![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি: The Pyramid of Peace
একবিংশ শতকে তৈরী প্রথম রাজধানী শহর হল আস্তানা। ভবিষ্যতের পৃথিবী কোন দিকে যাচ্ছে তার ঈঙ্গিতও দিয়েছে শহরটি। কাজাখস্তানের প্রেসিডেন্ট নুর সুলতান নাজারবায়েভ এর ভিশন খেকে তৈরী থিম শহরটি। বিলিয়ন বিলিয়ন পেট্রডলারের সহায়তায় এশিয়ার স্টেপ অঞ্চলের রিমোট ও পরিত্যাক্ত এলাকায় গড়ে উঠছে এটি। এটি ভবিষ্যতের ওকাল্ট ক্যাপিটাল যা নিউ ওয়াল্ড অর্ডারকে স্বগত জানাচ্ছে এবং মানুষের জানামতে সবচেয়ে প্রচীন ধর্ম Sun Worship উৎযাপন করছে। শহরটি এখনও নিমানাধীন রয়েছে কিন্তু যেগুলো অলরেডি শেষ হয়ে গিয়েছে তাতে নাজারবায়েভের অকাল্ট ভিশনের প্রকাশ ঘটছে।
বৃটিশ স্থপতি Lord Norman Forster এর কল্পনায় গড়ে ওঠা এই জায়ান্ট/বিশালাকৃতির পিরামিডটি এশিয়ার রিমোট স্টেপ এলাকায় অদ্ভুদ কিছুর উপস্থিতিরই ঈঙ্তি দিচ্ছে। বিল্ডিংটিতে উৎসর্গকৃত লেখা “the renunciation of violence” and “to bring together the world’s religions”/সহিংসতা পরিত্যাগ ও পৃথিবীর ধর্মগুলোকে একত্রে নিয়ে আসা। বাস্তবে পিরামিড হল ওকাল্টিস্টদের প্রকৃত ধর্ম Sun worship।
The Pyramidal Shape
ছবি: Novus Ordo Seclorum = New Order for the Age
Secret Teachings of All Ages এর লেখক Manly P. Hall বলেন - দীক্ষিতরা পিরামিড আকার গ্রহন করে তাদের গোপন মতবাদ ও এর প্রসারের জন্য। পিরামিড হল আলটিমেড প্রতীক যা প্রাচীন সভ্যতার রহস্যময়তাকে উপস্থাপন করে। এটি ইলুমিনেটেড কর্তক ডিভাইন জ্ঞান ধারন এবং সাধারণ জনগনের বুদ্ধিহীনতা উভয়কেই বুঝায়। বিশ্বের এলিটরা (রথচাইল্ড, রকফেলার,ডু-পনন্ট...) এই ওকাল্টশিক্ষায় দীক্ষিত যারা প্রাচীন প্রজ্ঞার উত্তরাধিকারী এবং তারা পিড়ামিডকে আধুনিক বিশ্বে তাদের ক্ষমতার প্রতীক হিসেবে ব্যবহার করে। ইলুমিনেটেড/বাদপড়া/ভাসমান অংশটুক মহাবিশ্বে এবং মানবদের মাঝে বিরাজমান ডিভাইন প্রিন্সিপলকে বুঝায়। এছাড়া মিসিং অংশ দ্বারা New World Order এর অসমাপ্ত প্রকৃতিকেও বুঝায়। বলা হেয় থাকে যে যখন এই বহু যুগের প্রজেক্ট বাস্তবে পরিনত হবে তখন মিসিং অংশটুকু স্থাপন করা হবে।
ছবি: আস্তানার Underground Opera House
গ্রাউন্ড লেভেলে পিরামিডে প্রবেশের সময়ই দেখা যাবে ভিতরের অংশটুক অন্ধকার এবং গুহার ন্যায়(ফারও মিড়ামিডও এই ধরনের)
অন্ধকার হওয়া স্বত্তেও বিশালাকারের সুর্যের ছবি ছাদের নিচের অধিকাংশ যায়গা দখল করে আছে।
ছবি: the Sun Table
ওপেরা হাউজের ডান দিকের উপরিভাগে রয়েছে পিরামিডের সেন্ট্রাল স্পেস। এটি পৃথিবীর সকল ধর্মীয় নেতাদের একত্রীকরণের জন্য মিটিং রুম হিসেবে কাজ করছে। এক মিনিটের জন্য সিম্বলটি ভাল করে দেখে নিন। দেখুন পৃথিবীর সকল ধর্মীয় নেতারা সুর্য়ের মুর্তির চারিদিকে বসে আলোচনা করছে যে, কিভাবে আসন্ন নিউ এজ/নিউ ওয়াল্ড ওর্ডার (the coming New Age) এর পার্থক্যসমুহ দুর করা যায় । প্রতীকটি মুলত সুর্যের আর্চনা করার মুল থিম থেকে উৎসারিত।
স্পেসটি ওপেরা হাউজের অন্য অংশ তেকে বেশী আলোকিত যা ইলুমিনেশনের দিকে পৃথিবীর উন্নতিকে বুঝাচ্ছে। রাউন্ড টেবিলের মাঝখানে অবস্থিত সুর্যের ছবিটি অপেরা হাউজের ঠিক উপরে রাখা হয়েছে। যাতে সাধারণ জনগন বস্তুজগতের অন্ধকারের মধ্য বিনোদন লাভ করতে পারে।
ছবি: Contemplating Godliness
এখানে বসে দেবতার কাছে ধ্যান করছে। এই সাইট সংক্রান্ত অন্যান্য আর্টিকেল পড়লে আপনি নিউ ওয়াল্ড অর্ডারের উদ্দেশ্য জানতে পারবেন। তার মাঝে একটি হল replacement of all religions by a form of neo-paganism। এজন্যই ঐ সকল মিটিং। আস্তানা সিটি হল প্রকৃত পক্ষে একটি New World Order সিটি।
ছবি: The Apex
পিড়ামিডের শীর্ষভাগ বস্তুত স্বগীয় অনুভব। সম্পূর্ন জানালা বিশিষ্ট এবং গ্লোরিয়াস সুযালোকে স্নান করছে। সাদা ঘুঘুর ছবি যা শান্তির প্রতীক পৃথিবীর সকল সরকার ও ধর্মের একত্রীকরণের ফল New World Order কে ইঙ্গিত করছে।
ছবি: The solar deity is shining upon the illuminated
পিরামিডের ভাগ the lower dark opera house, the middle conference room and the godly apex পিথাগোরাসের ওয়াল্ড ভিশনকে ইঙ্গিত করছে। Pythagoras পৃথিবীকে তিন ভাগে ভাগ করেছেন্। যাকে তিনি ১.the Supreme World,২. the Superior ৩.World, and the Inferior World বলেছেন। The highest, or Supreme World, was a subtle, interpenetrative spiritual essence pervading all things and therefore the true plane of the Supreme Deity itself, the Deity being in every sense omnipresent, omniactive, omnipotent, and omniscient. Both of the lower worlds existed within the nature of this supreme sphere
ছবি:
স্থপতি Sir Norman Foster এর মতে স্তম্ভটি লোককাহিনীর mythical tree of life and a magic bird of happiness কে বুঝায়। পাখিটির নাম হল Samruk যা poplar tree এর দুটি শাখার উপর ডিম পাড়ে। ডিম বা গোল্ডেন গ্লোব স্তম্ভটির উপরে- যা পুনরায় সুপ্রিম দেবী the Sun কে বুঝাচ্ছে। “tree of life” স্পিরিট এর বস্তু জগৎ ত্যাগ করে র্স্গী জগতে যাবার চ্যানেলকে ইঙ্গিত করছে।
ছবি: Inside the Golden Globe
এর সোনালী ত্রিভুজে নাজারবায়েভের হাতের প্রিন্ট রয়েছে। এটি কি জন্য? আমি জানি না।
ছবি: Bata Composition
গ্লোবটি পৃথিবীর ১৭ টি ধর্মের প্রতিনিধিদের মাধমৈ সাইন করা। হ্যা আবারো NWO এ সকল ধর্ম একত্রীকরণের কথা বলছি।
ছবি: Masonic Pillars Two pillars and one in between, further away. Is there a chance that this may be Masonic symbolism?
Yes, the twin golden pillars represent the two pillars of Masonry named Boaz and Jachin
ছবি: Presidential Palace
ছবি: Khan Shatyry Entertainment Center (The World’s Biggest Tent)
সোর্স: Click This Link
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:২৫
আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ সাইফুল১৩৪০৫। কিছু জানতে পেরেছেন এজন্য অনেক বেশী প্রীত হলাম
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো একটা বিষয়ে জানা হলো।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৯
আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ নাঈম জাহাঙ্গীর নয়ন
ভাল লাগা এবং সাথে থাকার জন্য
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৭
জোয়ান অব আর্ক বলেছেন: আস্তানাই বোধ হয় পৃথিবীর একমাত্র শহর, যার স্থানীয় সময় মান আমাদের (ঢাকা) অনুরূপ, মানে জিএমটি+৬।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০২
আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ জোয়ান আব আর্ক
জিনিয়াস কমেন্ট।
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩১
স_লামিসা বলেছেন: Astana ( new capital of Kazakhstan ) এক রকম বৈরী আবহাওয়া এর জন্য ও পরিচিত। যেখানে গরমের সময় গড় তাপমাত্রা +৩৫ ডিগ্রী সেলসিয়াস, আবার শীতের সময় -৩৫ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে ।
এই বিশেষ আবহাওয়া'র মাঝে একটু স্বস্তি মুলক পরিবেশ তৈরি করার লক্ষে, স্থপতি Lord Norman Foster , নিজের চিন্তা চেতনা আর নৈপুন্যতা - সমসাময়িক বিশ্বের কাছে প্রকাশ করতে সফলই বলা চলে।
The Khan Shatyr Entertainment Center এর নকশা'র অন্যতম উদ্দেশ ছিল , নাগরিক , সাংস্কৃতিক এবং সামাজিক কিছু সুযোগ সুবিধা একই আবরনের নিচে রাখা এবং পাশাপাশি স্বচ্ছন্দপূর্ণ আবহাওয়া নিশ্চিত করা । যে কারনে, স্থপতি নিজে এই সমগ্র পটভুমিকে আখ্যায়িত করেছেন , এভাবে -
" a climatic envelope -
'a world within' - that offers a comfortable microclimate all year round, whatever the weather. "
বলা বাহুল্য , তিনি বরাবরই বিশ্ব কে চমকপ্রদ করেছেন তার নৈপুণ্যতা আর সমসাময়িক স্থাপনার সাবলীল বহিঃপ্রকাশ এর মাধ্যমে।
এ বছর, তিনি এবং তার প্রতিষ্ঠান আরো একটি অসধারন আর্কিটেকচার এর সাথে বিশ্ব কে পরিচয় করিয়েছেন এবং তার যথাযথ যোগ্যতা'র ধারাবাহিকতা আরো মজবুত করেছেন বলে আমি মনে করি, যার কাজ সৌদিআরব এর মক্কা তে শুরু হতে যাচ্ছে।
নিচে উল্লেখিত লিঙ্কে , এর একটি ধারণা পেতে পারেন ,
https://www.dezeen.com/2017/01/31/jabal-omar-development-competition-foster-partners-cascading-towers-hotel-apartments-mecca-saudi-arabia-architecture-news/
লেখক ভাই কে অসংখ্য ধন্যবাদ এই তথ্যপূর্ণ পোস্টটির জন্য ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪০
আবু মুছা আল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ স_লামিসা।
বেশ কিছু তত্য দিয়ে সমৃদ্ধ করার জন্য
আমি নিজেও স্থপতি Lord Norman Foster এর নাম ছাড়া কিছু জানতাম না আপনার কাছে থেকে জানতে পেরে অনেক কৃতজ্ঞ।
৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৮
চাঁদগাজী বলেছেন:
অনেক টাকা খরচ করছে অকারণ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৫
আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই
অন্যরা টাকার অভাবে মরে আর তারা স্বপ্নের জন্য টাকা খরচ করে
৬| ০১ লা মার্চ, ২০১৭ রাত ৩:৩৫
আরণ্যক রাখাল বলেছেন: শহর তৈরী করে যদি শান্তি স্থাপিত হত, তবে তো হতোই।
তবে এটা একটা দেখার মত স্থান হবে। এ শতাব্দীর প্রথম স্থাপিত ক্যাপিটেল হিসেবেও ইতিহাসে নাম লেখাল। ব্যাপারটা খারাপ না।
০১ লা মার্চ, ২০১৭ ভোর ৬:২৮
আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ আরণ্যক রাখাল।
‘তবে এটা একটা দেখার মত স্থান হবে’ হ্যঁ অবশ্যই দেখার মত এবং এর কাজ এখনো শেষ হয়নি নতুন নতুন থিম এখনো নির্মান চলছে।
৭| ০১ লা মার্চ, ২০১৭ সকাল ১০:১৪
নতুন নকিব বলেছেন:
আজাদ ভাই,
অনেক প্রিয় একটি সমৃদ্ধ জনপদের প্রানবন্ত উপস্থাপনায় ধন্যবাদ। নিচের লিঙ্ক এর বইটি থেকেও নয়নাভিরাম কাজাখস্তানের মনোরম কিছু বর্ননা ইচ্ছে করলে জানতে পারেন।
https://www.pdf-archive.com/2014/10/13/lahore-theke-bukhara/
অনেক ধন্যবাদ।
০১ লা মার্চ, ২০১৭ সকাল ১১:০৭
আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ নতুন নকিব
কি বলব অনেক বেশীই প্রীত হলাম সাথে নতুন লিংক দিয়ে আরো তথ্য জানার সুযোগ করাতে আরো বেশী কৃতজ্ঞ
৮| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:২২
টারজান০০০০৭ বলেছেন: সব ফেরাউনই একসময় পিরামিড তৈরী করতে চায়, কেউ মমি হইয়া ভবিষ্যৎ প্রজন্মের জন্য গবেষণার সাবজেক্ট হয় , কেউবা মাটির সাথে মিশে যায়।
০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:৩০
আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ Tarzan00007
আমিও একমত। তবে বর্তমান সময়ের যারা তারা কিভাবে করতে চায় তা জানার চেষ্টায়.................
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:২০
সাইফুল১৩৪০৫ বলেছেন: অনেককিছুই জানা হল।