নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু মুছা আল আজাদ

বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র

আবু মুছা আল আজাদ › বিস্তারিত পোস্টঃ

দ্যা প্রটোকল অব এল্ডার অব জায়োন: জায়োনিস্ট রথচাইল্ড সংবিধান ( পর্ব ০6)

০৮ ই মে, ২০১৭ সকাল ৮:১৮

প্রটোকল- ০৩

উপধারা ১০. গইমরা (জায়োনিস্ট/আসকেনাজি ইহুদী বাদে তোরাহ ইহুদী সহ সকল মানুষ) আমাদের বিশেষজ্ঞ কতৃক কোন বিষয়ে নির্দেশনা ব্যাতিত নিজেরা চিন্তা করার অভ্যস হারিয়ে ফেলেছে। ফলে আমরা আসলে কী তা জানার আবশ্যক প্রয়োজনীয়তাটাও দেখে না। যখন আমাদের প্রকৃত রাজত্ব আসবে তখন জাতীয় স্কুলে সকল জ্ঞানের মুল ভিত্তি প্রকৃত সত্য সম্পর্কে শিক্ষা(লুসিফারীয় শিক্ষা) দেয়া হবে।এছাড়া মানব জীবনের স্ট্রাকচার, সামাজিক অস্তিত্ব সম্পর্কে শিক্ষা দেয়া হবে যার জন্য প্রয়োজন হবে শ্রম ভিভাজন এবং বিভিন্ন শেণীও শর্তে মানুষকে ভাগ করা। এটি সকলের জানা দরকার যে বিভিন্ন কর্মে বিভাজনের কারণে মানব জীবনে কখনো কোন EQUALITY থাকতে পারে না এবং কোন কর্মের
বিশেষ কর্মের জন্য সকল শ্রেনীকে দায়ী করা যায় না। সমাজের প্রকৃত স্ট্রাকচারেরর জ্ঞান আমাদের কাছেই গোপন থাকবে যা আমরা গইমদের কাছে স্বীকার করব না। শিক্ষা ব্যবস্থায় এ পদ্ধতি চালু করার এক পর্যায়ে গইমরা রাস্ট্রের কাছে স্বেচ্ছায়ইঅনুগত থাকবে এবং রাষ্ট্র যা করবে তা গ্রহন করবে।

JEWS(জায়োনিস্ট) WILL BE SAFE
উপধারা ১১. গইমদের প্রতি ঘৃনা আরো তীব্রতর করা হবে ECONOMIC CRISES এর মাধমে যা সকল প্রকার বিনিময় ব্যবস্বা বন্ধ ইন্ডাস্ট্রিকে অচল করে দিবে। আমার এসব বাস্তবায়ন করব সকল সুক্ষ গোপন পদ্ধতির মাধ্যমে যা আমাদের কাছে জানা এবং এটা বাস্তবায়ন করব স্বর্ণের সাহায্য যা প্রায় সর্ম্পর্নই আমাদের হাতে। UNIVERSAL ECONOMIC CRISES সকল শ্রমিক জনতা এবং একই সাথে সমগ্র ইউরোপের সকল দেশে। এই সকল জনতা ক্রাইসসের প্রভাবে তাদেরকে যারা সামজিক মুল্যবধের ফলে সাহায্য ও সহযোগীতা করত তাদের রক্ত ঝরানোর জন্য স্বেচ্ছায় ছুটে যাবে এবং তাদের সম্পদ লুট করবে (কিন্তু জায়োনিস্ট/অঅসকেনাজি ইহুদী/রথচাইল্ড নিরাপদ থাকবে)।


উপধারা ১২. তারা আমাদেরকে স্পর্শ করবে না কারণ আক্রমণের মহুর্ত বা সময় গুলোর আমাদের কাছে জানা থাকবে। ফলে আমাদের নিজেদেরকে রক্ষার জন্য পদক্ষেপ গ্রহন করা হবে।

উপধারা ১৩. আমারা সমাধান পেশ করব যে, গইমদের উন্নতি আসবেক যুক্তির স্বধীনতার মাধ্যমে। এভাবে বশৃঙ্খল াআমদের নিয়ন্ত্রনে আসবে।

উপধারা ১৪. যখন গইমরা দেখবে যে, স্বাধীনতার নামে তাদের সকল যুক্তকেই মেনে নেয়া হচ্ছে এবং তাদের মতামতকে প্রশ্রয় দেয়া হচ্ছে তাখন অন্ধ মানুষের ন্যায় তারা ক্ষমতা লাভের জন্য ছুটতে থাকবে কিন্তু এ ইচ্ছা তাদের জন্য stumbling blocks. হবে। ক্ষমতা কেড়ে নেয়ার পর তারা তা পরিচালনার জন্য গাইডের জন্য আমাদের কাছে ছুটবে এবং এমন বিশৃঙ্খলা ও অরাজকতা তৈরী হবে ফলে তারা পূর্বের অবস্থায়ও ফিরে যেতে পারবে না। ফলে তারা তাদের সকল কিছুই আমাদের পায়ে দিয়ে দিবে।
French Revolution এর কথা স্বরণ করুন যাকে আমরা গ্রেট নাম দিয়েছিলাম যা ছিল সর্ম্পর্নই আমাদের হাতের কাজ।। এর গোপন বাস্তবায়ন পরিকল্পনা আমাদের কাছে সু-পরিচিত।

উপধারা ১৫. এভাবে সেই সময় থেকেই আমরা গইমদেরকে বিভিন্ন বিকল্প দিয়ে যাচ্ছি ( এক সময় ব্যাক্তিগত ফ্রিডম, ইকুয়ালিটি, ডেমোক্রাসি, কমুনিজম, ডিক্টেটেড মনার্কিী, লিমিটেড সৈ্বরতন্ত্র) এবং তারা একটির পরে আরেকটি দিকে আকর্ষিত হচ্ছে সমাধানের জন্য। এভাবে আমাদের KING-DESPOT OF THE BLOOD OF ZION কে গ্রহণ করার পূর্ব পযন্ত চলতে থাকবে। এবং এজন্য আমার পৃথিবীকে সেই উদ্দেশ্যর দিকেই চালিত করছি।

উপধারা ১৬. বর্তমানে আমরা পৃথীবির অপরাজেয় আন্তর্জাতিক শক্তি যদি আমরা কোন দেশ/গোস্টি কর্তক আক্রান্ত হই তবে অন্য দেশ আামদের পক্ষে আক্রমন চালাবে। আমাাদের জন্যই গইমদের মধ্য যারা ক্ষতালোভী অসংখ্য বর্বরতা ঘটায় তারা দুর্বলের প্রদি নির্দয়।


উপ:ধারা ২০: আমাদের দেয়া "freedom" ম্বদটি মানব সম্প্রদায়ের মধ্য এমন অবস্থা বা সেন্স তৈরী করেছে যে তাতে তারা সকল প্রকার মানুষ বা সকল প্রকার শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত এমনকি গডের এবং প্রাকৃতিক/শ্বাসত laws of nature এর বিরুদ্ধেও । এ অবস্থার সুযোগেই অমারা যখন আামদের প্রৃত রাজ্য আসব তখন আমারা মানুষের জীবনের ডিকশনারী থেকে এই "freedom" শ্বব্দটি মুছে ফেলব কারণ এই নীতির বাস্তবায়ন মানুষকে রক্ত পিপাসু প্রানী/bloodthirsty beasts তে পরিণত করে।

ছলবে................


প্রথম পর্ব্: Click This Link
2য় পর্ব্: Click This Link
3য় পর্ব্: Click This Link
4য় পর্ব্: Click This Link
5: Click This Link

সোর্স; The Protocols of the Elders of Zion

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৭ রাত ৮:২২

রাতুল_শাহ বলেছেন: মাথা খারাপ করে দেওয়া সংবিধান।

০৮ ই মে, ২০১৭ রাত ১০:৩৫

আবু মুছা আল আজাদ বলেছেন: ছোট সময় থেকেই তবে বিশেষ করে ক্যাম্পাসে থাকাবস্থায় বারংবার বিভিন্ন প্রশ্নের সমাধান পেতাম না তন্মোধ্য কিছু অপ্রয়োজণীয়/গুরুত্বহীন/রুটহীন বই, দর্শন, সাহিত্য বিণ্নি ভাষা থেকে বাংলায় অনুবাদ হয় সবার মধ্য পড়ার সাড়া পড়ে যায় বাট কিছু বই যা আবশ্যক, বাস্ত ঘটনা নিয়ে, সমাজ নিয়ে, দ্বন্দ নিয়ে কেন সেসব বই অনুবাদ হয়না?

কি করার হয়তো এই পাগলা মাথা থেকেই শুরু করেছি তার কিছু অনুবাদ করার।

ধন্যবাদ রাতুল ভাই সব সময় সাথে থাকার জন্য।

২| ০৯ ই মে, ২০১৭ সকাল ১০:৩৫

সত্যের পক্ষ আসুন বলেছেন: কিছু বানান মনে হয় কম্পিউটার এর কারণে সমস্যা হয়েছে

০৯ ই মে, ২০১৭ দুপুর ১:৩৩

আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ ভাই পরামর্শ দেয়ার জন্য। ভিরিন্ডা ফন্টে লিখি কিছু যুক্তাক্ষরে সমস্যা হয়।

তবুও বানান এর ক্ষেত্রে সতর্ক হব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.