নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মনের মানুষ, মনের আনন্দে কথা বলা , গান শুনতে ভালো লাগা । দেশের কথা ভেবে দিন পার করা । হলো আমার নেশা ,আমি একটা নেশা খোর , দেশের কথা ভেবে বিভর ।

আজাদ মোল্লা

মুক্ত মনের মানুষ

আজাদ মোল্লা › বিস্তারিত পোস্টঃ

একটু একটু করে আমরা বাঙালী কি ভারতীয় হয়ে যাচ্ছি ?

২৭ শে জুন, ২০১৬ বিকাল ৫:৪৫


ভারত থেকে আমদানীকৃত বাহারী রঙের প্রলেপের নিচে নিম্নমানের টিন ব্যবহার করে তৈরী করা রেল বগি নিয়ে ইতোপূর্বেই অনেক পত্রিকায় রিপোর্ট হয়েছে।
একটি খবরের কাগজের লিংক দেয়া হলো ।আর সেই বিতর্কিত বগিতেই পাওয়া গেল আপত্তিকর হিন্দী আগ্রাসন। প্রত্যেক বগিতে হিন্দী ভাষায় নির্দেশনা দেখা গেছে। লাগানো হয়েছে ইন্ডিয়ার রেলওয়ের মনোগ্রাম।

প্রশ্ন হচ্ছে:-
☞বাংলাদেশের জন্য রেলবগি ক্রয়ের জন্য চুক্তির ভিত্তিতেই তো সরকার আমদানির নির্দেশ দিয়েছিল। তবে কেন বাংলার পাশাপাশি ইংরেজী ব্যবহার না করে হিন্দীর পাশাপাশি ইংরেজী ব্যবহার করা হয়েছে? প্রস্তুতকারী প্রতিষ্ঠান কি জানতো না যে, বগিগুলো বাংলাদেশের জন্য তৈরী??

☞বাংলাদেশ রেলওয়ের বগিতে কেনইবা ভারতের রেলের মনোগ্রাম? ভারত কি এগুলো ফ্রিতে সরবরাহ করেছে?

যদি তাই না হয় তবে বুঝেই নিতে হবে ভারত সব দিক থেকে পরিকল্পিত আগ্রাসন চালিয়ে যাচ্ছে উদ্দেশ্যমূলকভাবেই। আর যদি তাই হয় তবে ১৯৭১ সালে জামায়াত নেতৃবৃন্দ ভারতের দখলদারিত্বের যে আশংকা করেছিলেন তাই সত্য হতে চলেছে। আর এ দখলদারিত্ব নির্বিঘ্ন করতেই ভারতের ইশারায় এদেশের এক করে হত্যা করেছে ভারতের আগ্র্রাসন বিরোধী দেশপ্রেমিক নেতৃবৃন্দকে।

এ অবস্থা থেকে মুক্তি পেতে মাওলানা ভাসানীর মত একজন নেতা চাই। যিনি বজ্রকন্ঠে ঘোষণা করবেন - “দিল্লির গোলামী করার জন্য পিণ্ডির বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম করি নাই।”



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২০

ব্লগার শিশির ইসলাম বলেছেন: দিল্লির গোলামী করার জন্য পিণ্ডির বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম করি নাই।

২| ২৭ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

মোশারফ তানভীর বলেছেন: এখন সুশীলরা ঘুমের ট্যাবলেট খেয়ে অচেতন হয়ে থাকবে কিছুদিনের জন্য। ধীরে ধীরে আমরা ইন্ডিয়ান হতে যাচ্ছি এই খুশিতে সবাই এখন চুপ।

৩| ২৭ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রধানমন্ত্রী তো দুই বাংলা এক হওয়ার স্বপ্ন দেখেন কিন্তু এখন তো দেখি ভারতের অংশই হতে চাচ্ছেন...

৪| ২৭ শে জুন, ২০১৬ রাত ১০:০৮

রায়হানুল এফ রাজ বলেছেন: বাংলা লেখা কই???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.