নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মনের মানুষ, মনের আনন্দে কথা বলা , গান শুনতে ভালো লাগা । দেশের কথা ভেবে দিন পার করা । হলো আমার নেশা ,আমি একটা নেশা খোর , দেশের কথা ভেবে বিভর ।

আজাদ মোল্লা

মুক্ত মনের মানুষ

আজাদ মোল্লা › বিস্তারিত পোস্টঃ

ইসলাম, ধর্মীয় অনুভূতি ও নৈতিকতা পরবর্তী প্রজন্মে কিংবা তার পরের প্রজন্মে কোথায় গিয়ে দাঁড়াবে এটা চরম উদ্বেগের বিষয়।

২২ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১৫

















ইসলামে মানুষের মৃত্যুতে, জানাযায়, দাফনে এবং কবর যিয়ারতে উৎসাহ রয়েছে একটি কারণে, যাতে মানুষ এসব দেখে মৃত্যুর কথা স্মরণ করে আখেরাতের কথা ভাবে এবং মৃত্যুর ভয়াবহতা ভেবে সতর্ক হতে পারে। কিন্তু বর্তমান প্রজন্ম কোনদিকে যাচ্ছে?...

মৃত বাবা/দাদার সাথে হাসিমুখে সেলফি
কবরে দাড়িয়ে কবরের পাশে দাড়িয়ে সেলফি
জানাযায় দাড়িয়ে সেলফি

আবার এই প্রজন্মই নায়ক নায়িকার সাথে সেলফি তোলে, গান গায়, গিটার বাজায়, নাচে আবার হঠাৎ করে জঙ্গি হয়ে যায়। বিশেষ পোশাকে চাপাতি কিংবা একে ২২ রাইফেল নিয়ে মানুষের উপর পৈশাচিক হত্যাযজ্ঞ চালায়। এই প্রজন্মই ঐশীর অনুসারী, যে নিজের বাবা মাকে হত্যা করে।

মূলত ঐশীর বাবা-মা হত্যা আর গুলশান হত্যার প্রেক্ষাপট আলাদা হলেও, পদ্ধতি একই এবং হত্যাকারীরাও একই ঘরানার।

ইসলাম, ধর্মীয় অনুভূতি ও নৈতিকতা পরবর্তী প্রজন্মে কিংবা তার পরের প্রজন্মে কোথায় গিয়ে দাঁড়াবে এটা চরম উদ্বেগের বিষয়।

এজন্য একটাই সমাধান: শিশুদের পারিবারিক নৈতিকতার শিক্ষা ও ইসলামের মৌলিক শিক্ষা নিশ্চিত করা। এর কোনো বিকল্প পথ নেই।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৪৪

আহা রুবন বলেছেন: মাথায় কিছু আসছে না। এও কি সম্ভব!

২| ২২ শে আগস্ট, ২০১৬ রাত ১:৩০

নতুন বলেছেন: ইসলাম, ধর্মীয় অনুভূতি ও নৈতিকতা পরবর্তী প্রজন্মে কিংবা তার পরের প্রজন্মে কোথায় গিয়ে দাঁড়াবে এটা চরম উদ্বেগের বিষয়।

অন্য কোন ধমের মানুষের ভেতরে তো এই সমস্যা দেখা যাচ্ছে না।

৩| ২২ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৬

সোহানী বলেছেন: আশ্চর্য্য তো কোথায় গিয়ে আমাদের প্রজন্ম পৈাছেছে, ছি: আমাদের!!! আমরা কি দিনে দিনে অসভ্য ইতর প্রজাতী হয়ে যাচ্ছি ??? সহমত +++

৪| ২২ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৫৯

এম এ মুক্তাদির বলেছেন: "অন্য কোন ধমের মানুষের ভেতরে তো এই সমস্যা দেখা যাচ্ছে না। "
তার মানে কি?
এখন তাহলে অন্য ধর্মের দিকে ঝুকতে হবে?

৫| ২২ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

নতুন বলেছেন: তার মানে সমস্যা ধমের কম বেশির মাঝে না... সমস্যা অন্য খানে..

আমাদের দেশে এখন ভন্ডামী বেশি... মুরুব্বিরা মুখে ভালো কথা বলে কিন্তু করে ভন্ডামী...সেটা পুলাপাইন দেখে তাই মুরুব্বিদের কথা মানে না।

পরিবার থেকে মানবিকতা, নৈতিকতা শেখানো হচ্ছে না।

এটা সেই সবের ফল... :)

বিদেশিদের ধম` নাই...কিন্তু তারা মানবিকতা শেখায়...তাই তাদের বাচ্চারা এমন কম করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.