![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
TV24: পশ্চিমা নেতাদের কাছে gold dinar কি অগ্রহনযোগ্য হবে? কেন?
Peter Koenig: হ্যাঁ। gold dinar পশ্চিমা নেতাদের কাছে সম্পূরুপে অগ্রহনযোগ্য। এটি অামেরকিার ডলার হেজেমিন এবং ইউরোপ কর্তৃক অাফ্রিকাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সম্পূর্ন ধ্বংসাত্বক হতে পারে। ডলার হেজেমনি 400 বা 800 বছরের পূর্বের গণহত্যার মাধ্যমে তৈরী মিলিটারী কলোনাইজেশনের চেয়ে অনেক বেশী খারাপ। এবং তা এখন আরো সুক্ষভাবে পরিচালিত হচ্ছে।
2010 সালের আইভরি কোস্টের presidential elections এর প্রতি লক্ষ করুন। সাবেক আইএমএফ স্টাফ Alassane Ouattara মুলত ‘recommendation’ of the IMF এর মাধ্যমেই ক্ষমতায় আসে।এবং তিনি পশ্চিমা ব্যাংকার এলিটদের darling। এবং তার সরকার হল পশ্চিমা কর্পোরেশনগুলোর neocon government। এভাবে অধিকাংশ সরকারের ক্ষেত্রেই তারা হস্তক্ষেপ করেছে । যেখানে স্বাভাবিকভঅবে হয়নি সেখানে সামরিক আক্রমসনের মাধ্যমে পনিরবর্তন করছে।
ছবি: Alassane Ouattara
ফ্রান্সের কেন্দীয় ব্যাংক the Banque de France। এটি Central African Monetary Union’s এবং পশ্চিমাদের স্বার্থে কাজ করে থাকে। The West African Central Bank এর ৭০% ই নিয়ন্ত্রিত হয় the Banque de France এর মাধ্যমে। ফ্রান্সের the Banque de France ব্যাংক আফ্রিকায় তাদের সাবেক কলোনীগুলোর প্রায় সকল দেশেরই অর্থনীতির সম্পূর্ন নিয়ন্ত্রণ করে। এজন্য আশ্চর্য হবার কিছূ নেই যে Sarkozy এ হত্যাকারী। শুদূ সার্কোজিই নয় murderer and war criminal হিলারীও আছেন এই হত্যাকারীর তালিকায়। হিলারীই NATO কে ব্যবহার করে লিবিয়ার ন্যায় সুন্দর দেশটিকে ধ্বংস ও হাজার হাজার লিবিয়ানবক হত্যা এবং স্বল্প সংখ্যক বিদ্রহী তৈরী করে বিভেদ তৈরীর কাজ করেছে। হিলারীর কুখ্যাত উক্তি ‘We came we saw he died’ আমরা লিবিয়ায় আসলাম এবং গাদ্দাফিকে মৃত্যু দেখলাম"। হ্যাঁ তিনি এই কথা বলেছেন নির্লজ্জ, কৌতুক ও হাস্যকরভাবে (‘shamelessly, jokingly, laughing’)
Russia TV24: কোন দেশটি লিবিয়ার পনর্গঠন করতে আগ্রহী এবং কেন? লিবিয়ার অর্থনীতি পুনরুদ্ধারে তা কেমন কাজে আসবে?
PK: হ্যা এমন যদি কেহ করে তবে তা লিবিয়ানদের মধ্য থেকৈই হতে হবে কারণ তারা এখন বিশৃঙ্খলা, ব্যাপক দুর্নিতি, মাফিয়া-অর্থনীতি এবং সন্ত্রাসী নেতৃত্বর মধ্য অবস্থান করছে। স্বাভাবিকতায় ফেরার জন্য তাদেরই বেশী আগ্রহ অাছে। উত্তর অঅফ্রিকার প্রতিবেশী দেশগুলোও পুনর্গঠন ও শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজ করতে পারে। কারণ তারাও একজন গুরুত্বপূর্ন ব্যবসায়িক পাটর্চনারকে হারিয়েছে।
শুধু প্রতিবেশী দেশই নয় বরং বাকি আফ্রিকান দেশগুলোও গাদ্দাফির মৃত্যুর পর ধারাবাহিক কলোনাইজেশনে ভুগছে তারাও লিবিয়ার পুনর্গঠনে কাজ করতে পারবে। এর বাইরে আছে ইউরোপ কিন্তু তারা লিবিয়াকে পুনর্গঠন করবে এই কথা বলার সাহস করবে না কারণ লিবিয়া এখন ওয়াশিংটনের ভুখন্ড। ওয়াশিংটন নিজেই চায় লিবিয়ার ধারাবাহিক বিশৃঙ্খলা। ওয়াশিংটনের এ নীতির কারণে লিবিয়া এখন
(আইএসএস ও সুইসাইড বোম্বার) বিভিন্নরকম সন্ত্রাসীদের রিক্রুটেমেন্টর ভয়ানক আবাসস্থল হয়েছে। CIA এবং তাদের সহযোগীদের দ্বারা পরিচালিত কিমিনাল কাযক্রমের মাধ্যমে লিবিয়াতে এখন সন্তাসবাদ সমৃদ্ধি লাভ করছে। কিন্তু বাকি বিশ্ব তা দেখে না বা লক্ষ করে না। গাদ্দাফির এটাই অপরাধ যে সে দেশের ও আফিকারজন্য ভাল কিছূ করছিলেন ও করতে যাচ্ছিলেন। ফলে তিনি মানি লর্ড ও লোভী পশ্চিমা শক্তি কতৃক উৎখাত হয়েছেন।
Russia TV24: এক দশক আগেও লিবিয়া অর্থনৈতিক দিক দিয়ে ছিল very successful। এ বিষয়টিকে আপনি কি মনে করেন?
PK: সামাজিক ও অর্থনৈতিকভাবে লিবিয়া ছিল একটি সফল দেশ বলতে গেলে আফ্রিকার সবচেয়ে সফল দেশ। তেল বিক্রির অর্থ তার স্বদেশী লিবিয়ানদের সাথে শেয়ার করায় তা সসমৃদ্ধির পথে পৌছায়। লিবিয়াতে প্রথম শ্রেনীর social safety net, আকর্ষনীয় transportation infrastructure, ফ্রি মেডিকেল সার্ভিস এবং সর্বাধুনিক প্রযুক্তিসহ আধুনিক হাসপাতাল, সবার জন্য ফ্রি শিক্ষাসহ বিদেশে শিক্ষা লাভের জন্য স্কলারশীপ সুবিধা ছিল লিবিয়ায়।
প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির নেতৃত্বে লিবিয়া তার সকল প্রতিবেশী দেশের সাথে আফ্রিকান সংহতির ভিত্তিতে বন্ধুত্বপূর্ন রাষ্ট্র গঠন করেছিল। ‘brother nation’বা ভ্রাতৃ রাষ্ট্র কোন প্রকার সমস্যা হলেই সাহায়্য করার জন্য সদা প্রস্তুত ছিল। গাদ্দাফি কিছূটা দক্ষিন আমেরিকার Hugo Chavez এর ন্যায়। তার ছিল বিশাল হৃদয়ও কারিশমা যা ছিল সর্ম্পর্ন লিবিয়ান মানুষের কল্যানে কিন্তু তা পশ্চিমাদের স্বার্থের জন্য ছিল না। হ্যাঁ তবুও তাকে পশ্চিাম কর্তক ষ্বের শাসক বলা হয়।
মুয়াম্মার গাদ্দাফিকে অভিযুক্ত করেছিল ওয়াশিংটন ১৯৮৮ সালের লকারবি বিমান হামলার জন্য যাতে ২৪০ এরও বেশী লোক নিহত হয়। একই সাথে সেই অভিযোগে শরিক হয় মেরুদন্ডহীন ইউরোপের পাপিটরাও। অথচ এর সাথে গাদ্দাফির কোন সম্পর্ক প্রমাণিত হয়নি বা কোন শক্তিশালী প্রমানও নেই। তথাপি তা গাদ্দাফির বিরুদ্ধে অবেরাধের জন্য কাজে লেগেছে। একটি তৈল ও খনিজ সমৃদ্ধ দেশের রাষ্ট্র প্রধানের কি স্বার্থ থাকতে পারে একিট বিমান হামলা করে কিছু মানুষকে হত্যাি করে?
TV24: ২০১১ সালের তুলনায় একন লিবিয়ার তেল উৎপাদন ৫০% বেড়ে গেছে। এটা কি ভাল কিছূ ইঙ্গিত করছে?
PK: উৎপাদন বাড়ছে এটি ভার খবর বাট এই উৎপাদন থেকে কে লাভবান হবে? এটা নিশ্চিত যে লিবিয়ানরা নয়। বরং আন্তর্জাতিক কর্পোরেশনগুলো বা আমেরিকা এবং ফ্রান্সের oil giants. কোম্পানিগুলো।
Russia TV24 লিবিয়ার উপর থেকে সকল প্রকার নিষেধাজ্ঞা ও বিদেশী বিনিয়োগের উপর সকল বাধা সরিয়ে দেয়া হয়েছে। এর ফলে কি দেশটি দ্রুত পুনর্গঠিত হবে?
PK: অবরোধ উঠে গেলেও সেখানে ওয়াশিংটনের কী স্বার্থ অাছে সেটাই আগে দেখতে হবে। কারণ ওয়াশিংটন ও সিআইএ এর ক্রাইমের নিরাপদ ভুমি এবং প্রক্সী যুদ্ধ চালানোর জন্য বিভিন্ন সন্ত্রাসী উৎপাদন ও বিশৃঙ্খল যায়গায় অন্যকেহ বিনিয়োগ করতে আসবে না।
১ম পর্ব: Click This Link
সোর্স: Click This Link
২৪ শে মে, ২০১৭ সকাল ৭:১৬
আবু মুছা আল আজাদ বলেছেন: মানুষকে প্রয়োজনীয় স্বাধীনতা দেয়নি" এ ব্যাপারে আমি একমত
তার শত ভালর মধ্য একটাই সম্যস্যা । কিন্তু আমার মতে তাকে অপসারণের তো আরো অসনক পথ ছিল কিন্তু রেডিক্যঅল ওয়েতে কেন? যা শৃধু তার নয় বরং পুরা পৃতিবীাই এর জন্য সাফারার
২| ২৪ শে মে, ২০১৭ সকাল ৯:২০
সৌমিক আহমেদ খান বলেছেন: স্পুন হয়নি ইউএসের তাই মেরে ফেলসে। গাদ্দাফি নিজে কম শয়তান ছিলনা
২৪ শে মে, ২০১৭ সকাল ১০:৪৭
আবু মুছা আল আজাদ বলেছেন: গাদ্দাফিরও ব্যাক্তিগত সমস্যা ছিল বাট আসল সমস্যা সে আমেরিকার কথা শুনতনা। আবার অন্য পথে গোল্ড দিনারের কথা+ আফ্রিকার নিজস্ব পদ্ধতির ভাবছিলেন।
৩| ২৪ শে মে, ২০১৭ সকাল ৯:২৫
লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: গাদ্দাফি উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। সৌদি বাদশাদের হটিয়ে খলিফা হবার স্বপ্ন দেখতেন। লিবিয়া আক্রমণের জন্য আমেরিকাকে বাদশাহ আব্দুল্লাহ চাপ দিয়েছিলেন।
২৪ শে মে, ২০১৭ সকাল ১০:৪৯
আবু মুছা আল আজাদ বলেছেন: ”গাদ্দাফি উচ্চাকাঙ্ক্ষ” একমত
আসল সমস্যা সে আমেরিকার কথা শুনতনা। আবার অন্য পথে গোল্ড দিনারের কথা+ আফ্রিকার নিজস্ব পদ্ধতির ভাবছিলেন।
অথচ সৌদি আরব বিশ্বে ডলার ও আমেরিকান এলিটদের ১ম নাম্বার সমর্থক।
৪| ২৪ শে মে, ২০১৭ সকাল ৯:৩২
খরতাপ বলেছেন: সরানোর অনেক পথ থাকলেই মুসলিম দেশে র্যাডিক্যাল ওয়েতেই নেতাদেরকে অপসারণ করা হয়। ইজ্জতের মায়ায় অন্য নেতারা তাহলে টু শব্দটিও করবেনা। তাছাড়া মুসলিম নিধন এবং নারীদের বেইজ্জত করে পশ্চিমা সেনারা অন্যরকম এক জ্বিহাদী আনন্দ উপভোগ করে। আলোচনা বা নেগোসিয়েশনের রাস্তায় গেলে সে সুযোগ থেকে বঞ্চিত করা হয়। তাদের হাতে অস্ত্র আছে, আর মুসলিমদের কেবল ইজ্জত আছে। এই সুযোগ কেউই হাতছাড়া করতে রাজী নয়।
২৪ শে মে, ২০১৭ সকাল ১১:৩৫
আবু মুছা আল আজাদ বলেছেন: পশ্চিমা সেনারা অন্যরকম এক জ্বিহাদী আনন্দ উপভোগ করে। আলোচনা বা নেগোসিয়েশনের রাস্তায় গেলে সে সুযোগ থেকে বঞ্চিত করা হয়। তাদের হাতে অস্ত্র আছে, আর মুসলিমদের কেবল ইজ্জত আছে। এই সুযোগ কেউই হাতছাড়া করতে রাজী নয়।"
অনেক ভাবনামুলক কথা । অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন সকল আপদের মধ্যও।
৫| ২৪ শে মে, ২০১৭ সকাল ১০:১৩
আততায়ী আলতাইয়ার বলেছেন: তা শয়তান গাদ্দাফীকে সরিয়ে লিবিয়াবাসির কোন চুলের ডেভলাপ হয়েছে কেউ কি বলতে পারবেন
২৪ শে মে, ২০১৭ সকাল ১১:৩৯
আবু মুছা আল আজাদ বলেছেন: কেউই পারবেনা। বাট যদি কেউ বলেও তবুও সেটা তাদের মিডিয়ার কল্যানেই। যেই মিডিয়াকে তারা তাদের হাতের স্বর্ণ বলে
৬| ২৪ শে মে, ২০১৭ সকাল ১০:৫০
ধ্রুবক আলো বলেছেন: গাদ্দাফিকে সরিয়ে কোন বিন্দু পরিমান লাভ হয়নি, উল্টো বিপদ হয়েছে, আন্তর্জাতিক মিডিয়া অনেক কথাই বলবে যাকে বলা হয় চোখে ধুলো দেয়া। গাদ্দাফি যতদিন ছিলেন লিবিয়া সুখেই ছিলো, এখন তো জনগণ হাহুতাশ করতেছে।
এটাও ঠিক ভালো কিছু ভুল ছিলো গাদ্দাফির তবুও আগেই ভালো ছিলো, এখন তো অভিভাবক শূন্য।
২৪ শে মে, ২০১৭ সকাল ১১:৪৮
আবু মুছা আল আজাদ বলেছেন: আপনার অনুসন্ধানী ও মুল্যায়িত মন্তব্যর সাথে আমিও একমত। ভাল থাকবেন।
কি দু:খ কোন দেশেরেএক নেতা তার দেশে কোন ভুল করল আর অন্যরা এসে মানুষেন কল্যানের কথা বলে সকলকে ধংস করল। আবার আমরা অনেকেই তা সমর্থ
ন করলাম।
৭| ২৪ শে মে, ২০১৭ দুপুর ১:৫৭
নতুন নকিব বলেছেন:
//ধ্রুবক আলো বলেছেন: গাদ্দাফিকে সরিয়ে কোন বিন্দু পরিমান লাভ হয়নি, উল্টো বিপদ হয়েছে, আন্তর্জাতিক মিডিয়া অনেক কথাই বলবে যাকে বলা হয় চোখে ধুলো দেয়া। গাদ্দাফি যতদিন ছিলেন লিবিয়া সুখেই ছিলো, এখন তো জনগণ হাহুতাশ করতেছে।
এটাও ঠিক ভালো কিছু ভুল ছিলো গাদ্দাফির তবুও আগেই ভালো ছিলো, এখন তো অভিভাবক শূন্য।//
-ধ্রুবক আলো ভাইয়ের সাথে সহমত।
সেই সাথে পশ্চিমা হামলাকারী খুনী শয়তানদের অন্যায় হস্তক্ষেপের কারনে লিবিয় জনগনের জান মালের যে অপূরনীয় ক্ষতি হয়েছে, তার প্রতিবিধান স্বরুপ পশ্চিমা শয়তান মোড়লদের কানে ধরিয়ে উঠবসসহ কঠিন শিক্ষা দেয়ার প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভূত হচ্ছে।
ধন্যবাদ সুন্দর পোস্টে।
২৪ শে মে, ২০১৭ দুপুর ২:১৩
আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ নতুন নকিব ভাই।
কিন্তু শিক্ষা দেয়াতো আমাদের পক্ষে প্রায় আসম্ভব।
বড় শিক্ষা দেয়া যাবে যদি বিশ্ববাসী সবাই রথচাইল্ড/রকফেলার,খাজারিয়ান, জোয়োনিস্টদের ষড়যন্ত্রের জাল সম্পর্কে জানতে পেরে তা থেকে শুধু দূরে থাকারর চেষ্টা করে। সত্য উপলদ্ধিই তাদের মুক্তি দিবে
৮| ৩০ শে মে, ২০১৭ সকাল ৮:০১
চাঁদগাজী বলেছেন:
সিআইএ ও পেন্টাগণে অনেক নীচু দক্ষতার লোকজন ঢুকে গেছে।
৩০ শে মে, ২০১৭ সকাল ১১:২০
আবু মুছা আল আজাদ বলেছেন: " নীচু দক্ষতার লোকজন ঢুকে গেছে"
এরাই আমেরি কাসহ অনেকের জন্য দু:খের কারণ
৯| ৩০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: শুধুমাত্র লোভের কারণেই পৃথিবীতে এত অশান্তি । চাওয়ার শেষ নাই কারোর।
৩০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৭
আবু মুছা আল আজাদ বলেছেন: ’শুধুমাত্র লোভের কারণেই পৃথিবীতে এত অশান্তি’ এটাই ঘটছে কোন প্রকার দু:খ ও অনুশোচনায়ই কাজ হচ্ছে না।
তবে লোভি বা চাওয়া এটা আমার আপনার মত সাধারণ মানুষের জন্য নয় বরং রথচাইল্ড, রকফেলার, ডুপন্ট, মরগানসহ মাত্র ১৩ (ওকালল্ট/খাজার/জায়োনিস্টা তোরাহ ইহুদি/ব্যাবিলনীয়) নয় পরিবারের এর হাতে। এরা শুধু অর্থ নয় বরং মানুষের জীবনের যত দিক বিভাগ আছে সকল ক্ষেত্রে নিয়ন্ত্রন করতে চায়।
১০| ৩০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: দেখেন ওদের কিছুরই অভাব নাই। তাও, অর্থ, ক্ষমতা, নিয়ন্ত্রণ এই তিনটার পিছনে বংশপরম্পরায় ছুটতেই আছে। একটা জিনিস খেয়াল করছেন? এত কিছু থাকার পরেও ওরা অভাবীর মত এগুলার পিছে লেগেই আছে? ওদের আত্মা নষ্ট হয়ে গেছে। স্পিরিচুয়াল কনটেন্টমেন্ট নাই । আগাগোড়া ভোগবাদী আর বস্তুবাদী দিয়ে পরিপূর্ণ এদের দেহ।
৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:৫২
আবু মুছা আল আজাদ বলেছেন: "ওদের আত্মা নষ্ট হয়ে গেছে। স্পিরিচুয়াল কনটেন্টমেন্ট নাই । আগাগোড়া ভোগবাদী আর বস্তুবাদী দিয়ে পরিপূর্ণ এদের দেহ"
আত্বা নষ্ট বাস্তবে তাই। কিন্তু তাদের দৃষ্টি ভঙ্গি আমাদের মত নয়। তাদের দৃষ্টি ভঙ্গি হল পুরো পৃথিবীর সকল কিছূর একমাত্র অধিকার তাদের আর বাকী যারা মানুষ দেখা যায় এরা মানুষ নয় এরা মানব আকারের পশু(হিউম্যান ক্যাটল)। তাদের গড লুসিফার/ষ্যাটান/আযাযিল/মলুস তাদের সেবা করার জন্য মানব অকারে আমাদের সুষ্টি করেছেন।............ ফলে তারা সবই করছে..............
দেখুন ব্যাবিলনীয় তালমুদ।
এছাড়া খাজারিয়ান মাফিয়া নামে আমার লেখা কয়েকটি পর্বে এই গ্রুপের তথ্য পাবেন------------
অবিশ্বাস্যকর অপরাধী খাজারিয়ানদের গোপন ইতিহাস :
1ম পর্ব: Click This Link
2য় পর্ব: Click This Link
3য় পর্ব: Click This Link
4 পর্ব: Click This Link
৫ পর্ব: Click This Link
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০১৭ ভোর ৬:৫২
চাঁদগাজী বলেছেন:
গাদাফির মুল আয় ছিলো তেল থেকে; সে অর্থনীতিকে অ্ন্যদিকে প্রসারিত করেনি; মানুষকে প্রয়োজনীয় স্বাধীনতা দেয়নি, দিয়েছিল অর্থনৈতিক স্বচ্চলতা তেলের পয়সায়; এতে মানষ ও তার মাঝে সম্পর্কের উন্নতি হয়নি, ন্যাটো সেই সযোগ নিয়েছে।