নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু মুছা আল আজাদ

বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র

আবু মুছা আল আজাদ › বিস্তারিত পোস্টঃ

প্রাচীন রহস্য ও সোয়াস্তিকা :ইউরোপ ইন্ডিয়াতে ? না ইন্ডিয়াই ইউরোপে?

২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:১৭


প্রাচীন গ্রীসের gold disk এ সোয়াস্তিকা

অধিকাংশ মানুষেরই ধারণা সনাতন (হিন্দু) বিশ্বাস শুধু ইন্ডিয়া নির্ভ্র কিন্তু বাস্তবে তা নয়। সনাতন ধর্মের প্রকৃত উৎস কোথায় কিভাবে হল তা সঠিকভাবে জানা না গেলেও আরিয়ানরা (আর্য)বর্তমান ইরান ও মধ্য ইউরোপের অধিবাসীদের পুর্বপুরুষদের ধর্ম্ ছিল সনাতন। ধারণা করা হয় প্রায় 2000 বছর পুর্বে অধিকাংশ ইউরোপিয়ানরা সনাতন ধর্ম্ চর্চা করত।


বিশ্ববিখ্যাত দার্শনিক ইমানুয়েল কান্ট যা বললেন “ এটি (তিব্বত) প্রথিবীর সবচেয়ে উচ্চ দেশ। কোন সন্দেহ নেই এখানেই প্রথম মানব বসতি শুরু হয়েছে এবং সকল সৃষ্টি ও বিজ্ঞানের উৎসও এটি। ইন্ডিয়ার সম্পূর্ন কালচার আসছে তিব্বত থেকে ঠিক যেমন আমাদের (ইউরোপে) কৃষি ও সংখ্যা, দাবা খেলার ন্যায় শিল্প ইন্ডিয়া থেকে আসছে বলে মনে হয়। (The culture of the Indians, as is known, almost certainly came from Tibet, just as all our arts like agriculture, numbers, the game of chess, etc., seem to have come from India.” —Immanuel Kant) উল্লেখ্য এই ধারনাটি আ্যরিয়ান পুন্থীদের মতামত যারা আর্য কর্তক ইন্ডিয়াতে তাদের আক্রমনকে অস্বীকার করে

আরিয়ানদের আদি নিবাস আটলান্টিস মহাদেশ মহাপ্লাবনের সময় ডুবে গেল তারা এশিয়ান পর্বতে আশ্রয় নেয়। পরবর্তীতে তারা সেখান (তিব্বত)থেকে ইন্ডিয়া ও ইউরোপে গমন করে।





ইুন্ডয়া, ইউরোপসহ সমগ্র পৃথিবীর বিভিন্ন এলাকায় সোয়াস্তিকা সিমবল ব্যবহার


প্রাচীন ইউরোপে সোয়াস্তিকা


প্রাচীন গ্রীসের ক্রিটে সোয়াস্তিকা



প্রাচীন রোমান মোজাইকে সোয়াস্তিকা.


Small terracotta jug সোয়াস্তিকা Crete.




ইন্ডিয়াতে সোয়াসস্তকা




সোয়াসস্তকা । . . . । । ।






প্রাচীন ইউরোপে সোয়াস্তিকা









তিব্বত ও জাপানে সোয়াস্তিকা








নতুন ইউরোপে সোয়াস্তিকা










আমেরিকা ও মিশর এর পিরামিড



মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩০

চাঁদগাজী বলেছেন:


কোন কাহিনী আছে, নাকি বিচ্ছিন্নভাবে লোকে এই সিম্বল ব্যবহার করেছে?

২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২০

আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ চাঁদগাজি~কোন কাহিনী আছে, নাকি বিচ্ছিন্নভাবে লোকে এই সিম্বল ব্যবহার করেছে” অনুসন্ধানী প্রশ্নের জন্য।
হ্যা আছে। অসংখ্য কাহিনী আছে। যা আমার টেররিজম এন্ড ইলুমিনাতি বইতে ধারাবাহিক ভাবে আসবে (এখনো আসেনি) এছাড়া ইনডিয়া, গ্রীক, রোম ও তিব্বাত ইতিহাস ও গন্থে বহু বর্ণ না আছে।

২| ২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩২

রাতুল_শাহ বলেছেন: ছবির পেছনের কাহিনী জানতে পারলে ভালো লাগতো। একটু চেষ্টা করে দেখেন।

২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০৭

আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ রাতুল শাহ: অল্প পরিসরে কিছু বর্ণনা কিছু সময় পর সংযুক্ত করব। তবে েএ বিষয়ে সামগ্রিক ইতিহাস ও বর্ননা পাবেন আমার টেররিজম এন্ড ইলুমিনাতি বইতে(অনুদিত) ধারাবাহিক ভাবে আসবে (এখনো আসেনি)। এছাড়া ইনডিয়া, গ্রীক, রোম ও তিব্বাত ইতিহাস ও গন্থে বহু বর্ণ না আছে

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৪

রাতুল_শাহ বলেছেন: ওকে অবসর সময় দেখে আসবো।

২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৬

আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এই সিম্বল হল মানুষের আত্মার চক্র।

এক পাশের সিম্বল দ্বারা মানুষের শূণ্য থেকে মৃত্যু পর্যন্ত সময়টা নিদেশ করে।

আরেক পাশের সিম্বল দ্বারা মানুষের মৃত্যুর পরে কবর থেকে বিভিন্ন ধাপে পুনরায় শূন্যে যাওয়া নির্দেশ করে।

অফিসিয়িাল কাজে ব্যস্ত থাকার কারণে চক্রের চিত্রটির চিত্রসহ ব্যাখ্যা করতে পারিনি। অন্য আরেকদিন চক্রের চিত্রসহ ব্যাখ্যা দিব।

২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫২

আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ ‘শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এই সিম্বল হল মানুষের আত্মার চক্র।

এক পাশের সিম্বল দ্বারা মানুষের শূণ্য থেকে মৃত্যু পর্যন্ত সময়টা নিদেশ করে।

আরেক পাশের সিম্বল দ্বারা মানুষের মৃত্যুর পরে কবর থেকে বিভিন্ন ধাপে পুনরায় শূন্যে যাওয়া নির্দেশ করে।’’

আরো কিছু জানার সুযোগ হল

৫| ২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫২

আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ ‘শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এই সিম্বল হল মানুষের আত্মার চক্র।

এক পাশের সিম্বল দ্বারা মানুষের শূণ্য থেকে মৃত্যু পর্যন্ত সময়টা নিদেশ করে।

আরেক পাশের সিম্বল দ্বারা মানুষের মৃত্যুর পরে কবর থেকে বিভিন্ন ধাপে পুনরায় শূন্যে যাওয়া নির্দেশ করে।’’

আরো কিছু জানার সুযোগ হল

৬| ২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৯

আহমেদ জী এস বলেছেন: আবু মুছা আল আজাদ ,




জ্বী, এই সোয়াস্তিকা নিয়ে অনেক কাহিনী আছে ।

২৭ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৬:৪৮

আবু মুছা আল আজাদ বলেছেন:
ধন্যবাদ আহমেদ জী এস । আমরা এই অজানা রহস্যই জানার চেষ্টা করব। সাথে এটাও দেখব যে কেন শত্রু ও মিত্র উভয়ই এই সিমবল ব্যবহার করে

৭| ২৭ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইন্ডিয়ার সম্পূর্ন কালচার আসছে তিব্বত থেকে ঠিক যেমন আমাদের (ইউরোপে) সকল শিল্প-কলা, কৃষি ও শরির চর্চা থেকে আসছে বলে মনে হয়। (The culture of the Indians, as is known, almost certainly came from Tibet, just as all our arts like agriculture, numbers, the game of chess, etc., seem to have come from India.” —Immanuel Kant)

অনুবাদটা অনুগ্রহ করে আরেকবার রিচেক করুন!

ইলুিমনািত নিয়ে আমাদের প্রয়াত/মরহুম ব্লগার ইমন জোবায়ের অনেক অনুবাদ করে গেছেন। জানেন আশা করি।

শুভেচ্ছা

২৭ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৩

আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী ভৃগু। অনুবাদ বলতে কি পড়ার পর থিমটা আমার কাছে ঐরুপ মনে হয়েছিল তবে বেশী ভাবি নাই এজন্য ইংলিশটাও তুলে দিয়েছি।
তবে আপনার মতামতটা/থিম/অনুবাদটা দিলে আমিও উপকৃত হতাম

আপনি আমার একটি পোস্টে ইলুিমনািতি নিয়ে আমি ইমন জুবায়েরে ভাইয়ের কখা বলার পর বেশ কিছু পোস্ট দেখেছি। অসাধারণ ও এবং সময় ও মেধার মিশ্রণ।

তবে আমি একটি বই টেরারিজম এবং ইলুমিনাতি: তিনহাজার বছরের ইতিহাস অনুবাদ করার চেষ্টা করছি। আশা করি আপনাদের ন্যায় অভিজ্ঞ ব্লগারের মতামতে কাজটি আরো সুন্দর হবে।

২৭ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০০

আবু মুছা আল আজাদ বলেছেন: উল্লেখ্য এই ধারনাটি আ্যরিয়ান পুন্থীদের মতামত যারা আর্য কর্তক ইন্ডিয়াতে তাদের আক্রমনকে অস্বীকার করে। আর অ্যরিয়ানরা নিজেদেরকে রস্ট কন্টিনেন্ট আটলান্টিসের অধিবাসীেএবং ফলেন এনজেল (লুসিফার/স্যাটান)এর বংশধর বলে মনে করে। এবং তারা পৃথিবীর শাসন করার জম্মগত অধিকার দাবি করে।

যাদের ইতিহাস শুধু প্লেটো, মন্টেস্কু,হেগেল, মার্কস,কান্ট,নিৎসে,ভলতেয়ার,ফ্রয়েড এর মদ্য সীমাবদ্ধ। এবং উক্ত সকল কথিত দার্শনিক ফলেন এনজেল/স্যাটানিক/ইলুমিনাতি/ম্যাসন এর মুখপাত্র।

প্লেটোর কাব্বালিক/ম্যাগি/জায়োনিস্টা দর্শন 6ষ্ঠ পর্ব্: Click This Link এর শেষ দিকে পবেন

৮| ২৭ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১১

জুন বলেছেন: নাজিদের স্বস্তিকা আর ধর্মীয় স্বস্তিকা চিন্হে পার্থক্য আছে । আর এর অর্থতেও নাকি আকাশপাতাল পার্থক্য ।

২৭ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৩

আবু মুছা আল আজাদ বলেছেন: নাজিদের স্বস্থিকা মুলত ধর্মীয় স্বস্তিকা থেকে ভিন্ন কিছু না। ইউরোপে ১৯ শতকে বেশ কিছু যায়গায় এসব নিদর্শন পাবার পর উক্ত বিষয়ে উৎসাহ তৈরী হয়। হিটলার সাহেব মুলত ঐ প্রাচীন আ্যরিয়ান/ফলেন এনজেলদের মতবাদেরই একজন

৯| ২৭ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৫

আহা রুবন বলেছেন: বিস্তারিত লিখুন পড়ার আগ্রহ তৈরি হল।

২৭ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৮

আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ আহা রুবন, সাথে থাকুন আশা করি সামনেও আপানাকে পব।

১০| ২৮ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৯

বুক ওয়ার্ম বলেছেন:
দেখে ভাল লাগছে।
ধন্যবাদ

২৮ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ বুক ওয়ার্ম ভাল লাগার জন্য
সাথে উৎসাহিতও হলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.