![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নিজের সম্পর্কে যদি বলতে চাই তাহলে এক কথায় আমি খুব অস্থির প্রকৃতির একজন মানুষ । এক কথায় আপাদমস্তক কষ্টের মধ্যে ডুবিয়ে রেখে ও আল্লাহ আমার চার দিকে সুখের একটা খোলস পড়িয়ে দিয়েছে, যে কারনে মানুষ আমাকে বাহির থেকে বুঝতে পারে না । যদি নিজের গুনের কথা বলি তা ল আমি গুছিয়ে চলতে পছন্দ করি , নিজেকে সবসময় \"মিঃ পারফেকশনিস্ট\" বানানোর চেষ্টা করি । আমার দোষ হল অল্প সময়ে ই মানুষকে বিশ্বাস করি এবং নিজের রাগ গোপন করতে পারিনা । ফ্রেন্ড রা বলে আমার সম সাময়িক ফ্রেন্ড দের কাছ থেকে আমি একটু ব্যাতিক্রম । আমার নিজের কাজ আমি নিজে ই করি, কাপড় - চোপড় ওয়াশ থেকে শুরু করে নিজের ফ্ল্যাট গোছানো সব ই।আর লাইফ স্টাইল যদি বলি ব্র্যান্ড এর প্রতি আমার বিশেষ দুর্বলতা আছে । যেমন CATS EYE,Gillete, TOMY HILFIGER, Revlon etc and etc. মেচিং করে প্যান্ট, শার্ট, টি- শার্ট- ফতুয়া সব কিছু ই পরা হয় । ব্র্যান্ড এর রিষ্ট ওয়াচ ইউজ করি তবে তা ডান হাতে । বাইক চালাইPulsar 5th এডিশন । সবসময় সাথে রাখি স্মার্টফোন ও মানিব্যাগ । এমনিতে সিম্পল জীবন যাপন মেনটেইন করি । সবসময় একজন ভাল বন্ধুর অভাব অনুভব করি । দেড় বছর বয়সে আব্বা মারা গেছে, কিন্তু যার আদরে আমি বড় হয়েছি অথবা আমার জীবনের সাথে যিনি ওতপ্রোত ভাবে জরিয়ে আছে তিনি আমার বড় আম্মা । আল্লাহ এবং প্রফেট(সঃ) এর উপর পূর্ণ আস্থা রাখি । প্রিয় লেখক হুমায়ুন আহাম্মেদ । জার্নাল /ম্যাগাজিন এ বিখ্যাত অথবা গ্লামারিয়াস কারো লাইফ স্টাইল সম্পর্কে কোনও প্রতিবেদন দিলে খুঁটিয়ে খুঁটিয়ে পরি আর অনুসরন করার চেষ্টা করি । যেমনঃ অপ্রাহ উইনফ্রে, ওয়ারেন বাফেট, বারাক ও বামা । আর প্রিয় সখ বলতে ফটোগ্রাফির প্রতি বিশেষ দুর্বলতা আছে, তাছারা ভ্রমন এবং শপিং করতে পছন্দ করি ।\nby_\nayub\nTel\n+8801718-061-999\nf- fb.com/ayubkhan999\nt- @ayubkhan999 \ne- [email protected]
ভানুমতি হাসিনা ওয়াজেদ,আর কত মতি দেখাবেন আপনি শেষ পর্যন্ত বেগম জিয়ার বাসার সামনে বালুর ট্রাক পাঠালেন আপনি ? আর কিছু পাইলেন না? ২-৩ টা কামান ফিট করলে কেমন হইত ? গনতন্ত্র আরও শক্তিশালী হইত । গণতন্ত্র রক্ষার কি অভিনব সব স্টাইল আপনি বের করতেছেন ? গনতন্ত্রের গ্রীক জনক রা যদি বেচে থাকতো তাহলে গনতন্ত্র তথা সংবিধান রক্ষার এই এমনতর পদ্ধতি দেখে নির্ঘাত হার্ট ফেইল করত । এতদিন জানতাম হরতাল করে শুধু বিরোধী দল । পৃথিবীর ইতিহাসে বিরল সরকারী দলের হরতাল ও আপনি আমাদের দেখিয়ে ছেড়েছেন । আপনার দলের প্রয়াত এক নেতা বলেছিলেন আপনার মধ্যে মহাত্মা গান্ধী- ম্যানডেলা- আব্রাহম লিঙ্কন দের মিলিত গণতান্ত্রিক মূল্যবোধ বিদ্যমান । আপনার কার্যকলাপ দেখে তারা পরকাল থেকে মনে হয় মুচকি হাসতেছে....................
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৯
জহির উদদীন বলেছেন: চিন্তা কইরেন না ভবিষৎতে গনতন্ত্রকে আরও শক্তিশালী এই ভন্ডের বাসায় ময়লার ট্রাক রাখা হবে....
৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৪
মুহসিন বলেছেন: একবার সচিবালয়ের সামনে দেখেছিলাম কে বা কারা জায়গায় জায়গায় মলত্যাগ করে রেখেছে।
প্রতিবাদের ভাষা আরো শালীন হওয়া উচিৎ।
আর গণতন্ত্র মানে তো স্বেচ্ছাচারিতা নয়। সরকার ও বিরোধীদলের কাছ থেকেই তো জনগণের শেখা উচিৎ। কিন্তু সেটা কি আসলে হচ্ছে?
৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৮
সাইলেন্স বলেছেন: বিবিসি তে শুনলাম ট্রাক ড্রাইভার বলতেছে পুলিশ জোর করে তার ট্রাকটা ঐখানে রাখতে বাধ্য করেছে ।
কতখানি দেওলিয়া হয়েছে সরকারি দল বুঝেন।
৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০০
মুদ্দাকির বলেছেন: সাইলেন্স বলেছেন: বিবিসি তে শুনলাম ট্রাক ড্রাইভার বলতেছে পুলিশ জোর করে তার ট্রাকটা ঐখানে রাখতে বাধ্য করেছে ।
কতখানি দেওলিয়া হয়েছে সরকারি দল বুঝেন।
৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৭
মহিদুল বেস্ট বলেছেন: যা দেখাইলো
৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৫
অনিকেত রহমান বলেছেন: গনতন্ত্রের গ্রীক জনক রা যদি বেচে থাকতো তাহলে গনতন্ত্র তথা সংবিধান রক্ষার এই এমনতর পদ্ধতি দেখে নির্ঘাত হার্ট ফেইল কর।।
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৭
পাঠক১৯৭১ বলেছেন: খালেদা বেগমের জন্য বালুতন্ত্র