নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শখ : লেখালেখি, ফটোগ্রাফি। প্রথম বই : বন্ধু মানে বোধহয়, প্রকাশকাল : ১৯৯৯। দ্বিতীয় বই : বৃষ্টি রেখেছে জলজ স্মৃতি, প্রকাশকাল : ২০১০।

অয়ন আহমেদ

একদিন ফিরে এসে যদি দেখিস কোথাও জল জমে আছে তাহলে বুঝে নিস কেউ এসে চোখের জল ফেলে গেছে।

অয়ন আহমেদ › বিস্তারিত পোস্টঃ

অ আ আজকের লেখালেখি - ২৭২ (ইন্টারনেট ছাড়া অচল দুনিয়া)

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩০

ইন্টারনেটের কারনে সংক্ষিপ্ত হয়ে আসছে পৃথিবী । ছোট কাকাকে পুরো সপ্তাহ ধরে ভেবে একটি চিঠি লেখার অভ্যাস মিলিয়ে গেছে সেই কবে। মুহূর্মূহু ইমেইল চালাচালি ফেইসবুক আর স্কাইপির জন্যে সুদূরে হাজার হাজার মাইলের প্রিয় মানুষকে খুব কাছে নিয়ে এসেছে। মাও ইংল্যান্ডে ছোটখালাকে আজকাল ফোন দেন না খুব একটা দরকার না হলে, শুধু স্কাইপি দিয়ে শুরু হয় আমার মা গল্প গুজব, সারাদিনের সেই সংসারের পুরানো গল্প। তাই আজকাল ফোন অচল হয়ে গেলে কেউ দুশ্চিন্তা করে না কিন্তু ইন্টারনেট অচল হলে আমাদের পুরো বাড়ীটাই যেন অচল হয়ে যায়।



১০ই মার্চ, ২০১৩

--------------------------------------------------------------------------------

লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২৭২/৩৬৫

(বিলম্বে আপলোডের জন্যে দুঃখিত)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪২

নীলপথিক বলেছেন: আমাদের আবেগটাও যেন অনেকটা যান্ত্রিক হয়ে গেছে। আসলে চিঠির আবেদনের কোন তুলনা হয় না। ই-মেইলে হয়ত আপনি কাউকে আপনার বক্তব্য বোঝাতে পারবেন, কিন্তু একটা চিঠির আবেদনের তুলনায় সেটা সত্যিই নস্যি। চিঠির লেখাগুলোকে ছুঁয়ে দেখা মানে যেন পরম ভালোবাসায় প্রিয়জনকেই ছুঁয়ে দেখা। ভুল বললাম কি?

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪০

অয়ন আহমেদ বলেছেন: কথা সত্য। আজকালকার ভালোবাসা হচ্ছে টুয়েন্টি টুয়েন্টি ম্যাচের মতন। কারোর আগের মতন ধৈর্য নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.