নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধাঁরে নয় আলোতে ভয় ।

অ তে অয়ন

i am the easiest puzzle which gonna take longest time to solve....

অ তে অয়ন › বিস্তারিত পোস্টঃ

এমবিবিএস

০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৭

২৫-২৬ বছরের ছেলের মত আপদ দুনিয়ায় নাই।না পারি বিয়ার কথা বলতে,না পারি একা একা থাকতে,লোকজন আসে চিকিৎসা নিতে।বলতে পারি না ভাইরে আমি এখনো এমবিবিএস।মা বাবার বেকার ছেলে।পাত্রীর মামা বলে,এমবিবিএস,এ তো নিজেই নিজেরে চালাইতে পারবে না,বেতন কত?নাহ এরে মেয়ে দিমু না,এফসিপিএস দেখেন।মেয়ের চাচা বলে,এর থেকে আমিও তো বেশী ডাক্তারী জানি,কাশি হইলে নাপা,গ্যাস হইলে সেকলো।না পারি পরিপুর্ন ডাক্তার হইতে,না পারি স্টুডেন্ট লাইফে ফিরে যেতে।আমার চাচায় বলে কি কন ছেলে সার্জারীতে অনার্স পাইছে।মেয়ের খালু বলে,আমার পোলায় মাস্টার্স করসে।কিয়ের লগে কি আনছেন।আমি কাচুমুচু মুখে এফসিপিএসের সার্কুলার দেখি।মেয়ের ড্রাইভারের বেতন ১৫ হাজার।নাহ ভাবতেছি ড্রাইভিংটা শিখেই ফেলব কিনা,পার্টটাইম হিসেবে খারাপ হবে না।বিয়ের কোন আশাই দেখতেছি না।আশার কথা এইটাই মেয়ে নাকি বাসায় বলছে ওর এই আমার মত এমবিবিএসই লাগবে।ভাই তাড়াতাড়ি প্রফটা দেও।আমিও দেখি পার্ট ১ এর কোন ব্যাবস্থা করা যায় কিনা।আর পারছি না গুরু,সেই ফার্স্ট ইয়ার থেকে শুরু।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.