![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আদিম সময় থেকেই মানুষের জীবনে ধারনের জন্য সবচেয়ে বেশী ও আবশ্যকীয় উপাদান হল পানি। প্রকৃতি তার অকৃত্রিম ভান্ডার থেকে অপরিমেয় পানীয় জল পৃথিবী ব্যাপী মানুষের ব্যবহারের জন্য উম্মুক্ত করে দিয়েছে। কিন্তু পৃথীবীর মানবসম্প্রদায়ের প্যারাসাইট বা পরজীবী কতিপয় ট্রিলিয়নেয়ার ব্যাংকারা এই উৎসের উপর একক নিয়ন্ত্রন প্রতিষ্টার জন্য পানি সরবরাহ ব্যবস্থা, পিউরিফইং ও রিজার্ভেশন ব্যবস্থাসহ ওয়াটার প্যাটেন্ট তৈরী করে তা নিয়ন্ত্রণের পথ খুজছে।
ওয়াল স্ট্রিটের মাল্টি বিলিয়নেয়ার জোট যারা কিনা পৃথিবীর সকল প্রকার দুর্যোগ ও বিশ্বযুদ্ধেও সার্ভাইভ ও বিকাশ করে সেসকল ব্যাংকগুলো নজিরবিহীনভাবে পৃথিবীর জল ক্রয় করে নিচ্ছে। সর্বাধিক পরিচিত ব্যাংকগুলোর মধ্য রয়েছে Goldman Sachs, JP Morgan Chase, Citigroup, UBS, Deutsche Bank, Credit Suisse, Macquarie Bank, Barclays Bank, the Blackstone Group, Allianz, and HSBC Bank। অর্থনীতি, রাজনীতি, প্রযুক্তিসহ প্রয় সকল ক্ষেত্রে একচ্ছত্র নিয়ন্ত্রন প্রতিষ্টার পর এখন জলের উপর নিয়ন্ত্রন প্রতিষ্টার জন্য তারা ক্ষিপ্র গতিতে অগ্রসর হচ্ছ। এছাড়া এ গ্রুপের সাথে রয়েছে কতিপয় প্রভাবশালী ও মাল্টি বিলিয়নেয়ার পরিবার। এদের মধ্য রয়েছে George H.W. Bush and his family, Hong Kong’s Li Ka-shing, Philippines’ Manuel V. Pangilinan । এসকল ব্যাংক ও পরিবার water engineering and technology companies এর শেয়ার ক্রয় করে নিচ্ছে।
বাট এক্ষেত্রে আরেকটি বড় সমস্যা হচ্ছে বিভিন্ন দেশের সরকার কর্তক নাগরিকেদরকে পানীয় জলের উপর self-sufficient হবার ক্ষেত্রে নিয়ন্ত্রন আরোপ করছে।
Goldman Sachs: Water Is Still the Next Petroleum:
২০০৮ সালে গোল্ডম্যান সাসেস জলকে “the petroleum for the next century” বলে ষোষনা করে। গোল্ডম্যান সাসেস এর েঘাষনা অনুসারে শুধুমাত্র আমেরকিাতেই 425 বিলিয়ন ডলারের পানীয় জলের ব্যবসা রয়েছে এবং খাদ্য ও জ্বালনিী সংকটেরে চেয়ে পানীয় জলের সমস্যাই ২১ শতকে মানবতার জন্য সবচেয়ে মারাত্বক হুমকির করণ হবে।
চলবে.............
সোর্স: ১. Click This Link
২. Click This Link
২৭ শে জুলাই, ২০১৭ সকাল ১০:২৭
আবু মুছা আল আজাদ বলেছেন: কষ্ট হলেও পানি কিনে খাচ্ছে বাট এখনো তারা কোন সিন্ডিকেটের খপ্পরে পড়েনি এখন যেটা হতে যাচ্ছে তা হবে খুব ভয়াবহ............
২| ২৭ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৫৯
আখেনাটেন বলেছেন: ভবিষ্যতের যুদ্ধ-টুদ্ধ এই পানি দ্বারাও অনেকটা প্রভাবিত হবে।
২৯ শে জুলাই, ২০১৭ ভোর ৫:৪৬
আবু মুছা আল আজাদ বলেছেন: পানির উপর ওয়াল স্ট্রিট ট্রিলিয়নেয়ার এবং ক্যাটাস্টোপ সার্ভাইভারদের এত নিয়ন্ত্রন করার আগ্রহ দেখে মনে হচ্ছে ভবিষ্যতের যুদ্ধ-টুদ্ধ এই পানি দ্বারাও অনেকটা প্রভাবিত হবে।
৩| ২৭ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০৮
টারজান০০০০৭ বলেছেন: হ্যা, পানি একটা বড় পরীক্ষা হবে মুসলমানদের জন্য ! বেশিরভাগ মুসলমান দেশেরই পানির নিজস্ব উৎস নাই ! সুতরাং , মুসলমানদের বিরুদ্ধে ইহা একটি বড় অস্ত্র হবে ! মাওলানা আসেম ওমরের একটা বই ছিল বোধহয় পানি নিয়ে ভবিষ্যৎ যুদ্ধের !
২৯ শে জুলাই, ২০১৭ ভোর ৬:০৯
আবু মুছা আল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ টারজান০০০০৭।
আসেম ওমরের ২টি বই ডাউনলোড করে নিলাম েপরে ভাল করে পড়ব।
৪| ২৯ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৩২
ক্লে ডল বলেছেন: ভয়াবহ অবস্থা হবে!!
২৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৯
আবু মুছা আল আজাদ বলেছেন: বাস্তবে তাই ঘটতে যাচ্ছে।
আমাকেও বিষয়গুলো ভাবিয়ে তুলছে।
৫| ০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৩
রাতুল_শাহ বলেছেন: বিশুদ্ধ পানির সংকট ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে।
ম্যাড ম্যাক্স সিনেমার মত অবস্থা হব
০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০৮
আবু মুছা আল আজাদ বলেছেন: ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে দু:খ নয় বরং দু:খ এটা যে তারা সব করছে বাট তারাই সেখান থেকে সারভাইভ করার সকল প্রিপারেশন নিচ্ছে। আর আমরা (ওকাল্ট, খাজার, রথচাইল্ড জায়োনিস্ট ছাড়া) এসব শুনেও কোন কিছূ করছি না । শুধূই অ-গুরুত্বপূনূ ইস্যু নিয়েং মহা দ্বান্দে আছি।
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৭ সকাল ৯:২৮
চাঁদগাজী বলেছেন:
পলুশানের কারণে, বাংলাদেশের মানুষ পানি কিনে খাচ্ছে