নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিজয় না হওয়া পযর্ন্ত সংগ্রাম কর

মানুষ আজি০৯

মানুষ আজি০৯ › বিস্তারিত পোস্টঃ

আজকের ডাইরী

২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৮

আমি শুয়ে শুয়ে পড়ছিলাম দুপুর বেলা, রমা পাশেই বসে মোবাইল টিপছিল ওর । হঠাৎ রমার ফোন এলো, রমা উঠে অন্যরুমে চলে গেল । অনেক আবেগ আপ্লুত হয়ে রমা কারো সাথে বলছিল, প্রায় আধঘন্টা ! আমি কয়েকবার ওর পাশে গিয়ে দাড়িয়ে বলেছিলাম কার সাথে কথা বলছো? রমা উত্তর না দিয়ে , মুখ অন্যদিকে ঘুরিয়ে রাখলো , আমি চলে এলাম , এসে আবার শুয়ে বই দেখছিলাম । মাথা জিমিয়ে এলো তন্দ্রায় ,হাই আসছিল বার বার -উঠে আবার রমার খোজেঁ গেলাম । রমা বারান্দায় উদাস আকাশের দিকে তাকিয়ে রইলো এর মধ্য ঝির ঝির বৃষ্টির সঙ্গে মৃদু বাতাশ , জানালার সার্শিতে জলে থৈই থৈই একমিনিও দাড়ানো ভার ! রমাকে বললামঃ- কি হলো হঠাৎ ? একদম চুপ হয়ে গেলে যে? কার সাথে কথা বলছিলে? রমা বৃষ্টিমিশ্রিত ফুলে যাওয়া লাল মুখ ঘুরিয়ে তীক্ষস্বরে বললোঃ- তুমি ভেতর যাও, আমি আসছি । আমি তবুও দাড়িয়ে ছিলাম রমাকে একটু বুঝার জন্য , মিনিট দু'য়েক পর রমাই বলললোঃ এত সন্দেহ করার কিছু নেই মানুষ, তোমাকে ঠকাচ্ছি না ! যাও না একটু ভেতর আমি আসছি বললাম তো । এর আমি চলে এলাম ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

চাঁদগাজী বলেছেন:



কিছুদিন পর, কবিতার পোস্ট আশা করছি।

২| ২২ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২২

আরণ্যক রাখাল বলেছেন: কথা খারাপ কয় নাই। এতো অবিশ্বাস করা ঠিক না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.