নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শখ : লেখালেখি, ফটোগ্রাফি। প্রথম বই : বন্ধু মানে বোধহয়, প্রকাশকাল : ১৯৯৯। দ্বিতীয় বই : বৃষ্টি রেখেছে জলজ স্মৃতি, প্রকাশকাল : ২০১০।

অয়ন আহমেদ

একদিন ফিরে এসে যদি দেখিস কোথাও জল জমে আছে তাহলে বুঝে নিস কেউ এসে চোখের জল ফেলে গেছে।

অয়ন আহমেদ › বিস্তারিত পোস্টঃ

অ আ আজকের লেখালেখি - ২৬১ (মেঘ বলছে যাবে)

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:২৩

আমি এখন যেখানে দাঁড়িয়ে

সেখানে প্রায়শই মেঘেরা

বৃষ্টিদের নিয়ে এসে

পাহাড়কে জড়িয়ে ধরে

প্রবল মমতায় স্নান করায়

যখন রংধনু উঠে পড়ে

আমি এসময় শেষ দিগন্তে

সাতরঙে তোমায় খুঁজে পাই।



তোমায় আমি আদর করে

মেঘ নামে ডাকি,

তুমি আমার ছেলেমানুষীতে হাসো একাকী।

সবুজ হয়ে উঠা লতাগুলোর সাথে

বৃষ্টি যেমন খেলে,

আমিও খেলি তোমার কোকড়ানো চুলে

হাত বুলিয়ে।



ও মেঘ ! তুমি কি যাবে ?

সেই বৃষ্টির শেষ প্রান্তে

কোন এক সবুজ মোহনায়,

যেখানে শুধু তুমি আর আমি

আর কেউ থাকবেনা।



২৭ই ফেব্রুয়ারী ,২০১৩

--------------------------------------------------------------------------------

লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২৬১/৩৬৫

(বিলম্বে আপলোডের জন্যে দুঃখিত)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:০৩

শূন্য পথিক বলেছেন: ++

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:২৫

অয়ন আহমেদ বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.