![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নিজের সম্পর্কে যদি বলতে চাই তাহলে এক কথায় আমি খুব অস্থির প্রকৃতির একজন মানুষ । এক কথায় আপাদমস্তক কষ্টের মধ্যে ডুবিয়ে রেখে ও আল্লাহ আমার চার দিকে সুখের একটা খোলস পড়িয়ে দিয়েছে, যে কারনে মানুষ আমাকে বাহির থেকে বুঝতে পারে না । যদি নিজের গুনের কথা বলি তা ল আমি গুছিয়ে চলতে পছন্দ করি , নিজেকে সবসময় \"মিঃ পারফেকশনিস্ট\" বানানোর চেষ্টা করি । আমার দোষ হল অল্প সময়ে ই মানুষকে বিশ্বাস করি এবং নিজের রাগ গোপন করতে পারিনা । ফ্রেন্ড রা বলে আমার সম সাময়িক ফ্রেন্ড দের কাছ থেকে আমি একটু ব্যাতিক্রম । আমার নিজের কাজ আমি নিজে ই করি, কাপড় - চোপড় ওয়াশ থেকে শুরু করে নিজের ফ্ল্যাট গোছানো সব ই।আর লাইফ স্টাইল যদি বলি ব্র্যান্ড এর প্রতি আমার বিশেষ দুর্বলতা আছে । যেমন CATS EYE,Gillete, TOMY HILFIGER, Revlon etc and etc. মেচিং করে প্যান্ট, শার্ট, টি- শার্ট- ফতুয়া সব কিছু ই পরা হয় । ব্র্যান্ড এর রিষ্ট ওয়াচ ইউজ করি তবে তা ডান হাতে । বাইক চালাইPulsar 5th এডিশন । সবসময় সাথে রাখি স্মার্টফোন ও মানিব্যাগ । এমনিতে সিম্পল জীবন যাপন মেনটেইন করি । সবসময় একজন ভাল বন্ধুর অভাব অনুভব করি । দেড় বছর বয়সে আব্বা মারা গেছে, কিন্তু যার আদরে আমি বড় হয়েছি অথবা আমার জীবনের সাথে যিনি ওতপ্রোত ভাবে জরিয়ে আছে তিনি আমার বড় আম্মা । আল্লাহ এবং প্রফেট(সঃ) এর উপর পূর্ণ আস্থা রাখি । প্রিয় লেখক হুমায়ুন আহাম্মেদ । জার্নাল /ম্যাগাজিন এ বিখ্যাত অথবা গ্লামারিয়াস কারো লাইফ স্টাইল সম্পর্কে কোনও প্রতিবেদন দিলে খুঁটিয়ে খুঁটিয়ে পরি আর অনুসরন করার চেষ্টা করি । যেমনঃ অপ্রাহ উইনফ্রে, ওয়ারেন বাফেট, বারাক ও বামা । আর প্রিয় সখ বলতে ফটোগ্রাফির প্রতি বিশেষ দুর্বলতা আছে, তাছারা ভ্রমন এবং শপিং করতে পছন্দ করি ।\nby_\nayub\nTel\n+8801718-061-999\nf- fb.com/ayubkhan999\nt- @ayubkhan999 \ne- [email protected]
গুগল সার্চ ইঞ্জিন ২০১৪ সালের স্ট্যাটেঁসটিক রিপোর্ট বলছে বাংলাদেশী জনগন ২০১৪ সালে সবচেয়ে বেশি খুঁজেছে নায়লা নাঈম কে ।.... এবং তা নিয়ে খুব উচ্ছ্বাসিত এই মডেল। কিন্তু আমার পয়েন্ট অব ভিউ অন্য জায়গায় । বাংলাদেশে এত এত সেলিব্রেটি থাকতে মানুষ এই নায়লা নাঈম কে কেন খুঁজল ? খুব সোজা ভাষায় ই উত্তর দিতে গেলে বলতে হয় আমরা যত ভাল মানুষ ই হই না, দিনের শেষে আমরা সবাই জৈবিকতার সন্ধান করি। কয়েক সেকেন্ডের তৃপ্তি আমাদের ২৪ ঘণ্টা কে নিয়ন্ত্রন করে!! ভিতরে ভিতরে আমরা সবাই ইরোটিক ,আমাদের মধ্যে এক প্রকাশ্য-অপ্রকাশ্য বন্য জৈবিকতা কাজ করে! তা কি আমরা কেউ অস্বীকার করতে পারি ? নায়লারা জাস্ট আমাদের ঐ চাহিদা পূরণের ভার্চুয়াল মাধ্যম । নায়লার খোলামেলা ফটোস্যুট, আর শরীরের ভাঁজগুলোর কঠিন ব্যাকারন এর প্রদর্শন আমাদেরকে তাঁর প্রতি আকৃষ্ট করেছে। দাঁত ভাঙ্গা ব্যাখ্যা না দিয়ে একটু সোজা করে বলি, নায়লা তো বিরা.....ট মডেল, কোনদিন যদি শুনেন নায়লার কাজের মেয়ে মর্জিনার(কাল্পনিক চরিত্র) ন্যুড ভিডিও ইন্টারনেটে লিক হয়েছে, বছর শেষে দেখবেন স্ট্যাটেঁসটিক রিপোর্ট বলছে নায়লার কাজের মেয়ে মর্জিনাকে অমুক বছরে মানুষ নেটে বেশী খুঁজেছে। মডেলের কাজের মেয়ে বলে কথা! একটা দাম আছে না!! আর ঐ জায়গায় একজন মডেলের সেমি- ন্যুড ফটো , ঐটা দেখার জন্য কেন আমাদের বিশেষ ইন্দ্রিয়গুলো ব্যাকুল হবে না!
* কোন মানুষকে হেয় করা আমার এই পোস্ট এর উদ্দ্যেশ্য নয়। আর বন্য জৈবিকতা সবার মধ্যে কাজ করে বলছি তবে কিছু মানুষ তা নিয়ন্ত্রনের ক্ষমতা রাখে । তারা নায়লা নাঈম মার্কা মেয়ের শারীরিক ব্যাকারন লুকিয়ে লুকিয়ে সার্চ ইঞ্জিনে খোঁজে না । তবে আমি ঐ ভাল মানুষদের দলের অন্তর্গত নয়! আমি শুধু ব্যকারন ই খুজি না আমি সম্পাদ্য - উপপাদ্য ও খুজি।
**পোস্ট এর সম্পূর্ণতার জন্য নায়লার কিছুটা শালীন একটি ছবি দিলাম। নায়লা যে ছবিগুলো দিয়ে মূলত জনপ্রিয় হইছে তাঁর কোন একটা দিলে অনারেবল মোডারেটর সাহেব দ্বারা আমার ব্লক হবার সমূহ সম্ভাবনা আছে।
২| ২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৪
মুক্তকণ্ঠ বলেছেন: আর শালীর চেহারার শ্রী দেখছেন
৩| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৬
আইউব বলেছেন: চেহারা দেখার জন্য কি আর মানুষ তাঁর ভক্ত !! যেইটা দেখার ঐ টা ঠিক ই সুন্দর
©somewhere in net ltd.
১|
২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৮
জ্যানাস বলেছেন: এটাই যদি শালিনতা হয় ভাই অশালিনতা কি??
আসলে এই নায়লা বা হ্যাপিরা যতটা ক্ষতি করে রাস্তার একটা দেহজিবি অনেক কম ক্ষতি করে।