| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফুটবল যুদ্ধ:
খেলা নিয়ে যে যুদ্ধ হতে পারে এটা আমার কল্পনাতেও ছিল না। 1969 সালে এল সালভাদর এবং হন্ডুরাসের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে 100 ঘন্টার যুদ্ধ হয়। 1970 বিশ্বকাপে উত্তর আমেরিকার বিশ্বকাপের বাছাই পর্বের খেলা চলছিল এল সালভাদর এবং হন্ডুরাসের মধ্যে। খেলা পরবর্তী দাঙ্গাকে কেন্দ্র করে এল সালভাদরের সেনাবাহিন হন্ডুরাস আক্রমন করে বসে। মাত্র 100 ঘন্টার এই যুদ্ধে হন্ডুরাসের 2100 মানুষ এবং এল সালভাদরের 900 মানুষ মারা যায়। যাইহোক অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটসের মধ্যস্হতায় যুদ্ধ থামে। এটিই বিশ্ব ইতিহাসে একমাত্র ফুটবল যুদ্ধ।
আজ রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার আকাঙ্খিত এল ক্লাসিকো। আশা করি আজকের খেলাটি শুধু খেলাতেই সীমাবদ্ধ থাকবে.....
©somewhere in net ltd.