![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৪৩ সালে কংগ্রেসনাল তদন্তে প্রকাশ পায় যে, ইউএস তার প্রথম পারমানবিক বোমা তৈরীর পূর্বেই এই জাতীয় বোম তৈরীর জন্য প্রয়োজনীয় অর্ধেক ইউরেনিয়াম এবং টেকনিক্যাল তথ্য গোপনে রাশিয়াকে প্রদান করা হয়। সেকল ক্যামিকাল ও মিনারেল বস্তুর মাধমে এটমিক ও হাইডোজেন বোমা তৈরীরর সরন্জাম ছিল। ১৯৮০ প্রেসিডেন্ট ফ্রাংকলিন রুজভেল্ট এর সন্তান জেমস রুজভেল্ট A Family Matter নামে একটি নভেল লেখেন সেখানে তিনি বলেছেন তার পিতা কিভাবে ম্যানহাটর প্রজেক্ট এর তথ্য বা ফলাফল কিভাবে সোভিযেতের সাথে মশয়ার করার মত সাহসী গোপন উদ্যগ নিয়েছিলন ( "a bold secret decision... to share the results of the Manhattan Project with the Soviet Union,")
রাশিয়ার এয়ার ফোর্স মেজর এবং ইউএস রাশিয়ার Lend-Lease সমন্বয়ক Major Racey Jordan ১৯৫২ সালে তার ডাইরিতে প্রকাশ করেন যে, ক্যাডমিয়াম, গ্রাফাইট,থরিয়াম এবং ইউরেনিয়াম সহ এটমিক বোম্ব তৈরীর সকল ওয়ার ম্যাটারিয়াল ইউএস কর্ত্ ক রাশিয়াকে সরবরাহ করে
ছবি: এটমিক প্রজেক্ট ম্যাপ
ওক রিজ প্রজেক্ট
মার্চ ১৯৪৩ সালে একটি বিমানে করে ৫০ টি ব্লাক লেদার কেসে করে ওয়াশিংটন থেকে রাশিয়ার মেস্কাতে Director, Institute of Technical and Economic Information" তে পাঠানো হচ্ছিল। বিমান বন্দরে সন্দেহ জনক কেসের কারণে জর্দান ১২ টি কেস দেখেন সেখানে রামিয়ার সকল নামরিক সাইটের ম্যাপ এবং ইন্ডাস্ট্রিয়াল প্লান্ট এর ম্যাপ রয়েছে। এর ম্ধ্য একটিতে রয়েছে মিলিটারি ডকুমেন্ট রয়েছে এবং সেখানে লেখা রয়েছে "from Hiss" [Alger Hiss].অন্য একটিতে হোয়াইট হাউসের মেমো এবং লেখা রয়েছে "H.H." (Harry Hopkins, former Secretary of Commerce. এতে ম্যানহাট ইন্জিনিয়ারিং ডিস্ট্রিক্ট এবং ওক রিজ Oak Ridge এর ম্যাপ রয়েছে
প্রথম পর্ব: Click This Link
সোর্স: Click This Link
০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৪
আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী
‘আইনস্টাইনের নেতৃত্বে যে কয়জন ইউরোপীয় পদার্থ বিজ্ঞানী আমেরিকায় গিয়েছিল, তাদের কিছু সাথী সোভিয়েতেও গিয়েছিল। সোভিয়েত যুদ্ধের ভেতরে এটোমিক বোমা বিয়ে রিসার্চ করেছে। ’
এ বিষয়ে আমিও একমত
এবং এটাই বাস্তবসঙ্গত।
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৯
প্রশ্নবোধক (?) বলেছেন: এখন হামারা বিলাই হামছে ম্যাও.....।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৫
আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ প্রশ্নবোধক মন্তব্য করার জন্য
তবে অর্থটা ‘এখন হামারা বিলাই হামছে ম্যাও....’ এখন আমাদের বিলাই আমারে ম্যাও ৎ ?
না কি হবে বুঝতে পারলাম না।
যদি সম্ভব অর্থটা ,, ,,, , ,
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৪
প্রশ্নবোধক (?) বলেছেন: "এখন আমাদের বিড়াল আমাকেই ম্যাও"
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৯
চাঁদগাজী বলেছেন:
আমি গতকালই আপনার এই পোস্টটি পড়েছিলাম, মন্তব্য করিনি; ২য় বিশ্বযুদ্ধের সময়, আইনস্টাইনের নেতৃত্বে যে কয়জন ইউরোপীয় পদার্থ বিজ্ঞানী আমেরিকায় গিয়েছিল, তাদের কিছু সাথী সোভিয়েতেও গিয়েছিল। সোভিয়েত যুদ্ধের ভেতরে এটোমিক বোমা বিয়ে রিসার্চ করেছে।