| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অয়ন আহমেদ
একদিন ফিরে এসে যদি দেখিস কোথাও জল জমে আছে তাহলে বুঝে নিস কেউ এসে চোখের জল ফেলে গেছে।
এই বুড়া বয়সে আইপ্যাডে আবার কমিকস্ পড়ছি। ক'দিন ধরে এই পাগলামী মাথায় চেপেছে। ইন্টারনেট ঘেটে খুঁজে বের করেছি সবগুলো কমিকস। এই কমিকসগুলো পড়ে খুব মজা পাচ্ছি। সেই ছেলেবেলার মুহূর্তগুলো ঘুরে ফিরে আসছে। প্রিয় টিনটিনের সাথে হারিয়ে যাচ্ছি অজানা কোথাও আবার কখনো ওবেলিক্সের সাথে রোমানদের সাথে যুদ্ধে যাচ্ছি। নন্টে ফন্টে, কেল্টুদার সেকি বাটপারী আর টেকো সুপারেন্টেডের সেকি মারমুখী চেহারা, বেত নিয়ে তেড়ে যাচ্ছে কেল্টুদার দিকে। বাটুল দি গ্রেটকে এখনো খুঁজে পাচ্ছি সেই সাইকেলে চড়ে গুন্ডাকে শায়েস্তা করতে যাচ্ছে। আর আর্চি কমিকস আর্চি, বেটি,ভেরেনিকা, জাগহেড। উফ ! সেই ছোটবেলার দিনগুলো !!! ঘুরে ফিরে আসছে আবার।
কিছু সময়ের জন্যে সবার ছোটমানুষের মতন পাগলামোপনা করা উচিত কেননা, এতে হঠাৎ বড় হয়ে যাওয়া কষ্টগুলোকে অনেক সহজ সরল মনে হয়। কেননা, আমরা নিজেদের জন্যে একান্ত কিছু সময় বের করতে পারি না বলে রোজ রোজ মন খারাপ নিয়ে ঘুমাতে যাই।
২৬ই ফেব্রুয়ারী ,২০১৩
--------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২৬০/৩৬৫
(বিলম্বে আপলোডের জন্যে দুঃখিত)
©somewhere in net ltd.