![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Goldman Sachs: Water Is Still the Next Petroleum:###২০০৬ সাল থেকে Goldman Sachs সমগ্র পৃথিবীর ওয়াটার ইন্জিনিয়ারিং কোম্পানি এবং ওয়াটার রিসোর্সেস নিজের আয়ত্বে নেয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। ২০১২ সালে যুক্তরাজ্যের পানি ফিল্টারিং ও সরবরাহকারী প্রতিষ্টান Veolia এর উপর দৃষ্টি পড়ে Goldman Sachs এর। Veolia ইংল্যান্ডের উত্তর-পূর্ব এলাকার ৩৫ লক্ষ মানুষের পানি সরবরাহ করে। ২০১২ সালের জুলাই মাসে Goldman Sachs ১.২ বিলিয়ন পাউন্ড (প্রায় ১৫৪ বিলিয়ন টাকা) দিয়ে ক্রয় করে নেয় Veolia । এর পূর্বে ২০০৩ সালে ওয়াটার ট্রিমেন্ট ও প্রসেসিং কোম্পানি ফ্রান্সের Ondeo Nalco Suez S.A (যা পৃথিবীর ১৩০টি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করে এবং ১০ হাজারেরও বেশী কর্মচারী) ক্রয় করার জন্য Blackstone Group and Apollo Management এর সাথে পার্টনারশিপ গ্রহন করে এবং ৪.২ বিলিয়ন ডলারে ক্রয় করে নেয়।
Citigroup: The Water Market Will Soon Eclipse Oil, Agriculture, and Precious Metals###সিটি গ্রুপ ওয়াটার বিজসনস ও ওয়াটার রিসোর্স এর উপর নিয়ন্ত্রন আরোপ করার জন্য ২০০৭ সাল থেকে কাজ করছে। এজন্য ৩বিলিয়ন ডলারের ফান্ড গ্রঠন করেছে ব্যাংকটি। সিটি গ্রুপ HSBC Bank এর সাথে পার্টনারশিপের মাধ্যমে ২০০৭ সালেই যুক্তরাজ্যের খেদদা বা Yorkshire Water কোম্পানি ক্রয় করে নেয়। সিটি গ্রুপ ইন্ডিয়ার বিশাল মার্কেট দখল করার জন্য Blackstone Groupসহ ইন্ডিয়ার 2টি ফাইন্যান প্রতিষ্ঠানের সঙ্গে পার্টনারশিপে ব্যবসা শুরু করেছে। 2007 সালে ফেব্রুয়ারীতেই 5 বিলিয়িন ইউএস ডলারের ফান্ড গঠন করে। 16 ফেবুয়ারী 2007 সালে The Financial Express এর ঘোষনানুসারে পরবর্তি 5 বছরের পানি সরবরাহ ব্যবস্থার জন্য জন্য ইন্ডিয়াতে 320 বিলিয়ন ডলারের অবকাঠামো নির্মান প্রয়োজন।
JPMorgan Chase:
জেপি মরগানের নিজস্ব বিশ্লেষন অনুসারে আগামী দশকে ওয়াটার ট্রিটমেন্ট ও সরবরাহ ব্যবস্থার জন্য অবকাঠামো নির্মানে 21.7 ট্রিলিয়ন ডলারের ও বেশী মার্কেটের সম্ভাবনা রয়েছে। JPMorgan Chase পৃথিবীর বৃহত্তম ব্যাংগুলোর মধ্য অনতম একটি ব্যাংক। 2007 সালে এটি Swiss-based UBS and Australia’s Challenger Infrastructure সাথে পার্টনারশিপে যুক্তরাজ্যের Southern Water ক্রয় করে নেয়। ওয়ঙাল স্ট্রিট ব্যাংকিং সম্রাজ্য নিয়ন্ত্রিত হয় Rockefeller family এর মাধ্যমে। এ পরিবারের প্রতিষ্ঠাতা ডেভিড রকফেলার Bilderberg Group, Council on Foreign Relations, and Trilateral Commission এর প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা। 2007 সালে ইন্ডিয়ার মার্কেট দখল করার জন্য JPMorgan 2 বিলিয়ন ডলারের ফান্ড গঠন করে। এছাড়াও যেসকল ব্যাংক এই সেক্টরে ব্যভসা করার জন্য ফান্ড গঠন করেছে সেগুলো হল:
Allianz RCM Global EcoTrends Fund
Allianz RCM Global Water Fund
UBS Water Strategy Certificate—it has a managed basket of 25 international stocks
Summit Water Equity Fund
Maxxwater Global Water Fund
Claymore S&P Global Water ETF (CGW)
Barclays Global Investors’ iShares S&P Global Water
Barclays and PDL’s Protected Water Fund based on Barclays World Water Strategy
Invesco’s PowerShares Water Resources Portfolio ETF (PHO)
Invesco’s PowerShares Global Water (PIO)
Pictet Asset Management’s Pictet Water Fund and Pictet Water Opportunities Fund
Canadian Imperial Bank of Commerce’s Water Growth Deposit Notes
Criterion Investments Limited’s Criterion Water Infrastructure Fund
বিস্তারিত পড়তে …১। Click This Link
২।
Click This Link
২৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৭
আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ অামি চির-দুরন্ত সাথে থাকার জন্য
২| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:২২
টারজান০০০০৭ বলেছেন: হুম ! পানির নিয়ন্ত্রণ তাহারা আগেই নিয়া নিতেছে। মুসলমানদের জন্য নতুন দুর্ভোগ আসিতেছে !
৩০ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৩২
আবু মুছা আল আজাদ বলেছেন: ধন্যবাদ টারজান০০০০৭ ভাই।
নিজেও বুঝতে পারি না যে তাদের সকল ক্ষেত্রে িএত নিয়ন্ত্রন নিয়ে কি হবে?
তাদের ( রকফেলার রথচা্ন্যইল্ড, মরগান) কিছু নয় কৃষি ব্যবসায়ী প্রতিষ্টান মনসান্টো, কারগিল, সিনজেন্টা যদি কোন বছর ১ মাসের জন্য তাদের জিএমও সিড, হার্বিসাইড,পেস্টিসাইড বন্ধ করে দেয় তাহলেই পৃথিবীতে মহামারি বা ন্যাচারাল চেক শুরু হয়ে যাবে। কারণ এর বিকল্প বীজ সংরক্ষন আমরা/বিশ্ববাসী নয় তাদেরই ডুমসডে সিড ভল্টে আছে।
এছাড়া গুরুত্বপূর্ন সকল কিছুই তাদের একান্ত নয়িন্ত্রণে এখন আবার পানির নিয়ন্ত্রন নেয়ার কাজে ব্যস্ত।
৩| ০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:৫২
রাতুল_শাহ বলেছেন: পানি আর খাদ্য নিয়ন্ত্রণ করতে পারলে, মানুষ তাদের হাতের মুঠোয় চলে আসবে।
০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০২
আবু মুছা আল আজাদ বলেছেন: ছোট বয়সে আমার এক চাচার কিতাব পাঠে শুনেছি শেষ সময়ে/দাজ্জালের এমন ক্ষমতা থাকবে যে তারা প্রয়োজনে দুর্ভিক্ষ বা মহামারিও ঘটাতে পারবে। ঘটনা প্রবাহ সে দিকে যাচ্ছে কি না ভেবে দেখা দরকার।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৩৩
আমি চির-দুরন্ত বলেছেন:
