![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাকিস্তান ,আজ থেকে ৬০ বছর আগে মুসলমানদের জন্য একটি আলাদা আবাসভূমি প্রতিষ্ঠার জন্য গঠিত হল।যদিও এই পাকিস্তান প্রতিষ্ঠার জন্য বেশি কাজ করেছিলেন বাঙালিরা।যাই হোক যে মুসলমানিত্বের ধোঁয়া তুলে এই পাকিস্তান গঠিত হল তা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠ। জুফিকার আলি বাঙালিদের শুয়রের বাচ্চা বলে গালি দিয়েছেন,দেখুন এই ভিডিও টি। আমরা প্রথম দেখলাম ১৯৫২ তে।জোর করে তাদের ভাষা চেপে দেওয়া আমাদের উপর।
শহীদ করে দিলেন অনেককে।তারপর ১৯৬৯ হয়ে ১৯৭১।৩০ লক্ষ মানুষের রক্তে লাল হয়ে গেল পাকিস্তানিদের হাত।যাদের বেশির ভাগই মুসলমান।
ধর্ষিত হল দু লক্ষ মা বোন। আসলে এরা যা করল তা মুসলমান তো দূরের কথা অন্য কোন জাতি ও করতনা।তবে এই পাকিস্তানিরা যা করতে সফল তা হল এরা গাদ্দার সৃষ্টি করতে পারে সবসময়।তারা রাজাকার ,আলবদর বানিয়েছিল ১৯৭১ সালে,স্বাধিনতাকে ধংস করার জন্য।কিন্তু ব্যর্থ হল।
সে সময় বাঙালীদের জাহান্নামে যাও ও শুয়রের বাচ্ছা বলে গালি দিয়েছেন জুলফিকার আলি ভূট্টো। ভিডিও টা অবশ্যই দেখবেন
http://www.youtube.com/watch?v=R9hJYp91m7U
বাংলাদেশ স্বাধীন হল ,তাদের হাত থেকে বাংলাদেশ হাতছাড়া হয়ে গেল।
তাই এরা এবার কাশ্মিরের ভারত নিয়ন্ত্রিত অংশের উপর নজর দিল।আর পাকিস্তান নিয়ন্ত্রিত অংশের নাম দিল আজাদ কাশ্মীর বা মুক্ত কাশ্মীর।বস্তুত ওটা পাকিস্তানের হাতে পরাধীন।ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরকে নিজেদের নিয়ন্ত্রনে নিয়ে আনার জন্য পাকিস্তানের গোয়েন্দা সংস্হা আই এস আইয়ের সাহায্যে গঠীত হল লস্কর ই তৈয়বা,হরকাতুল জিহাদ সহ কয়েকটি জঙ্গি সংগঠন।যাদের উদ্দেশ্য কাশ্মীরকে আজাদ করা নয়,পাকিস্তানের অধিনে নিয়ে আসা।এবার কাশ্মিরিদের মরার উপর খড়ার গা।আমাকে এক কাশ্মিরি বলেছে ,তারপর কাশ্মিরেরা তিনভাগ হয়ে গেল।
আগেই বলেছি,এরা গাদ্দার সৃষ্টিতে পারঙ্গম।একভাগ (কমের অংশ)চায় পাকিস্তানের সাথে যুক্ত হতে।আরেকভাগ চায় কারো সাথে নয় কাশ্মীরই হবে একটা দেশ(এটা বেশীর ভাগ)।আর এক ভাগ ভারতের অধিকার হতে মুক্ত হতে চায়,যদি না হয় তো ইন্ডিয়ার সাথে থাকবে।যারা পাকিস্তানের সাথে মিশতে চায়না এই লস্করে তৈয়বা তাদের ও হত্যা করতে থাকে।ঠীক রাজাকারদের মত।ধীরে ধীরে প্রায় কাশ্মীরেরা উপলব্দি করল এই পাকি নামের নাপাকিরা ইন্ডিয়ার অধিন থেকে নিয়ে পাকিস্তানের অধিনে নিয়ে যেতে চায়।এবার তারা ওটা বুঝতে পেরে স্বাধিনতার জন্য বিরাট বিরাট মিছিল করল,ধর্মঘট করতেছে ও করবে তবে না-পাকিগো ষড়যন্ত্রে পা দেবেনা।
দেখুন এবার আফগানিস্তানের দিকে ,এগো আব্বাজান যখনি এদের ডেকেছে রাশিয়া আক্রমনের সময় বা এখন ,এই গোলামেরা তখনি তাদের পাশে গিয়ে দাড়িয়েছে।আর আফগানিরা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে।
ইমরান খানকে একবার দেখলাম তিনি বলতেছেন যে পাকিস্তানের উপজাতীয় এলাকায় যেভাবে পাকিস্তানের না-পাক সৈন্যরা হাজারে হাজারে নিরিহ মানুষ হত্যা করতেছে দুষ্কৃতিকারি বা বিদ্রোহি নাম দিয়ে এটা ওরা ১৯৭১ সালে ও করেছিল বাংলাদেশে।আরো ভেঙ্গে যেতে পারে পাকিস্তান।
ভারত যখন অর্থনৈতিকভাবে ধীরে ধীরে শক্তিশালি হয়ে যাচ্ছে তা দেখে এদের সহ্য হয়না।এবার আগের চেয়ে ও বড় হামলা চালাল লস্কর ই তৈয়বা ভারতের সর্ব বৃহৎ অর্থনৈতিক শহর মুম্বাই।হত্যা করল নিরিহ মানুষদের।
ধিক পাকিস্তান তোমায় শত ধিক।
পাকিস্তান ,আজ থেকে ৬০ বছর আগে মুসলমানদের জন্য একটি আলাদা আবাসভূমি প্রতিষ্ঠার জন্য গঠিত হল।যদিও এই পাকিস্তান প্রতিষ্ঠার জন্য বেশি কাজ করেছিলেন বাঙালিরা।যাই হোক যে মুসলমানিত্বের ধোঁয়া তুলে এই পাকিস্তান গঠিত হল তা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠ। জুফিকার আলি বাঙালিদের শুয়রের বাচ্চা বলে গালি দিয়েছেন,দেখুন এই ভিডিও টি। আমরা প্রথম দেখলাম ১৯৫২ তে।জোর করে তাদের ভাষা চেপে দেওয়া আমাদের উপর।
শহীদ করে দিলেন অনেককে।তারপর ১৯৬৯ হয়ে ১৯৭১।৩০ লক্ষ মানুষের রক্তে লাল হয়ে গেল পাকিস্তানিদের হাত।যাদের বেশির ভাগই মুসলমান।
ধর্ষিত হল দু লক্ষ মা বোন। আসলে এরা যা করল তা মুসলমান তো দূরের কথা অন্য কোন জাতি ও করতনা।তবে এই পাকিস্তানিরা যা করতে সফল তা হল এরা গাদ্দার সৃষ্টি করতে পারে সবসময়।তারা রাজাকার ,আলবদর বানিয়েছিল ১৯৭১ সালে,স্বাধিনতাকে ধংস করার জন্য।কিন্তু ব্যর্থ হল।
সে সময় বাঙালীদের জাহান্নামে যাও ও শুয়রের বাচ্ছা বলে গালি দিয়েছেন জুলফিকার আলি ভূট্টো।
বাংলাদেশ স্বাধীন হল ,তাদের হাত থেকে বাংলাদেশ হাতছাড়া হয়ে গেল।
তাই এরা এবার কাশ্মিরের ভারত নিয়ন্ত্রিত অংশের উপর নজর দিল।আর পাকিস্তান নিয়ন্ত্রিত অংশের নাম দিল আজাদ কাশ্মীর বা মুক্ত কাশ্মীর।বস্তুত ওটা পাকিস্তানের হাতে পরাধীন।ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরকে নিজেদের নিয়ন্ত্রনে নিয়ে আনার জন্য পাকিস্তানের গোয়েন্দা সংস্হা আই এস আইয়ের সাহায্যে গঠীত হল লস্কর ই তৈয়বা,হরকাতুল জিহাদ সহ কয়েকটি জঙ্গি সংগঠন।যাদের উদ্দেশ্য কাশ্মীরকে আজাদ করা নয়,পাকিস্তানের অধিনে নিয়ে আসা।এবার কাশ্মিরিদের মরার উপর খড়ার গা।আমাকে এক কাশ্মিরি বলেছে ,তারপর কাশ্মিরেরা তিনভাগ হয়ে গেল।
আগেই বলেছি,এরা গাদ্দার সৃষ্টিতে পারঙ্গম।একভাগ (কমের অংশ)চায় পাকিস্তানের সাথে যুক্ত হতে।আরেকভাগ চায় কারো সাথে নয় কাশ্মীরই হবে একটা দেশ(এটা বেশীর ভাগ)।আর এক ভাগ ভারতের অধিকার হতে মুক্ত হতে চায়,যদি না হয় তো ইন্ডিয়ার সাথে থাকবে।যারা পাকিস্তানের সাথে মিশতে চায়না এই লস্করে তৈয়বা তাদের ও হত্যা করতে থাকে।ঠীক রাজাকারদের মত।ধীরে ধীরে প্রায় কাশ্মীরেরা উপলব্দি করল এই পাকি নামের নাপাকিরা ইন্ডিয়ার অধিন থেকে নিয়ে পাকিস্তানের অধিনে নিয়ে যেতে চায়।এবার তারা ওটা বুঝতে পেরে স্বাধিনতার জন্য বিরাট বিরাট মিছিল করল,ধর্মঘট করতেছে ও করবে তবে না-পাকিগো ষড়যন্ত্রে পা দেবেনা।
দেখুন এবার আফগানিস্তানের দিকে ,এগো আব্বাজান যখনি এদের ডেকেছে রাশিয়া আক্রমনের সময় বা এখন ,এই গোলামেরা তখনি তাদের পাশে গিয়ে দাড়িয়েছে।আর আফগানিরা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে।
ইমরান খানকে একবার দেখলাম তিনি বলতেছেন যে পাকিস্তানের উপজাতীয় এলাকায় যেভাবে পাকিস্তানের না-পাক সৈন্যরা হাজারে হাজারে নিরিহ মানুষ হত্যা করতেছে দুষ্কৃতিকারি বা বিদ্রোহি নাম দিয়ে এটা ওরা ১৯৭১ সালে ও করেছিল বাংলাদেশে।আরো ভেঙ্গে যেতে পারে পাকিস্তান।
ভারত যখন অর্থনৈতিকভাবে ধীরে ধীরে শক্তিশালি হয়ে যাচ্ছে তা দেখে এদের সহ্য হয়না।এবার আগের চেয়ে ও বড় হামলা চালাল লস্কর ই তৈয়বা ভারতের সর্ব বৃহৎ অর্থনৈতিক শহর মুম্বাই।হত্যা করল নিরিহ মানুষদের।
ধিক পাকিস্তান তোমায় শত ধিক।
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:০৫
ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন: আমি ও বললাম টিকবেনা।
২| ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৫৬
বিষাক্ত মানুষ বলেছেন: পৃথিবীতে দুইটা দেশ ধর্মের নামে জন্ম নিয়েছিলো ।
১ পাকিস্তান
২ ইসরাইল
দুইটাই অভিশপ্ত দেশ
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:০৫
ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন: ঠিক
৩| ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৫৭
রন্টি চৌধুরী বলেছেন: পাকিস্তান একটা ক্যান্সার। কিন্তু আপনার পোষ্টের শেষের চার লাইনটা বলা কি ঠিক হল?
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:০৬
ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন: কোনটা ভাই।
৪| ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:০২
বিপ্লব কান্তি বলেছেন:
কথা একটাই : পাকিরা ও তাদের সমর্থকরা জংগিবাদী/উগ্র। তারা নিপাত যাক। (২-৪ জন ভাল পাকি থাকলে তাদেরকে উদাহরন হিসেবে টানবেন না)
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:০৯
ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন: নিপাত যাক।
৫| ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:০২
শাহ জাহান বলেছেন: আমাদের দেশের পাকিস্তান প্রেমিক দেরকে বলছি, এবার বিজয়ের মাসে আপনাদের স্বপ্ন ভেংগে যাবেই
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:০৯
ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন: এই হালাগো আবার স্বপ্ন কি।
৬| ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:০৩
এস্কিমো বলেছেন: ইমরান খানকে একবার দেখলাম তিনি বলতেছেন যে পাকিস্তানের উপজাতীয় এলাকায় যেভাবে পাকিস্তানের না-পাক সৈন্যরা হাজারে হাজারে নিরিহ মানুষ হত্যা করতেছে দুষ্কৃতিকারি বা বিদ্রোহি নাম দিয়ে এটা ওরা ১৯৭১ সালে ও করেছিল বাংলাদেশে।আরো ভেঙ্গে যেতে পারে পাকিস্তান।
- পাকিস্তান কি আদৌ কোন রাষ্ট্র আছে? একটা সামরিক বাহিনী দখলকৃত এলাকাই পাকিস্তান। ইসরায়েরের দখলদারীর সাথেই একমাত্র তুলনা করা যায়।
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:১২
ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন: ঠিক বলেছেন।
৬০ বছরের মধ্যে ৫০ বছরের ও বেশী সামরিক শাসন।আর সরকার ও গরীবের পিছনে টাকা না দিয়ে বেশিরভাগ বাজেট সামরিক খাতে দিয়ে দেয়।
৭| ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:০৪
বিপ্লব কান্তি বলেছেন: ডাইরেক্ট প্লাস
পাকিরা ও তাদের সমর্থকরা নিপাত যাক।
পাকিরা ও তাদের সমর্থকরা নিপাত যাক।
পাকিরা ও তাদের সমর্থকরা নিপাত যাক।
পাকিরা ও তাদের সমর্থকরা নিপাত যাক।
পাকিরা ও তাদের সমর্থকরা নিপাত যাক।
পাকিরা ও তাদের সমর্থকরা নিপাত যাক।
পাকিরা ও তাদের সমর্থকরা নিপাত যাক।
পাকিরা ও তাদের সমর্থকরা নিপাত যাক।
পাকিরা ও তাদের সমর্থকরা নিপাত যাক।
পাকিরা ও তাদের সমর্থকরা নিপাত যাক।
পাকিরা ও তাদের সমর্থকরা নিপাত যাক।
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:১২
ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন: পাকিরা ও তাদের সমর্থকরা নিপাত যাক।
৮| ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:০৫
রন্টি চৌধুরী বলেছেন: পাকিদের নিয়ে কথা বলতে গেলে যদি কেউ মনে করেন এদের আর্মি বা জঙ্গিরাই শুধু খারাপ, তাহলে তাদের বিদেশে আসার নিমন্ত্রন। দেখে যান পাকিদের। সবকটা একেকটা শয়তান। পুরো একটা জাতি কিভাবে এমন হল কে জানে।
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:০৮
ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন: রন্টি ভাই একেবারে আমার মনের কথা বললেন।বাংলাদেশের বাইরে না গেলে বুঝা যায়না।আমিও মাঝে মাঝে ভাবি এই পুরো জাতিটা এরকম কিভাবে হল।
আর আরেকটা জিনিস হলো বাঙালিদের সবখানে আন্ডার ইস্টিমেট করে।
৯| ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:০৮
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন: রন্টি চৌধুরী বলেছেন: পাকিস্তান একটা ক্যান্সার। কিন্তু আপনার পোষ্টের শেষের চার লাইনটা বলা কি ঠিক হল?------------------------কথাটা বুঝলাম না
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:১৩
ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন: আমিও
১০| ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:০৯
অরণ্যচারী বলেছেন: বিমার সাথে সহমত।+
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:১৪
ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন: আমারো।
১১| ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:১০
রন্টি চৌধুরী বলেছেন: ভারত যখন অর্থনৈতিকভাবে ধীরে ধীরে শক্তিশালি হয়ে যাচ্ছে তা দেখে এদের সহ্য হয়না।
এটা।
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:২২
ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন: হা ভাই আমার স্বল্পতম জ্ঞান দিয়ে এটা উপলব্দী করলাম।
পাকিস্টানের অর্থনিতীরতো কোমর ভেঙ্গে গেছে।গিলানি সাহেব অনেক দেশ ঘুরাঘুরি করলেন কিছু টাকার আশায়।অবশেষে আই এম এফ কিছু টাকা দিল তানা হলে তাদের অবস্হা কেরোসিন হয়ে যেত।
এমনিতেইতো তাদের দেশে মূল্যোস্ফিতি বাংলাদেশের চেয়েও দ্বীগুন।
আই এম এফ থেকে ৩.১ বিলিয়ন লোন দ্বারাই দেশ চালাচ্ছে।
আর হিংসার বশবর্তী হয়েয় তারা মুম্বাইতে হামলা চালাল।
১২| ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:১১
এ. এস. এম. রাহাত খান বলেছেন: +
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:২৩
ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন: +
১৩| ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:১২
সারোয়ার হাবিব বলেছেন: ভাই ,
পাকিস্থান তো শ্যাস ।
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:২৪
ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন: হেরে ভাই।
১৪| ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:১৪
রন্টি চৌধুরী বলেছেন: পাকিস্তান সমস্যার সমাধান এর পাচ টুকরা হওয়ার মাঝে নিহিত।
তখন পাকি জাতিশত্বা থাকবে না, এদের মধ্যে জঙ্গিবাদও বিলুপ্ত হতে পারে।
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:২৭
ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন: পাকিস্তান আরো কয়েক টুকরা হোক।
১৫| ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:২৯
হমপগ্র বলেছেন: আপনার শিরোনামের জন্য হাজার হাজার প্লাস! +++++++++++++++++++++++++++++++++++++++++++++++
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৩২
ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন: বেশী হয়ে গেল না।হমপগ্র।
ধন্যবাদ।
১৬| ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৩১
মিছে মন্ডল বলেছেন: "রন্টি চৌধুরী বলেছেন: পাকিস্তান সমস্যার সমাধান এর পাচ টুকরা হওয়ার মাঝে নিহিত।
তখন পাকি জাতিশত্বা থাকবে না, এদের মধ্যে জঙ্গিবাদও বিলুপ্ত হতে পারে। "
সহমত।
আসলে পাকিস্তানিদের মাঝে আমি দেখেছি পাঞ্জাবিগুলো বেশি খারাপ। পাঠানরা(সীমান্ত প্রদেশের গুলো) কিছুটা বোকা।
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৪১
ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন: ঠিক ধরলেন।
তবে দু গ্রুপই বোদাই।
১৭| ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৩৬
নাজিরুল হক বলেছেন: ফাকিস্তান অচিরেই ধ্বংশ হইবে।
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৪৫
ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন: অবশ্যই হওয়ার কারন ও আছে।
১৮| ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৪১
নকীবুল বারী বলেছেন: পাকিস্তান অচিরেই নিজেকে দেওলীয়া ঘোষনা করবে.................................
ভুট্টোর ভিডিও টা দেখলাম.................সে আমাদের শুরোরের বাচ্চা, জাহান্নামে যাও বলেছে.................
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৪৭
ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন: আসল কথাটা তো বলাই হয়নি, কেউ ভিডিওটি না দেইখা যাবেন না।
১৯| ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৪২
নকীবুল বারী বলেছেন: পাকিস্থানের কোন একক কালচার নেই..এমনি ওদের জাতীয় ভাষা উর্দুতেও সবাই কথা বলে না...............
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৪৮
ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন: ঠিক।
২০| ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৫৩
দন্ডিত বলেছেন: প্লাস।
আমাদের দেশীয় বাংলাস্তানের স্বপ্ন দেখা গো আ এন্ড গং কষ্ট পাবে।
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৪
ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন: গোয়ার মায়রে বাপ
২১| ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০১
ম্যাকলাভিং বলেছেন: পাকিস্তান কে ফাক করা হউক
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৩
ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন: ইয়েস
২২| ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০২
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: পাকি গো রক্তেই সমস্যা আছে। আমি জাতিগত অবনমন এ বিশ্বাস করি না...কিন্তু এই কথা আমি ও বলতে বাধ্য হইলাম...
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৫
ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন: আমিও
২৩| ০১ লা ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:২৫
রাজর্ষী বলেছেন: ভালো লাগলো ইতিহাস।
২৪| ০১ লা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৫৫
কঁাকন বলেছেন: ধিক্কার জানাই
জতটা শ্রম মেধা এরা ইন্ডিয়ারে ডাবানোর জন্য ব্যায় করে তার অর্ধেক যদি নিজেগো উন্নতির জন্য করতো !!!!
২৫| ০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ২:৫৫
নরাধম বলেছেন: কঠিন পোস্ট। প্রিয়তে।
©somewhere in net ltd.
১|
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৫৬
বিবর্তনবাদী বলেছেন: পাকিস্তান বেশিদিন আর টিকবে বলে মনে হয় না।