নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদম্য

বাঁধার দেয়াল ভেঙ্গে মোরা এগোবোই

এজাজ৫৭

মুক্তমন

এজাজ৫৭ › বিস্তারিত পোস্টঃ

আর্সেনালের বিবৃতিঃ ক্লাব বিক্রির কোন ইচ্ছা নেই ক্লাবের মালিক ক্রোয়েঙ্কার

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৪

রয়টার্স.....আর্সেনাল ক্লাবের মালিক স্ট্যান ক্রোয়েঙ্কার ক্লাবের সিংহভাগ মালিকানা বিক্রি করে দিচ্ছেন বলে যে গুজব উঠেছে সে কথা অস্বীকার করেছেন ক্লাবের একজন মুখপাত্র। গত রবিবারের এক রিপোর্টে বলা হয়েছিল ১.৫ বিলিয়ন পাউন্ডের বিনিময়ে মধ্যপ্রাচ্যের একটি কনসরটিয়াম ক্লাবটিকে কিনে নেয়ার পরিকল্পনা করেছে।



সানডে টেলিগ্রাফ গত রবিবার সংবাদ করেছিল যে, কাতার ও আরব আমিরাতের একটি কনসরটিয়াম আর্সেনালের মালিক আমেরিকার ধনকুবের ক্রোয়েঙ্কার সাথে মিলিত হওয়ার জন্য সময় চেয়েছেন। উল্লেখ্য যে ক্রোয়েঙ্কা উত্তর লন্ডনের জনপ্রিয় ক্লাবটির দুই তৃতীয়াংশ শেয়ারের মালিক।



আর্সেনালের যোগাযোগ বিভাগের পরিচালক মার্ক গনেল্লা রয়টার্সকে বলেন, ‘আর্সেনালের সাথে দীর্ঘ মেয়াদী চুক্তিতে ক্রোয়েঙ্কা প্রতিশ্রুতিবদ্ধ এবং ক্লাবটিকে অন্য মালিকের হাতে তুলে দেয়ার কোন ইচ্ছাই তার নেই।’ তিনি আরও বলেন, ‘ কোন বিনিয়োগ কারী এখনও পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করেনি’



অনেক আর্সেনাল ভক্ত ক্রোয়েঙ্কার ডাক নাম দিয়েছেন নীরব ক্রোয়েঙ্কা এবং তার ক্লাব পরিচালনা পদ্ধতিও তাদের কাছে প্রশ্ন বিদ্ধ। জনাব ক্রোয়েঙ্কা সফলতার চেয়ে ব্যাবসায়িক লাভ ভালো বুঝেন বলে তাদের ধারণা।



.২০০৫ সালের পর আর্সেনাল কোন ট্রফি জিতে নি এবং এবারও তারা ট্রফিশুন্য থাকবে বলেই মনে হচ্ছে। ক্লাব সফল না হলেও আর্সেনাল সমর্থকদেরকে ৬০০০০ ধারন ক্ষমতা সম্পন্ন এমিরেটস স্টেডিয়ামে উচ্চ মুল্যে টিকেট কিনে খেলা দেখতে হচ্ছে। দলের সেরা খেলোয়াড়দের চির প্রতিদ্বন্দ্বী ক্লাবে বিক্রি করে দেওয়াটাও সমর্থকদের ক্ষুব্ধ করেছে।



সাম্প্রতিক মৌসুমে আব্রামভিচের চেলসি এবং আরব শেখের ম্যান সিটি দেদার টাঁকা ঢালছে এবং তারা সাফল্যে আর্সেনালকে অনেক আগেই টপকে গেছে।



খবরটি এমন দিনেই এসেছে যখন আর্সেনাল চ্যাম্পিয়নস লিগে স্থান পাওয়ার জন্য কঠিন ম্যাচে টটেনহামের সাথে লড়াই করবে। উল্লেখ্য প্রিমিয়ার লিগে টটেনহামের অবস্থান চতুর্থ এবং আর্সেনাল আছে পাঁচে। তাই আজকে আর্সেনালকে জিততেই হবে। নতুবা চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা হারাবে কোটি কোটি সমর্থকের প্রিয় ক্লাব আর্সেনাল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.