নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদম্য

বাঁধার দেয়াল ভেঙ্গে মোরা এগোবোই

এজাজ৫৭

মুক্তমন

এজাজ৫৭ › বিস্তারিত পোস্টঃ

বর্ধিত বাংলাদেশঃ নতুন সম্ভাবনা

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৮

বাংলাদেশের আয়তন ধীরে ধীরে বাড়ছে। সমুদ্রের বুকে জেগে উঠছে নতুন বাংলাদেশ। পটুয়াখালীতে ‘চর তুফানিয়া’ নামে নতুন একটি দ্বীপের সন্ধান পাওয়া গেছে। চট্টগ্রাম, নোয়াখালী, বরিশাল ও সুন্দরবন রেঞ্জ সহ দেশের দক্ষিণাঞ্চলে সাগর বক্ষে জেগে উঠেছে নতুন নতুন ভূখণ্ড।



পটুয়াখালীর কুয়াকাটা থেকে ৩০ কিমি দক্ষিণপূর্বে বঙ্গোপসাগরে জেগে উঠছে একটি নতুন দ্বীপ। নাম তার ‘চর তুফানিয়া’। এখনও সেখানে জন বসতি গড়ে উঠেনি। তাই জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হয় নি। এতে আছে সবুজের সমারুহ এবং বৃক্ষ রাজির তলায় অগণিত লাল কাঁকড়ার ঝাঁক। সাগরের বিশাল বিশাল ঢেউ দ্বীপের উপর আছড়ে পড়ে। এর আয়তন এক হাজার একর এবং প্রায় ৫০০ একর ভুমিতে রয়েছে বনাঞ্চল। দ্বীপের দক্ষিণে আছে এক কিমি সমুদ্র সৈকত।



বাংলাদেশের দক্ষিণ প্রান্তে থাকা চট্টগ্রাম, নোয়াখালী ও ভোলা জেলার বিস্তীর্ণ এলাকায় জেগে উঠছে অসংখ্য নতুন চর। স্বন্দীপ উপজেলায় জেগে উঠা ভুমির পরিমাণ এর বর্তমান আয়তনের প্রায় দিগুণ। ৫৭ বর্গমাইল স্বন্দীপের আশেপাশে জেগে উঠা ভুমির পরিমাণ প্রায় ১০০ বর্গমাইল হবে।

নিঝুম দ্বীপের পাশে এখন নতুন করে জেগেছে ‘চর কবিরা, চর কালাম, চর আলীম, সাগরিয়া, উচাখালি, নিউ ডালচর’।



পশ্চিম সুন্দরবনের ‘মান্দারবাড়িয়া’ অভয়ারণ্যের কয়েক মাইল দক্ষিনে জেগেছে বিশাল চর। পটুয়াখালী, ভোলা ও বরগুণার মোহনায়ও দেখা মিলছে নতুন নতুন ভূখণ্ডের। মিরসরাইয়ের মুহুরি প্রোজেক্ট সংলগ্ন এলাকাতেও প্রায় ১৫ হাজার হেক্টর নতুন ভুমি জেগেছে।



দেশের আয়তনের তথ্যটিকে নতুন করে লেখার সময় চলে এসেছে এবং তা অত্যন্ত আনন্দের। সরকার নতুন ভূখণ্ডের সদ্ব্যবহার করুক এটাই সকলের কাম্য।

তথ্য সুত্রঃ প্রথম আলো, কারেন্ট অ্যাফেয়ার্স।









মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.