![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্ণ বা ভাষা কিভাবে পরিবর্তন হয় দেখে নেই ভাষা বিবর্তন চার্টের মাধ্যমে।
শুধু একটি বর্ণ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আকার ধারণ
একটি না দুটি না একসাথে চারটি ভাষার বর্ণ একই চার্টে জেনে নেই।
আরবি, হিব্রু, সিরিয়ান ও গ্রীক বর্ণমালা
হিব্রু ও গ্রীক ভাষার সকল বর্ণ এক সাথে
জুডিও এরাবিক বর্ণমালা
হিব্রু ও কাব্বালা বর্ণমালা এবং করে করেসপন্র্ডি অর্থ
হায়ারোগ্লিফিক লিপি ও হিব্রু কাব্বালা থিম
সবই প্রায় একই রুট থেকে উৎপত্তি হয়েছে অথচ কালচারের কত প্রভদ
১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৮
আবু মুছা আল আজাদ বলেছেন: জাহিদ অনিক আমিও ভালভাবে বুঝার চেষ্টা করছি। কারণ পৃথিবীর কোর বা মুল সভ্যতা এসব ভাষা থেকেই শুরু হয়েছে। সাথে শেয়ারও
২| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৬
এম এ মুক্তাদির বলেছেন: (01)
There are some Scripts which claim, they can write all languages of the world. The above one is one such script with name INTERBRET.
THE OTHER ONE IS OPhags Pa. (01)
And the last one in this series id SUS, which may be seen in the website.
২০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৬
আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ এম এ মুক্তাদির এ সংক্রান্ত অারো কিছু তথ্য দেয়ার জন্য। তবে আমি হিব্রু শেখার চেষ্টা করছি এবং এখনো প্রাথমিক পর্যায়ে আছি।
৩| ১৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৩
কিশোর পাশা (ছোট্টু) বলেছেন: হিব্রু ও কাব্বালা বর্ণমালা এবং করে করেসপন্র্ডি অর্থ বুঝলাম না..কাইন্ডলি বুঝিয়ে দিবেন
২০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০৭
আবু মুছা আল আজাদ বলেছেন: হিব্রু এবং কাব্বালা- হি্ব্রু হল প্রাচীন বা প্রাথমিক সংষ্করণ যা বর্তমানে কোথাও প্যাকটিস হয় না কিন্তু কাব্বালা বর্নমালা বলতে মুলত হিব্রুকেই বুঝানো হয়েছে যা কাব্বালারা (জুডাইজম বা জিউদের একটি গ্রুপ যারা ওকাল্ট এবং এসোটারিক/রহস্যময়/দুর্বধ্য সিমবল ব্যবহার করার কারণে ইসরাঈলী গডকেই শেষ পর্যন্ত বাদ দেয় কিন্তু কিছু দাবি যেমন পৃথিবীর একমাত্র মালিখ বা শাসক হবার অধিকার শুধু তাদেরই, ফিলিস্তিন শুধু তাদেরই, অন্য সম্প্রদায় হল হিতেন বা অসভ্য বর্বর) হাজার হাজার বছর ধরে শুধু নিজেদের মধ্য প্রঅকটিস করে আসছে।
করেসপন্ডিং বলতে বুঝানো হয়েছে- একটি জিনিস দিয়ে অন্য একটি বিষয় বুঝানো। যেমন- চোখ সিমবল দিয়ে হিব্রু ‘আয়েন/আইন’ বর্ণ বুঝানো , , , ,, , ,, , ,,
৪| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪৬
আদর্শ সৈনিক বলেছেন: সব ভাষা কি তাহলে একটা মাত্র ভাষা থেকে এসেছে?
২০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১২
আবু মুছা আল আজাদ বলেছেন: আদর্শ সৈনিক ‘‘সব ভাষা কি তাহলে একটা মাত্র ভাষা থেকে এসেছে?’’ তবে অধিকাংশ ভাষাই এক সময় সিমবল নির্ভর ছিল এটি অনেক বর্ণনায় পাওয়া যায়।
আমি যতটুকু জানি তাহল সব ভাষা একই ভাষা থেকে আসেনি। তবে হিব্রু, আরবী, গ্রীক ল্যাটিন মুলত একই ভাষা থেকৈ উৎসারিত।
পৃথিবীর অন্যত্র যে ভাষাগুলো অছে তা অন্য সোর্স থেকৈই উদ্ভাবিত বলে বিভিন্ বর্ননায় পাওয়া যযায়।
৫| ২০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:১৪
চিন্তক মাস্টারদা বলেছেন: বাংলা ভাষা বলেন কিংবা অন্য যে কোন ভাষা বলেন, অর্থাৎ পৃথিবীর সকল সময়ের সাথে ধীরেধীরে পরিবর্তন হয়-হয়েছে।
কিন্তু আরবি ভাষা তেমনটা নয়! এজন্য তাদের শক্তিশালী ব্যাকরণ ধন্যবাদ পাওয়ার, এটার কারণেই ১৪০০ বিছর পূর্বের আরবি এখনো আগের মতই!
কিন্তু এই সময়ে অন্যান্য সকল ভাষা বিভিন্ন ভাবে পরিবর্তিত হয়েছে, বর্তমান শক্তিশালী ভাষা ইংরেজি!! ১০০-২০০ বছর পূর্বে কি তা এমন ছিল?
২০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৪
আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ চিন্তক মাস্টারদা সম্পুরক বর্ণনা ভাল লাগল।
‘কিন্তু আরবি ভাষা তেমনটা নয়! এজন্য তাদের শক্তিশালী ব্যাকর’ আমিও একমত
৬| ২০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩১
গেম চেঞ্জার বলেছেন: আলোকিত হইলাম!!
(+)
২০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৮
আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ গেম চেঞ্জার উৎসাহিত হলাম
৭| ৩০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৮
রাতুল_শাহ বলেছেন: সংগ্রহে রাখলাম
৩১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫১
আবু মুছা আল আজাদ বলেছেন: সংগহে রাখার জন্য প্রীত হলাম
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪৯
জাহিদ অনিক বলেছেন: কি লিখলেন হিব্রু ভাষায় কপাল নিয়া কিছুই বুঝলাম না