![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[ চলুন আজ দেখা যাক মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো।
মুসলমানদের সেই গোল্ডেন এইজ আজ আমাদের মনে করিয়ে দেয়,এই মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো।
বই টি লিখেছেন হিন্দুস্তানের বিশিষ্ট আলেমে দ্বীন শায়খুল হিন্দ মাওলানা আবুল হাসান আল নদভী।
এতে আজ থেকে ১৪০০ বছর পূর্বে এই পৃথিবীর অবস্হা কেমন ছিল।রোম শাসক কায়সার আর পারস্যের শাসক কিসরার শাসনের সে আইয়্যামে জাহিলিয়াত বা অন্ধকারের যুগ সহ বৌদ্ব মতবাদ ও তার বিকৃতি,মধ্য এশিয়ার বিভিন্ন জাতি গোষ্ঠী, ভারতবর্ষের ধর্মীয় সামাজিক ও নৈতিক দৃষ্টিকোন থেকে পর্যালোচনা করা হয়েছে।তাদের শ্রেণীভেদ প্রথা ,হতভাগ্য শুদ্র, ও নারীর অবস্হা ও মর্যাদা।রয়েছে ইরানের কৃষক কূল ও তাদের শাসকদের আচরন।এটা পড়ে আপনি ইতিহাসের অনেক কিছুই জানতে পারবেন।
আপনি আরও জানতে পারবেন এই মুসলমানদের কেন পতন হল।
আর মুসলমানদের সেই অতীতের শাসনামল।
চলুন দেখা যাক সেই শুরু থেকে আজ।
এটি এক বই। যা বাজারে পাওয়া যায়।ই-বুক হিসেবে ও আপনি পড়তে পারবেন।যদি আপনার কম্পিউটারে এক্রোবিট রিডার থাকে ।
বা ডাউনলোড ও করে রাখতে পারবেন।
Click This Link target='_blank' >মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো।২য় খন্ড।
আরও অনেক ইসলামিক ই-বুক পাবেন এখানে
http://www.banglakitab.com/kitab.htm
১৪ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:১৮
ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
২| ১৪ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:১৫
ভালো-মানুষ বলেছেন: এই মুসলমানদের কেন পতন হল?
১৪ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:২২
ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন: সংক্ষেপে...........ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারনে।
৩| ১৪ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:২৫
ভালো-মানুষ বলেছেন:
আমদের দেশে তো দিন দিন মসজিদ আর মাদ্রাসা বেড়েই চলেছে। বছর বছর ইসলামী শিক্ষায় শিক্ষিতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। আমাদের ইসলামী নেতারা রাজনীতিও করছেন। তারপরও আমারা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি - উপায় কি?
১৪ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৪৪
ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন: মসজিদ আর মাদ্রাসা বা ইসলামী রাজনিতী বাড়লেই কি হয় । যাতে পরিপূর্ন ইসলাম অনুসরন করা হয়না।
আর ইসলামিক রাজনীতি তাতো তারা নিজেরাই হাস্যকর বানিয়ে রেখেছে।
যাতে তাদের নিজেদের সম্মান ও ইসলামের সম্মান দুটোই কমে যাচ্ছে।
৪| ১৪ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৪৬
ভালো-মানুষ বলেছেন:
তাহলে উপায়?
১৪ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৫৫
ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন: আমাদের আল্লাহ ,তার রাসূল ও সাহাবাদের অনুসরন করে মুমিন হতে হবে।অর্জন করতে হবে জ্ঞান ও বিজ্ঞান।
এবং আমাদের হতে হবে মানুষের জন্য কল্যানকর।
৫| ১৪ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৫৭
সরোদ বলেছেন: ভালো একটা লিঙ্ক দেয়ার জন্য ধন্যবাদ।
৬| ১৪ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:২৪
ত্রিভুজ বলেছেন:
বইটা আগে পড়েছি.. ব্যাক্তিগত সংগ্রহেও আছে। চমৎকার একটা বই.. সন্দেহ নেই।
৭| ১৪ ই মার্চ, ২০০৮ রাত ৮:৪৮
মোহাম্মদ বলেছেন: ধন্যবাদ।
৮| ১৪ ই মার্চ, ২০০৮ রাত ৯:২৭
সরোদ বলেছেন: http://www.islamhouse.com/s/9739
এখানেও অনেক বই পাওয়া যাবে বিভিন্ন ভাষায়।
৯| ১৫ ই মার্চ, ২০০৮ রাত ১২:১৮
কোবরেজ বলেছেন:
ত্রিভুজ ভাইয়া দেখি খুব আপডেট।
তা আপনার কাছে আর কি কি ইসলামী বই আছে?
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:১৪
হুমমম... বলেছেন: ধন্যবাদ।