণ।
আমাদের ছবির সবাই প্রশংসা করেছিলেন। কেউ কেউ নিরাশ হয়েছিলেন। আমরা সবার মন্তব্যকে ভবিষ্যতের জন্যে শিক্ষনীয় বিষয় হিসেবে রেখে দিয়েছি।
আমাদের প্রথম প্রয়াস আমরা ভালোভাবে শুরু করতে চেয়েছিলাম। হয়ত পেরেছি কিন্তু ভালো কোন শেষ নেই। তাই পুরাপুরি তৃপ্ত হতে পারি নি। তবে হাল ছাড়ি নি, ভবিষ্যতে আরো ভালো কিছু হবে।
১৪ই ফ্রেবুয়ারী ,২০১৩
--------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২৪৮/৩৬৫
(বিলম্বে আপলোডের জন্যে দুঃখিত)
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪
অয়ন আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৪
জর্জ অল্ড্রিন ঘোষ বলেছেন: লিখে যান ভাই
হে হে !