![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোপা ডেল রের সেমিফাইনালে শক্তিশালী বার্সেলোনাকে হারিয়ে দিল রিয়াল মাদ্রিদ। ম্যাচটির মীমাংসা হয়েছে ৩-১ গোলে। ম্যাচের নায়ক ক্রিশ্চিয়ান রোনালদো। ন্যু ক্যাম্পে বার্সাকে একাই হারিয়ে দিয়েছেন এই পর্তুগিজ।
গত বছরের এপ্রিলের পর এই প্রথম চির প্রতিদ্বন্দ্বীকে হারাল রিয়াল মাদ্রিদ। মাঠে মেসিকে খুঁজে পাওয়া না গেলেও রোনালদো ছিলেন ফর্মে। ১৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন এবং ৬৮ মিনিটে বার্সার কফিনে শেষ পেরেকটি মারেন। রিয়ালের ২য় গোলটি করেন রাফায়েল ভারানে ৫৭ মিনিটে। বার্সার সান্ত্বনার গোলটি করেন ডিফেন্ডার জরডি এলবা। মুখোমুখি লড়াইয়ে ৪-২ এগিয়ে থাকায় রিয়াল পৌঁছে গেল ফাইনালে।
চ্যাম্পিয়ন্স লিগে বার্সার পাসিং ফুটবল আটকে দিয়ে সফলতা পায় এসি মিলান। তাদের দেখানো পথেই রিয়াল বার্সাকে উড়িয়ে দিয়েছে। ২০০৮ সালে বারনাব্যু তে ৪-১ গোলে হারার পর গত রাতের ফলাফলটাই বার্সার সবচেয়ে বড় পরাজয়। ''আমরা চমৎকার খেলেছি'' বলেন রিয়াল তারকা রোনালদো। তিনি আরও বলেনঃ ''খেলাটিকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছি, ভালো খেলেছি এবং ৩ গোল দিতে পেরেছি। এটা সত্যই কঠিন যে আপনি বার্সার মাঠে গিয়ে তাকে ৩-১ গোলে হারিয়ে দিবেন''।
মরিনহোর জন্য এই জয়টি প্রতিশোধের। ২০১০ সালে রিয়াল-বার্সার প্রথম ম্যাচে রিয়াল ৫-০ গোলে হেরেছিল। সেই হারের জ্বালা গত রাতে কিছুটা হলেও ভুলতে পারবেন স্পেশাল ওয়ান।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯
এজাজ৫৭ বলেছেন: তাদের জন্য আমারও কষ্ট হয়।
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৮
নিজাম বলেছেন: দুর্ভাগ্য বার্সার। অভিনন্দন রিয়াল মাদ্রিদ।
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৩
পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন ম্যাচ মনে হয়
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১০
এজাজ৫৭ বলেছেন: ধ্রুপদী ম্যাচ যাকে বলে সেটা হয়েছে।
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৫
আনমনা 007 বলেছেন: এগিয়ে যাও রিয়াল মাদ্রিদ সবাইকে পিছনে ফেলে
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১০
এজাজ৫৭ বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২২
আমিনুর রহমান বলেছেন: ভাইজান কেন এই খবরটা পোষ্ট করলেন
বার্সার সমর্থকদের কান্না দেইখ্যা আমার বুকটা ফাইডা যাইতে আচে :'(