নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদম্য

বাঁধার দেয়াল ভেঙ্গে মোরা এগোবোই

এজাজ৫৭

মুক্তমন

এজাজ৫৭ › বিস্তারিত পোস্টঃ

আন্তর্জাতিকঃ সাইবারস্পেসে নতুন স্নায়ু যুদ্ধ; ইউএস-চীন সম্পর্ক প্রশ্নের সম্মুখীন

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২০

ওয়াশিংটন--ওবামা প্রশাসন গত সপ্তাহে তার দেশের ইন্টারনেট সরবরাহকারীদের হ্যাকিং বিষয়ক দীর্ঘ গোপনীয় তালিকা প্রস্তুত করেছেন। তালিকাটিতে তারাই অন্তর্ভুক্ত, যাদের কম্পিউটার এড্রেস আমেরিকার কর্পোরেট প্রতিষ্ঠান থেকে অসংখ্য তথ্য চুরির সাথে জড়িত। কিন্তু এই ব্যাপারটি একটি নির্মম সত্যের মুখোমুখি করেছে যে,চীনা হ্যাকারদেরও অনুরুপ তালিকা তৈরি করা হবে কিনা। প্রসঙত চীনা সেনাবাহিনীর সাইবার কমান্ডের অধীন সাংহাইয়ের হ্যাকারদের সদরদপ্তরে আমেরিকার প্রতিটি ডিজিটাল এড্রেসের খোঁজ রয়েছে।



ওবামা প্রশানের জন্য অপরীক্ষিত চীনা নেতৃত্বের সাথে হ্যাকিং নিয়ে সরাসরি আলোচনা করাটা অত্যন্ত সেনসিটিভ। কারণ চীন হ্যাকিংয়ের ব্যাপারটি সব সময়ই অস্বীকার করে আসছে।



পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দুটি দেশের মধ্যকার শীতল সাইবার যুদ্ধ অনেক ক্ষেত্রেই পূর্বের স্নায়ু যুদ্ধের চেয়ে অনেক বেশী জটিল ও মর্মান্তিক হবে। চীনা হ্যকারদের কাছে আমেরিকার বিখ্যাত সব প্রতিষ্ঠানের তথ্য রয়েছে বলে আমেরিকা অভিযোগ করে আসছে। চীন বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

তথ্য সুত্রঃ The New York Times



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮

ইয়ার শরীফ বলেছেন: এ নিয়া আসলেই ব্যাপক অবস্থা, আগামি দিনে যুদ্ধ হবে সাইবার এ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.