নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Ayuub Ahmeed Khaan Presents

আইউব

আমার নিজের সম্পর্কে যদি বলতে চাই তাহলে এক কথায় আমি খুব অস্থির প্রকৃতির একজন মানুষ । এক কথায় আপাদমস্তক কষ্টের মধ্যে ডুবিয়ে রেখে ও আল্লাহ আমার চার দিকে সুখের একটা খোলস পড়িয়ে দিয়েছে, যে কারনে মানুষ আমাকে বাহির থেকে বুঝতে পারে না । যদি নিজের গুনের কথা বলি তা ল আমি গুছিয়ে চলতে পছন্দ করি , নিজেকে সবসময় \"মিঃ পারফেকশনিস্ট\" বানানোর চেষ্টা করি । আমার দোষ হল অল্প সময়ে ই মানুষকে বিশ্বাস করি এবং নিজের রাগ গোপন করতে পারিনা । ফ্রেন্ড রা বলে আমার সম সাময়িক ফ্রেন্ড দের কাছ থেকে আমি একটু ব্যাতিক্রম । আমার নিজের কাজ আমি নিজে ই করি, কাপড় - চোপড় ওয়াশ থেকে শুরু করে নিজের ফ্ল্যাট গোছানো সব ই।আর লাইফ স্টাইল যদি বলি ব্র্যান্ড এর প্রতি আমার বিশেষ দুর্বলতা আছে । যেমন CATS EYE,Gillete, TOMY HILFIGER, Revlon etc and etc. মেচিং করে প্যান্ট, শার্ট, টি- শার্ট- ফতুয়া সব কিছু ই পরা হয় । ব্র্যান্ড এর রিষ্ট ওয়াচ ইউজ করি তবে তা ডান হাতে । বাইক চালাইPulsar 5th এডিশন । সবসময় সাথে রাখি স্মার্টফোন ও মানিব্যাগ । এমনিতে সিম্পল জীবন যাপন মেনটেইন করি । সবসময় একজন ভাল বন্ধুর অভাব অনুভব করি । দেড় বছর বয়সে আব্বা মারা গেছে, কিন্তু যার আদরে আমি বড় হয়েছি অথবা আমার জীবনের সাথে যিনি ওতপ্রোত ভাবে জরিয়ে আছে তিনি আমার বড় আম্মা । আল্লাহ এবং প্রফেট(সঃ) এর উপর পূর্ণ আস্থা রাখি । প্রিয় লেখক হুমায়ুন আহাম্মেদ । জার্নাল /ম্যাগাজিন এ বিখ্যাত অথবা গ্লামারিয়াস কারো লাইফ স্টাইল সম্পর্কে কোনও প্রতিবেদন দিলে খুঁটিয়ে খুঁটিয়ে পরি আর অনুসরন করার চেষ্টা করি । যেমনঃ অপ্রাহ উইনফ্রে, ওয়ারেন বাফেট, বারাক ও বামা । আর প্রিয় সখ বলতে ফটোগ্রাফির প্রতি বিশেষ দুর্বলতা আছে, তাছারা ভ্রমন এবং শপিং করতে পছন্দ করি ।\nby_\nayub\nTel\n+8801718-061-999\nf- fb.com/ayubkhan999\nt- @ayubkhan999 \ne- [email protected]

আইউব › বিস্তারিত পোস্টঃ

‘মারিব মৎস্য খাইব সুখে।’

২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৭

ছবিতে যাদের দেখতেছেন এরা সবাই বিশিষ্ট মৎস্যজীবী । ‘মারিব মৎস্য খাইব সুখে।’ টেলিভিশন বিজ্ঞাপন দেখে রাজনীতিবিদদের একটি অংশ মৎস্য খাওয়ার সুখে নয়, কর ফাঁকি দিতে রাতারাতি মৎস্যজীবী হয়ে উঠেছে। :)কি আর করা অবৈধ সম্পদের হিসাব দেখানোর জন্য বেচারারা নিজেদের জাইলা বলে স্বীকার করার পরও সংবাদিকদের থেকে রেহাই পাচ্ছে না। আহা বেচারারা।মাননীয় প্রধান মন্ত্রীর আওয়ামী জেলে লীগ প্রতিষ্ঠত করা এবং এদেরকে তার কর্ণধার বানানো উচিত।চলেন সবাই মিলে মৎস্যচাষ শুরু করি!

জীবন কে ভিআইপি লেভেল বা কোটিপতির পর্যায়ে নিয়ে যাই ।:P

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৯

তিক্তভাষী বলেছেন: বাংলাদেশ জেলে লীগ! :D

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৩

আইউব বলেছেন: নট বাংলাদেশ জেলে লীগ এইটা হবে "আওয়ামী জাইল্লা লীগ"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.