নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদম্য

বাঁধার দেয়াল ভেঙ্গে মোরা এগোবোই

এজাজ৫৭

মুক্তমন

এজাজ৫৭ › বিস্তারিত পোস্টঃ

আন্তর্জাতিকঃ বিশ্ব গণমাধ্যমে দেল্লা রাজাকারের ফাঁসির দণ্ডাদেশের খবর

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৪

বিবিসির শিরোনামঃ

‘দেলোয়ার হোসেন সাইদির ফাঁসির আদেশ’

খবরে বলা হয়ঃ

‘১৯৭১ সালে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হয়েছেন দেলোয়ার হোসেন সাইদি এবং তাকে ফাঁসির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। জামায়াতে ইসলামির নেতার বিরুদ্ধে হত্যা, নির্যাতন ও ধর্ষণের অভিযোগ আনা হয়েছিল। ’



রয়টার্সের শিরোনাম ছিলঃ

‘বাংলাদেশের ইসলামি নেতার ফাঁসির প্রতিবাদে ১৫ জনের প্রানহানি’

রয়টার্সের খবরে বলা হয়েছেঃ

‘বাংলাদেশের অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামি নেতাকে দোষী সাব্যস্ত করেছে এবং তাকে ফাঁসির আদেশ দিয়েছেন অপরাধ ট্রাইব্যুনাল ’।

‘দেলোয়ার হোসেন সাইদি(৭৩), জামায়াতে ইসলামির ভাইস প্রেসিডেন্টকে পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতার সময়ে হত্যা, ধর্ষণ, লুঠ, ডাকাতি এবং সংখ্যা লঘু হিন্দুদের ধর্মান্তরিত করার অভিযোগ প্রমানিত হয়েছে বলে জানান অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী ও কর্মকর্তারা’



এপির শিরোনামঃ

‘বাংলাদেশে ইসলামি দলের নেতাকে ফাঁসির আদেশ’



খবরে বলা হয়ঃ

‘বাংলাদেশের বিশেষ অপরাধ ট্রাইব্যুনাল গত বৃহস্পতি বার ইসলামি রাজনৈতিক নেতাকে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে সঙ্ঘটিত অপরাধে ফাঁসির আদেশ দিয়েছে। রায় পরবর্তী সহিংসতায় ১২ জনের প্রানহানি হয়েছে’।

‘জামায়াতে ইসলামির একজন শীর্ষ স্থানীয় নেতা দেলোয়ার হোসেন সাইদিকে ২০ মামলার ৮ টিতে দোষী সাব্যস্ত করা হয়েছে যার মধ্যে রয়েছে গন হত্যা, ধর্ষণ, ডাকাতি। প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী বলেন, পাকিস্তানের সাথে যুদ্ধের সময়কার ৯ মাসে সাইদি এ অপরাধ গুলো করেছেন’।



বাংলাদেশের ৪২ বছরের গ্লানি মোচনে শুধু মাত্র আমাদের দেশের গন মাধ্যম গুলোই কাজ করছে না বরং সারা বিশ্বের বাঘা বাঘা মিডিয়া আমাদের পাশে আছে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৯

যত্নহীন রবি বলেছেন: খবর যার যার নৈতিকতা নিজের । গার্ডিয়ান,টাইম অপ ইন্ডিয়া,আল জাজিরা বহির্বিশ্বের বিভিন্ন পত্রিকা সাঈদী রায় নিয়ে যখন নৈতিকতা বিবর্জিত সাঈদীপন্থী খবর প্রকাশ করছে সেখানেই আবার বিভিন্ন দেশের মানুষরাই বাংলাদেশকে সাধুবাদ জানাচ্ছে ।
ভারত ,পাকিস্হান,নেপাল,আফগান,সিঙ্গাপুর,নাইজেরিয়া সহ বিভিন্ন দেশের নাগরিকদের মন্তব্যে কিছুটা হলেও গর্ববোধ হচ্ছে একজন বাঙালী হিসাবে,একজন বাংলাদেশী হিসাবে । নিচের কয়েকটি মন্তব্য পড়ুন আর বলতে থাকুন "আমিই সেই বাংলাদেশী"

>"Mumbai police and the Govt to be sent to Dhaka for training: (1) how to take administrative decisions (2) how to accomplish crowd control and confront violence and hooliganism." (indian)

>"With such action against fanatic, one day bangladesh will become encourage good inflow of foreign investment. The judiciary system too good. If pakistan does in same way, I think the country can improve" (Nigerian)

>"INDEED BANGLADESHI MINDSET IS TOTALLY DIFFERENT THAN FAVIST PAKIS, BANGLADESHIS ARE MORE LIBREAL IN THOUGHT & ACTION.THEY ARE PROGRESSIVE . I WISH ALL BANGLADESHI GOOD FUTURE ,& PAKISTAN IS GOING TO DOGS IN SHORT SPAN OF TIME.INDIRA GANDHI HAS SAVED BANGLADESH FROM PAKISTANI KATUYEE. JAI BANGLA.: (Nepali)

লালসবুজের জয়গান হোক পৃথিবীর আকাশে বাতাশে ।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৩

এজাজ৫৭ বলেছেন: অ্যাপনার মন্তব্য গুলো পড়ে গর্বিত হচ্ছি। এ মন্তব্য গুলো যাতে সবাই জানতে পারে সেজন্য এগুলো ব্লগে প্রকাশের অনুরধ জানাচ্ছি।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

ব্লগার রানা বলেছেন: যত্নহীন রবি @ অনেক সুন্দর মন্তব্য

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪

বাদল দিনের গান বলেছেন: সাইদি আবার ইসলামের নেতা কেমনে অইল? এই গুলা কি বিভ্রান্তি না? সবাই তোঁ এখন ভুল বুঝবে!

৫| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১২:১৬

কিউ জামান বলেছেন: মাওলানা আল্লামা বাদল দিনের গান হলো ইসলামের নেতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.