নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদম্য

বাঁধার দেয়াল ভেঙ্গে মোরা এগোবোই

এজাজ৫৭

মুক্তমন

এজাজ৫৭ › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন নিয়ে শুরু হল বাংলাদেশের শ্রীলংকা শফর

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭

বাংলাদেশের সামনে এখন শ্রীলংকা সফর। যেকোন সময়ের চেয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থা ভালো। আর শ্রীলংকার ক্ষেত্রে ঠিক উল্টো। তাদের বোলিংয়ের ধার অনেকটাই ভোঁতা হয়ে গেছে। তাই এবারের শ্রীলংকা সফর নিয়ে কিছুটা আশা করাই যায়। বিপিএল মাতানো বাংলার দামাল ছেলেরা ফর্মের তুঙ্গে আছে। তাদের ব্যাট থেকে রানের ফুলকি ঝরুক এটাই ক্রিকেট প্রেমীদের আশা।



জাতীয় দলে প্রথম বারের মত ডাক পেলেন মার্শাল আইউব। ঘরোয়া ক্রিকেট মাতানো এই ব্যাটসম্যান অনেক দিন ধরেই দলে আসি আসি করছিলেন। চতুর্দশ জাতীয় ক্রিকেট লিগে ১১ ম্যাচে ৬০৪ রান করেছেন। সদ্য সমাপ্ত হওয়া বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল-বড় দৈর্ঘ্য) ৪ ম্যাচে ৪৬৫ রান করে হয়েছেন টুর্নামেন্ট সেরা। এছাড়াও অনুর্ধ্ব-১৩, ১৫, ১৭, ১৯, হাই পরফরম্যান্স দল, জাতীয় ক্রিকেট একাডেমি দলে চমৎকার খেলেছেন মার্শাল। এই মিডল অর্ডার ব্যাটসম্যান আমাদের দলে নাসিরকে চমৎকার সঙ্গ দিবেন এটাই সকলের চাওয়া।



নখ দন্তহীন শ্রীলঙ্কার বোলিং এটাক দেখে মনে হচ্ছে টেস্টে বাংলাদেশ ফাইট দিতে পারবে। আরও স্বস্তির খবর হচ্ছে মাহেলা জয়বর্ধনে ও সাঙ্গাকারাকে পাচ্ছে না শ্রীলঙ্কা। মুরালিধরন ও ভাস পরবর্তী যুগে এটাই বাংলাদেশের প্রথম শ্রীলংকা সফর। এর আগে ৮ টি টেস্ট খেলেছে বাংলাদেশ, যার ৭ টিতে ইনিংস পরাজয় ও একটিতে ২৮৮ রানের বিশাল পরাজয় বরন করতে হয়েছে। এবার আশা করা যায় বাংলাদেশ কিছু একটা করবে। কারণ দলে কিছু প্রতভাবান তরুণ ক্রিকেটার সুযোগ পেয়েছেন। এরা যেকোন ম্যাচ ঘুরিয়ে দেয়ার যোগ্যতা রাখেন। বিজয়, মমিনুল, মার্শালকে নিয়ে শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ নতুন ইতিহাস সৃষ্টি করুক এটাই আমাদের চাওয়া।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

টুটুল২০০৮ বলেছেন: ধন্যবাদ । আপনার মতো আমিও আশা করি ভালো কিছু হবে।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯

বিজয় বেষ্ট বলেছেন: আমিও আশায় রইলাম। !:#P !:#P !:#P !:
#P !:#P

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৮

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: সুন্দর লেখার জন্য ধন্যবাদ। :)
+++++++++++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.