নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু মুছা আল আজাদ

বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র

আবু মুছা আল আজাদ › বিস্তারিত পোস্টঃ

টেরোরিজম এন্ড দ্যা ইলুমিনাতি: তিন হাজার বছরের ইতিহাস( পর্ব্-07)

৩০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৪


ছবি: আলেকজান্ডার দ্যা গ্রেট
আলেকজান্ডার দ্যা গ্রেট
খিষ্টপূর্ব্ 367 সালে প্লেটোর একাডেমির প্রধান হলেন Eudoxus of Cnidus এবং 17 বছর বয়সে এ্যরিস্টোটল এর সদ্যস্য হন। যদিও এরিস্টটল On the Magi বইটি নিজে লেখেননি তবু এই বইয়ের লেখক হিসেবে তাকেই উল্লেখ করা হয়েছে। বইতে কাব্বালা ও ম্যাগিদের বিশ্বাস সকল গ্রহ ও স্থির তারকা পৃথিবীতে মানুষের জীবনের উপর প্রভার বিস্তার করে।এ্যরিস্টটল ছিলেন আলেকজান্ডরের শিক্ষক।তার বিজয় হেলেনিক (গ্রীক) যুগের সুচনা করে।এ সময়ে সমগ্র ভুমধ্যমাগরীয় অঞ্চলে Greaco-Kabbalistic কালচার প্রসারিত হয়।

হেলেনিক যুগেই প্রথমবারের মত গ্রীক এবং ইহুদিদের সাথে উল্লেখযোগ্যভাবে পরস্পরের সংস্পর্শে আসে। এ্যরিস্টটলের শিষ্য converse তার মাস্টার একজন ইহুদির কাছ প্রতিজ্ঞা করেছেন যে, জেরুজালেম আক্রমন করনা। Talmud and Josephus’ বর্ণনা মতে, জেরুজালেমের জাজকরা আলেকজান্ডার জেরুজালেম ধ্বংস করে দিবেন এই ভেবে ভয় পেয়ে তার সাথে সাক্ষাত করতে যান।। আলেকজান্ডা ইহুদি জাজাকদের দেখামাত্র অশ্বথেকে অবতরন করে মাথা অবনত করে সম্মান করেন।

বর্ণনা মতে, Josephus’ আলেকজান্ডারের এক জেনারেল ইহুদি জাজকদের সামনে মস্তক অবনত করে সম্মান করার কারণ জিজ্ঞেস করলে তিনি উত্তর দেন ‘‘ আমি তাদের কাছে মাথা নত করিনি বরং গডের কাছে মাথা নত করেছি যিনি এই জাজকদের সম্মানীন করেছেন। কারণ আমি স্বপ্নে ঠিক এরকম পোষাক পরিহিত লোকদেরকেই দেখেছি। আলেকজান্ডার এটিকে শুভ লক্ষন মনে করে জেরুজালেম আক্রমন থেকৈ বিররত থাকে।


তার এরুপ করুনার ফলে খুশি হয়ে জা্জকরা ঘোষনা করে যে এই সময়ে ইহুদিদের প্রথম সনতানের নাম হবে আলেকজান্ডার। (উক্ত কারণে ইহুদি, খিস্টান ও ইসলাম ধর্মে আলেকজান্ডারকে/ যুল কারনাইন/ ইসকান্দার ন্যায় পরায়ন বাদশা হিসেবে সম্মান করা হয়।এবং তিনি গগ-মাগগ (ইয়াজুজ-মাজুজ) দের অথ্যাচার ও ধ্বংস থেকে মানুষকে রক্ষা করার জন্য প্রাচীর নির্মান করেন)। আলেকজান্ডাররে মৃত্যুর পর তার জেনারেলরা তার রাজত্বকে নিজেদের মধ্য ভাগ করে নেয়। মেসিডোনিয়া ও গ্রীস শাসন করেন Antigonus. ব্যাবিলনের শাসক হন Seleucus ।
তিনি তার রাজত্বকে বুলগেরিয়া থেকে ইন্ডিয়া সীমান্ত পর্যন্ত প্রসারিত করেন।মিশর শাসন করেন Ptolemy Sotor। (উল্লেখ্য আলেকজান্ডারি ইলুমিনাতি এজেন্ডা বাস্তবায়ন করেনি ফলে তাকে ইতিহাসে মুলত আক্রমনকারী হিসেবে দেখানো হয় অথচ তিনি যে আক্রমনকারীদের বিরুদ্ধেই আক্রমন করেছেন তা দেখানো হয় না এছাড়া কিছু ব্যাতিক্রম ঘটলেও তার মৃত্যুর পর তার জেনারেলদের মাধ্যমে হয়েছে)

তৃতীয় অধ্যায়: মিথরিয়াজম
Cappadocia:
ইলুমিনাতি বংশধারা যাদের মাধ্যমে উৎপন্ন হয়েছে তাদের মাধ্যমেই মিথরাস এর (দেবতা) মুল রহস্য প্রসারতি হয়েছে। নিটওয়ার্কটি হেরোদ দ্যা গ্রেট এর মাধ্যমে প্রসারিত হয়েছে এবং আরমেনিয়াতে এদের একটি গুরুত্তপুর্ণ ধারা রয়েছে। আরমেনিয়ান ধারাকে মনে করা হয় তাদের লস্ট ট্রইবদের উত্তরসুরি এবং তারনা আলেকজান্দ্রিয়া ও পারস্যসহ জুলযাস সিজারের পরিবারের সাথে মিশ্রণ ঘটেছে যারা বাল দেবতার উপাসক। এসকল পরিবারের সম্মিলনে খিষ্ট্র জম্ম পূর্ব 1000 বছর ধরে বিভিন্ন ষড়যন্ত্রের সুচনা করেছে। যদিও এসকল পরিবারের সম্পর্ক জানাট অনেক জটিল ও বিস্তর তথাপি তাদেরই উত্তরসুরি ইলুমিনাতিদের উৎপত্তি , বিকাশ ও বিশ্বাস বুঝার জন্য তা ভালভাবে জানা প্রয়োজন।

রোমান সাম্রাজ্যোর গুরুত্তপুর্ন কাল্ট Mithraism প্রচার ও প্রসারের জন্য এসকল পরিবারই ভুমিকা রেখেছে।এটি হল সেই কাল্ট যা বহু শতক পূর্ব্ থেকে বর্তমান সময় পর্যন্ত ইলুমিনাতিদের মুল ডকট্রিন হিসেবে গণ্য হয়। প্রাথমিক সময়ে মিথরিয়াজম খিস্টান চার্চ্ দখল করে তার স্থলে এই মতবাদ প্রতিস্থাপনের ষড়যন্ত্র করে।এবং তাদেরই উত্তরসুরী Constantine the এর মাধ্যমে তারা সফল হন। তিনি ক্যাথলিজম প্রবর্তন করেন যা ছিল মিথরজিম এর সমন্বয় যেখানে যেখানে জেসাস কে dying-god এর সাথে সম্পর্কীত করে।

এই কাল্ট ইসমাইলী (মিশরের প্রাচীন ফারাও দের বংশধর তাদের বিশেষ কারণে ইসলাম গ্রহন করে এই মতবাদরে আড়ালে সিমবলিক ধর্ম প্রাকটিস করত) ভিন্নমতালম্বীদের মাধ্যমে ইসলামের মধ্যও প্রবেশ করে যারা প্রথম (ইসলামে) সন্ত্রাসী গ্রুপ আসাসিন (Assassins) তৈরী করে।এই ভিন্ন মত তৈরী করার মাধ্যমে তারা ক্রুসেডের সময় Scottish Rite Freemaonsry. দের তৈরী কুখ্যাত সন্ত্রাসী গ্রুপ নাইট টেম্পলারদের সাথে সংযুক্ত হয়।

প্রাথমিক পর্যায়ে ম্যাগি ভিন্ন মতবাদটি এশিয়া মাইনরের অংশবিশেষ পন্টুস, কাপাডোসিয়া এবং আরমেনিয়াতে বিকাশ লাভ করে।পন্টুস আলেকজান্ডার দ্যা গ্রেট এর মৃত্যুর পর খিস্টপূর্ব 302 সালে প্রতিষ্টিত হয়। পন্টুস এর অধিকাংশ এলাকা ছিল কাপাডোসিয়া রাজ্যর অভন্তরেই। আর কাপাডোসিয়া ছিল সিসিলিয়া থেকে শুরু করে কৃষ্ণ সাগর পর্যন্ত সমগ্র এলাকা নিয়ে। এই সমগ্র এলাতে ম্যাগিরা মিথরাজ দেবতার নামে ডাইং গডের আর্চনা করত।এবং এ আঞ্চলেই কথিত ল্ট ট্রাইব সিনথিয়ানস এবং মেডিসদের সাথে মিশে যায়।
চলবে, ,, , , ,, , ,,

1 ম পর্র্: Click This Link
২ য় পর্র্: Click This Link
3 য় পর্র্: Click This Link
4 র্থ্পর্র্: Click This Link
5ম পর্ব্: Click This Link
6ষ্ঠ পর্ব্: Click This Link

সোর্স: TERRORISM AND THE ILLUMINATI
A T h r e e T ho u s a n d Y e a r H I S TORy
লেখক: DAVID LIVINGSTONE

মন্তব্য ৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০১

রাতুল_শাহ বলেছেন: আলেকজান্ডারের অধ্যায়টি ভালো লাগলো।

৩০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০৭

আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য রাতুল শাহ সাথে প্রীত ও হলাম ্

২| ৩০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৮

টারজান০০০০৭ বলেছেন: "উক্ত কারণে ইহুদি, খিস্টান ও ইসলাম ধর্মে আলেকজান্ডারকে/ যুল কারনাইন/ ইসকান্দার ন্যায় পরায়ন বাদশা হিসেবে সম্মান করা হয়।এবং তিনি গগ-মাগগ (ইয়াজুজ-মাজুজ) দের অথ্যাচার ও ধ্বংস থেকে মানুষকে রক্ষা করার জন্য প্রাচীর নির্মান করে ।" এটাকে তো মনের মাধুরী মেশানো ইতিহাস মনে হইতাছে ! কোথায় পাইছেন একটু জানাইলে খুশি হইতাম। আর এইসব গুবেষণা না কইরা ড্যান ব্রাউনের মতন বই লিখ্যা ফালান ! কুনু বেল না পাইলেও হিন্দি মুভি বাহুবলীর মতন মুছাবলি হইতেওতো পারে !

৩০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৮

আবু মুছা আল আজাদ বলেছেন: উক্ত কারণে ইহুদি, খিস্টান ও ইসলাম ধর্মে আলেকজান্ডারকে/ যুল কারনাইন/ ইসকান্দার ন্যায় পরায়ন বাদশা হিসেবে সম্মান করা হয়।এবং তিনি গগ-মাগগ (ইয়াজুজ-মাজুজ) দের অথ্যাচার ও ধ্বংস থেকে মানুষকে রক্ষা করার জন্য প্রাচীর নির্মান করে


আমি নিজেকে/ অনুদিত ব্ইকে্ অ্যবসলউট রাইট তা বলছি না তবে বইটি আপনি ইংলিশ ভার্স
নটা এবং তালমুদ, ওল্ড-টেসটামেন্ট পড়ে কিছু তথ্য দিলে হয়ত আমিও সেটিকেই মেনে নিব।

এটি তো আমার নিজের না। অনুবাদ করছি মাত্র। প্রয়োজনে আপনার মতই নিব

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক গুলো মিস হয়ে গেছে টাইমিংয়ের কারণে!

ব্যাক গিয়ারে যাচ্ছি :)

++++++

৩১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৫

আবু মুছা আল আজাদ বলেছেন: বিদ্রোহী ভৃগু অনেক বেশী ধন্যবাদ।
আপনাদের আগ্রহ অনুপ্রাণিত হলাম।

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৬

কবির নাঈম দোদুল বলেছেন: আলেকজান্ডারকে ঘিরে আছে অনেক রহস্য। কিছুদিন আগে তার মৃত্যু ও ভারত অভিযান রহস্য নিয়ে দ্য মহাভারত কোয়েস্ট : দ্য আলেকজান্ডার সিক্রেট নামে সি ডয়েলের একটা বই পড়লাম। বইটার একটা পর্যালোচনা ব্লগও লিখেছিলাম। বেশ লেগেছে।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৮

আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ কবির নাঈম দোদুল।

ছোট সময় থেকে তার সম্পর্কে কিছু কিছূ করে জানলেও এখনও তিনি রহস্যই রয়ে গেছেন।
তবে ইতিহাসে অালেকজান্ডার নামে ভিন্ন দুইজন ব্যাক্তি অাছেন এক. অালেকজান্ডার মিশরী/বাদশা ইস্কান্দার/সেকেন্দার/যুল কারনাইন অপরজন অালেকজান্ডার রুমি যিনি ভারত আক্রমণ করেছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.